ETV Bharat / bharat

Kabadi Player Shot Dead : আততায়ীদের গুলিতে নিহত আন্তর্জাতিক কবাডি খেলোয়াড় সন্দীপ সিং নাঙ্গল

author img

By

Published : Mar 15, 2022, 5:23 PM IST

গুলি করে খুন করা হল আন্তর্জাতিক স্তরের কবাডি খেলোয়াড়কে (Kabadi Player Sandeep Nangal Shot Dead) । পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার পঞ্জাবের জলন্ধরে একটি কবাডি টুর্নামেন্ট চলাকালীন গুলি করা হয় সন্দীপ সিং নাঙ্গলকে । সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালের ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । তাঁর বয়স হয়েছিল 40 বছর ।

Sandeep Singh Nangal
Sandeep Singh Nangal

চণ্ডীগড়, 15 মার্চ : টুর্নামেন্ট চলাকালীন খুন করা হল আন্তর্জাতিক কবাডি (Kabadi Player Sandeep Nangal Shot Dead) খেলোয়াড় সন্দীপ সিং নাঙ্গলকে । সোমবার সন্ধ্যায় প্রকাশ্যে গুলি করে তাঁকে খুন করেছে অজ্ঞাত পরিচয় আততায়ীরা ।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের জলন্ধর শহরে । তিনি জলন্ধরের নাঙ্গল আম্বিয়ান গ্রামের বাসিন্দা ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সন্দীপকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালের ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । তাঁর বয়স হয়েছিল 40 বছর ।

আরও পড়ুন : Teacher Recruitment Case: শিক্ষক নিয়োগে দুর্নীতি, সিবিআই তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশ

আন্তর্জাতিক কবাডি খেলোয়াড় সন্দীপ সিং সোমবার জলন্ধর জেলার মালিয়ান গ্রামে একটি ম্যাচ চলাকালীন আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন । তার মাথায় ও বুকে অন্তত 20টি গুলি লাগে । এই ঘটনার সময় পুরো ঘটনাই ভিডিয়ো রেকর্ড হয়েছে । ভিডিয়োতে দেখা গিয়েছে, কিছুজন লোক গাছের পাশে লুকিয়ে একজনকে গুলি করছে । কাকে গুলি করা হচ্ছে তা অবশ্য দেখা যাচ্ছে না ভিডিয়োটিতে ।

আরও পড়ুন : Kolkata Metro Service : দোলের দিন কমছে পরিষেবা, সকালে চলবে না মেট্রো

শাহকোটের নাঙ্গল আম্বিয়ান গ্রামের বাসিন্দা সন্দীপ একজন পেশাদার সার্কেল কবাডি খেলোয়াড় ছিলেন এবং স্টপার পজিশনে খেলতেন । তিনি এক দশকেরও বেশি সময় ধরে কবাডি খেলতেন ৷ পঞ্জাব ছাড়াও কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে খেলেছেন তিনি । সন্দীপ স্ত্রী এবং দুই ছেলেকে রেখে গিয়েছেন, যাঁরা ইংল্যান্ডে আছেন ৷ তিনিও বর্তমানে সেখানে থাকতেন ।

আরও পড়ুন : Shatrughan Sonakshi to Campaign Together : শত্রুঘ্ন সিনহার হয়ে আসানসোলে প্রচারে মেয়ে সোনাক্ষী

প্রাথমিক রিপোর্ট অনুসারে, সন্দীপ এই অঞ্চলের সার্কেল কবাডি টুর্নামেন্টের অন্যতম বড় আয়োজক ছিলেন । কিন্তু তিনি ইংল্যান্ডে বসবাস করতেন এবং তিনি একজন ব্রিটিশ নাগরিক । তিনি গ্রামে একটি বিয়ে উপলক্ষ্যে এবং কবাডি টুর্নামেন্ট উপলক্ষে আসেন ।

সন্দীপ রাষ্ট্রীয় পর্যায়ের ম্যাচ খেলে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন এবং তাঁর ভক্তদের কাছে 'গ্ল্যাডিয়েটর' নামে পরিচিত ছিলেন ।

চণ্ডীগড়, 15 মার্চ : টুর্নামেন্ট চলাকালীন খুন করা হল আন্তর্জাতিক কবাডি (Kabadi Player Sandeep Nangal Shot Dead) খেলোয়াড় সন্দীপ সিং নাঙ্গলকে । সোমবার সন্ধ্যায় প্রকাশ্যে গুলি করে তাঁকে খুন করেছে অজ্ঞাত পরিচয় আততায়ীরা ।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের জলন্ধর শহরে । তিনি জলন্ধরের নাঙ্গল আম্বিয়ান গ্রামের বাসিন্দা ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সন্দীপকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালের ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । তাঁর বয়স হয়েছিল 40 বছর ।

আরও পড়ুন : Teacher Recruitment Case: শিক্ষক নিয়োগে দুর্নীতি, সিবিআই তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশ

আন্তর্জাতিক কবাডি খেলোয়াড় সন্দীপ সিং সোমবার জলন্ধর জেলার মালিয়ান গ্রামে একটি ম্যাচ চলাকালীন আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন । তার মাথায় ও বুকে অন্তত 20টি গুলি লাগে । এই ঘটনার সময় পুরো ঘটনাই ভিডিয়ো রেকর্ড হয়েছে । ভিডিয়োতে দেখা গিয়েছে, কিছুজন লোক গাছের পাশে লুকিয়ে একজনকে গুলি করছে । কাকে গুলি করা হচ্ছে তা অবশ্য দেখা যাচ্ছে না ভিডিয়োটিতে ।

আরও পড়ুন : Kolkata Metro Service : দোলের দিন কমছে পরিষেবা, সকালে চলবে না মেট্রো

শাহকোটের নাঙ্গল আম্বিয়ান গ্রামের বাসিন্দা সন্দীপ একজন পেশাদার সার্কেল কবাডি খেলোয়াড় ছিলেন এবং স্টপার পজিশনে খেলতেন । তিনি এক দশকেরও বেশি সময় ধরে কবাডি খেলতেন ৷ পঞ্জাব ছাড়াও কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে খেলেছেন তিনি । সন্দীপ স্ত্রী এবং দুই ছেলেকে রেখে গিয়েছেন, যাঁরা ইংল্যান্ডে আছেন ৷ তিনিও বর্তমানে সেখানে থাকতেন ।

আরও পড়ুন : Shatrughan Sonakshi to Campaign Together : শত্রুঘ্ন সিনহার হয়ে আসানসোলে প্রচারে মেয়ে সোনাক্ষী

প্রাথমিক রিপোর্ট অনুসারে, সন্দীপ এই অঞ্চলের সার্কেল কবাডি টুর্নামেন্টের অন্যতম বড় আয়োজক ছিলেন । কিন্তু তিনি ইংল্যান্ডে বসবাস করতেন এবং তিনি একজন ব্রিটিশ নাগরিক । তিনি গ্রামে একটি বিয়ে উপলক্ষ্যে এবং কবাডি টুর্নামেন্ট উপলক্ষে আসেন ।

সন্দীপ রাষ্ট্রীয় পর্যায়ের ম্যাচ খেলে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন এবং তাঁর ভক্তদের কাছে 'গ্ল্যাডিয়েটর' নামে পরিচিত ছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.