ETV Bharat / bharat

FIR Against X Handle of Priyanka: প্রিয়াঙ্কা-কমলনাথের পোস্ট ঘিরে বিতর্ক, টুইটার হ্যান্ডেলের বিরুদ্ধে এফআইআর - প্রিয়াঙ্কা গান্ধি

FIR against X handles of Priyanka Gandhi, Kamal Nath: ইন্দোরের বিজেপির আইনি সেলের আহ্বায়কের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি এবং কমলনাথের এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলগুলির বিরুদ্ধে ৷ কংগ্রেস নেতারা রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করে পোস্টগুলি করেছে বলে অভিযোগ উঠেছে ৷

Priyanka Gandhi
প্রিয়াঙ্কা গান্ধি
author img

By

Published : Aug 13, 2023, 9:51 AM IST

Updated : Aug 13, 2023, 10:29 AM IST

ইন্দোর, 13 অগস্ট: মধ্যপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সোশাল মিডিয়ায় পোস্ট করায়, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি, কমল নাথ এবং অরুণ যাদবের এক্স হ্যান্ডেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হল ৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার রাতে এই টুইটার হ্যান্ডেলগুলির বিরুদ্ধে এফআইআর দায়ের করে ইন্দোর পুলিশ ৷ জ্ঞানেন্দ্র অবস্থি ও অন্যান্য আরও বেশ কয়েকজনের এক্স হ্যান্ডেলের নাম রয়েছে এফআইআর-এ ৷

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্ট: বিজেপির আইনি সেলের ইন্দোর ইউনিটের আহ্বায়ক নিমেশ পাঠকের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 420 (প্রতারণা) এবং 469 (সুনাম ক্ষতির উদ্দেশ্যে জালিয়াতি) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে । পাঠক অভিযোগ করেছেন যে, কংগ্রেস নেতারা রাজ্যের সরকার এবং তার দলের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করে বিভ্রান্তিকর পোস্টগুলি সোশাল মিডিয়ায় শেয়ার করেছে ৷ অভিযোগ, রাজ্যের বিজেপি সরকার দুর্নীতিতে জড়িত বলে সেই পোস্টগুলিতে মিথ্যা অভিযোগ করা হয়েছে ।

আর পড়ুন: ‘স্বৈরাচারী শক্তি-অহংকারী রাজা’, কুস্তিগীরদের সমর্থনে বিরোধীদের নিশানায় মোদি

ওই আধিকারিক বলেন, পুলিশ সংশ্লিষ্ট এক্স হ্যান্ডেলগুলির সত্যতা যাচাই করছে । অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রামসানেহি মিশ্র দাবি করেন যে, শহরের সংযোজিতাগঞ্জ থানায় প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, কমল নাথ ও অরুণ যাদবের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে ।

শুক্রবার প্রিয়াঙ্কা গান্ধি এক্স (যা আগে টুইটার নামে পরিচিত ছিল)-এ দাবি করেন যে, "মধ্যপ্রদেশের ঠিকাদারদের একটি ইউনিয়ন হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে একটি চিঠি লিখেছে ৷ তাদের অভিযোগ, তারা 50 শতাংশ কমিশন দেওয়ার পরেই পেমেন্ট পায় । কর্ণাটকের দুর্নীতিবাজ বিজেপি সরকার 40% কমিশন আদায় করত । মধ্যপ্রদেশে নিজেদের দুর্নীতির রেকর্ড ভেঙে এগিয়ে গিয়েছে বিজেপি ।"

নরোত্তম মিশ্রের হুঁশিয়ারি: কর্ণাটকের জনগণ 40% কমিশনের সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, এ বার মধ্যপ্রদেশের জনগণ 50% কমিশনের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে বলে সেই পোস্টে দাবি করেন তিনি । কমল নাথ এবং অরুণ যাদবও একই রকম পোস্ট করেছিলেন । প্রিয়াঙ্কা গান্ধির অভিযোগকে মিথ্যা বলে দাবি করে, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র কংগ্রেস নেত্রীকে তাঁর দাবির সপক্ষে প্রমাণ দাখিল করতে বলেছেন ৷ প্রমাণ দাখিল না করলে রাজ্য সরকার ও বিজেপির কাছে আইনি ব্যবস্থা নেওয়ার রাস্তা খোলা আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

যা বললেন মুখ্যমন্ত্রী: মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, বিরোধী দল মিথ্যা ছড়াচ্ছে । শুক্রবার সন্ধ্যায়, গোয়ালিয়র পুলিশ প্রিয়াঙ্কা গান্ধির পোস্টের সঙ্গে জড়িত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ।

ইন্দোর, 13 অগস্ট: মধ্যপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সোশাল মিডিয়ায় পোস্ট করায়, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি, কমল নাথ এবং অরুণ যাদবের এক্স হ্যান্ডেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হল ৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার রাতে এই টুইটার হ্যান্ডেলগুলির বিরুদ্ধে এফআইআর দায়ের করে ইন্দোর পুলিশ ৷ জ্ঞানেন্দ্র অবস্থি ও অন্যান্য আরও বেশ কয়েকজনের এক্স হ্যান্ডেলের নাম রয়েছে এফআইআর-এ ৷

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্ট: বিজেপির আইনি সেলের ইন্দোর ইউনিটের আহ্বায়ক নিমেশ পাঠকের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 420 (প্রতারণা) এবং 469 (সুনাম ক্ষতির উদ্দেশ্যে জালিয়াতি) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে । পাঠক অভিযোগ করেছেন যে, কংগ্রেস নেতারা রাজ্যের সরকার এবং তার দলের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করে বিভ্রান্তিকর পোস্টগুলি সোশাল মিডিয়ায় শেয়ার করেছে ৷ অভিযোগ, রাজ্যের বিজেপি সরকার দুর্নীতিতে জড়িত বলে সেই পোস্টগুলিতে মিথ্যা অভিযোগ করা হয়েছে ।

আর পড়ুন: ‘স্বৈরাচারী শক্তি-অহংকারী রাজা’, কুস্তিগীরদের সমর্থনে বিরোধীদের নিশানায় মোদি

ওই আধিকারিক বলেন, পুলিশ সংশ্লিষ্ট এক্স হ্যান্ডেলগুলির সত্যতা যাচাই করছে । অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রামসানেহি মিশ্র দাবি করেন যে, শহরের সংযোজিতাগঞ্জ থানায় প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, কমল নাথ ও অরুণ যাদবের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে ।

শুক্রবার প্রিয়াঙ্কা গান্ধি এক্স (যা আগে টুইটার নামে পরিচিত ছিল)-এ দাবি করেন যে, "মধ্যপ্রদেশের ঠিকাদারদের একটি ইউনিয়ন হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে একটি চিঠি লিখেছে ৷ তাদের অভিযোগ, তারা 50 শতাংশ কমিশন দেওয়ার পরেই পেমেন্ট পায় । কর্ণাটকের দুর্নীতিবাজ বিজেপি সরকার 40% কমিশন আদায় করত । মধ্যপ্রদেশে নিজেদের দুর্নীতির রেকর্ড ভেঙে এগিয়ে গিয়েছে বিজেপি ।"

নরোত্তম মিশ্রের হুঁশিয়ারি: কর্ণাটকের জনগণ 40% কমিশনের সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, এ বার মধ্যপ্রদেশের জনগণ 50% কমিশনের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে বলে সেই পোস্টে দাবি করেন তিনি । কমল নাথ এবং অরুণ যাদবও একই রকম পোস্ট করেছিলেন । প্রিয়াঙ্কা গান্ধির অভিযোগকে মিথ্যা বলে দাবি করে, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র কংগ্রেস নেত্রীকে তাঁর দাবির সপক্ষে প্রমাণ দাখিল করতে বলেছেন ৷ প্রমাণ দাখিল না করলে রাজ্য সরকার ও বিজেপির কাছে আইনি ব্যবস্থা নেওয়ার রাস্তা খোলা আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

যা বললেন মুখ্যমন্ত্রী: মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, বিরোধী দল মিথ্যা ছড়াচ্ছে । শুক্রবার সন্ধ্যায়, গোয়ালিয়র পুলিশ প্রিয়াঙ্কা গান্ধির পোস্টের সঙ্গে জড়িত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ।

Last Updated : Aug 13, 2023, 10:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.