ETV Bharat / bharat

Problem in IndiGo Flight: ফের বিপত্তি ইন্ডিগোর বিমানে, মাঝ আকাশে ইমারজেন্সি এক্সিটের কভার খোলার চেষ্টা - IndiGo flight problem

রবিবার ইন্ডিগোর নাগপুর থেকে মুম্বইগামী বিমানে আপৎকালীন দরজার কভার সরানোর চেষ্টা করেন এক যাত্রী ৷ ঘটনাটি ঘটে বিমান অবতরণের আগের মুহূর্তে (IndiGo Flight trouble) ৷

ETV Bharat
ইন্ডিগোর বিমানে বিপত্তি
author img

By

Published : Jan 29, 2023, 4:53 PM IST

নয়াদিল্লি, 29 জানুয়ারি: ফের মাঝ আকাশে বিমানে গণ্ডগোল ৷ এবারও সেই বেসরকারি সংস্থা ইন্ডিগোর বিমান ৷ এবার উড়ন্ত বিমানে ইমারজেন্সি এক্সিট দরজার কভার সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন এক যাত্রী ৷ বিমান সংস্থাটির এক বিবৃতিকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদসংস্থা ৷ রবিবার ঘটনাটি ঘটে ইন্ডিগোর নাগপুর থেকে মুম্বইগামী বিমানে ৷ উল্লেখ্য, সম্প্রতি ভারতের বেশকিছু বিমানে অনাকাঙ্খিত ঘটনার খবর সামনে এসেছে ৷ তার মধ্যে ইন্ডিগোর বিমানও ছিল ৷ এই ঘটনা তার মধ্যেই নবতম সংযোজন (IndiGo passenger tried to remove emergency exit cover) ৷ এর জেরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্য ৷

বিমান সংস্থাটির তরফে আরও জানানো হয়েছে, বিমানের যাত্রী সুরক্ষায় এর ফলে কোনও বিঘ্ন ঘটেনি ৷ বিমানটি অবতরণের খানিক আগে এই ঘটনাটি ঘটে ৷ যাত্রীকে ওই কাণ্ড ঘটাতে দেখে ছুটে আসেন বিমান কর্মীরা ৷ ওই ব্যক্তিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ৷ বিমান সংস্থাটি জানিয়েছে, যে যাত্রী এই কাণ্ডটি ঘটিয়েছে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ এর আগে ইন্ডিগোর বিমানেই এক বিমান সেবিকার শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল ৷ দিল্লি থেকে পটনাগামী বিমানে সেই ঘটনাটি ঘটে ৷ এই ঘটনায় 3 জন যাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় (IndiGo flight problem) ৷

আরও পড়ুন: বরাদ্দ খাবার নিয়ে মাঝ আকাশে বিমানসেবিকার সঙ্গে ঝগড়া যাত্রীর, ভাইরাল ভিডিয়ো

এর আগে গত বছর 10 ডিসেম্বর ইন্ডিগোর এক বিমানে আপৎকালীন দরজা খুলে দিয়েছিলেন এক যাত্রী ৷ বিমানটি চেন্নাই থেকে তিরুবনন্তপুরমে যাচ্ছিল ৷ এই ঘটনায় দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ'র তরফ থেকে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে ৷ সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "10 ডিসেম্বর চেন্নাই থেকে তিরুবনন্তপুরমগামী ইন্ডিগোর 6ই-7339 বিমানে এই ঘটনাটি ঘটে ৷ এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷ "

আরও পড়ুন: ইন্ডিগোর বিমানে আপৎকালীন দরজা খুলেছিলেন বিজেপি সাংসদ তেজস্বী !

নয়াদিল্লি, 29 জানুয়ারি: ফের মাঝ আকাশে বিমানে গণ্ডগোল ৷ এবারও সেই বেসরকারি সংস্থা ইন্ডিগোর বিমান ৷ এবার উড়ন্ত বিমানে ইমারজেন্সি এক্সিট দরজার কভার সরিয়ে দেওয়ার চেষ্টা করলেন এক যাত্রী ৷ বিমান সংস্থাটির এক বিবৃতিকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদসংস্থা ৷ রবিবার ঘটনাটি ঘটে ইন্ডিগোর নাগপুর থেকে মুম্বইগামী বিমানে ৷ উল্লেখ্য, সম্প্রতি ভারতের বেশকিছু বিমানে অনাকাঙ্খিত ঘটনার খবর সামনে এসেছে ৷ তার মধ্যে ইন্ডিগোর বিমানও ছিল ৷ এই ঘটনা তার মধ্যেই নবতম সংযোজন (IndiGo passenger tried to remove emergency exit cover) ৷ এর জেরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্য ৷

বিমান সংস্থাটির তরফে আরও জানানো হয়েছে, বিমানের যাত্রী সুরক্ষায় এর ফলে কোনও বিঘ্ন ঘটেনি ৷ বিমানটি অবতরণের খানিক আগে এই ঘটনাটি ঘটে ৷ যাত্রীকে ওই কাণ্ড ঘটাতে দেখে ছুটে আসেন বিমান কর্মীরা ৷ ওই ব্যক্তিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ৷ বিমান সংস্থাটি জানিয়েছে, যে যাত্রী এই কাণ্ডটি ঘটিয়েছে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷ এর আগে ইন্ডিগোর বিমানেই এক বিমান সেবিকার শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল ৷ দিল্লি থেকে পটনাগামী বিমানে সেই ঘটনাটি ঘটে ৷ এই ঘটনায় 3 জন যাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় (IndiGo flight problem) ৷

আরও পড়ুন: বরাদ্দ খাবার নিয়ে মাঝ আকাশে বিমানসেবিকার সঙ্গে ঝগড়া যাত্রীর, ভাইরাল ভিডিয়ো

এর আগে গত বছর 10 ডিসেম্বর ইন্ডিগোর এক বিমানে আপৎকালীন দরজা খুলে দিয়েছিলেন এক যাত্রী ৷ বিমানটি চেন্নাই থেকে তিরুবনন্তপুরমে যাচ্ছিল ৷ এই ঘটনায় দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ'র তরফ থেকে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে ৷ সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "10 ডিসেম্বর চেন্নাই থেকে তিরুবনন্তপুরমগামী ইন্ডিগোর 6ই-7339 বিমানে এই ঘটনাটি ঘটে ৷ এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷ "

আরও পড়ুন: ইন্ডিগোর বিমানে আপৎকালীন দরজা খুলেছিলেন বিজেপি সাংসদ তেজস্বী !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.