দিল্লি, 11 ডিসেম্বর : পুনের সংস্থা জিনোভার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি কোরোনা ভ্য়াকসিনের হিউম্যান ট্রায়ালের অনুমতি দিল কেন্দ্রীয় সরকার ৷ জিনোভার তৈরি এই ভ্যাকসিনটির নাম ম্যাসেঞ্জার আরএনএ ৷ কেন্দ্রীয় সরকারর একটি বিবৃতি দিয়ে একথা জানায় ৷
অন্য প্রস্তুতিপর্বে থাকা কোরোনা ভাইরাস ভ্যাকসিনের থেকে আলাদা এই ভ্য়াকসিন ৷ বিবৃতি দিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, ‘‘ ম্যাসেঞ্জার আরএনএ ভ্যাকসিনটি চিরাচরিত রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধিতে কাজ করে না ৷ পরিবর্তে মেসাঞ্জার আরএনএ ভ্যাকসিনটি ভাইরাসটির একটি সিন্থেটিক আরএনএর মাধ্যমে শরীরে প্রোটিন তৈরি করার নির্দেশ বহন করে ৷ ’’
মেসাঞ্জার ভ্যাকসিনটি নিরাপদ কারণ, এটি প্রকৃতিগতভাবে সংক্রমক নয় এবং স্ট্যান্ডার সেলুলার মেকানিজ়মের দ্বারা পরীক্ষিত ৷ এমনই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ৷ অ্যামেরিকার ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা ফাইজ়ারও এই ম্যাসেঞ্জার আরএনএ পদ্ধতি অনুসরণ করেছে ৷