ETV Bharat / bharat

Platform Ticket Price : প্ল্যাটফর্ম টিকিটের দাম কমে ফের দশ টাকা - প্ল্যাটফর্ম টিকিটের দাম 10 টাকা

এখন কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে ৷ তাই ফের রান্না করা খাবার সরবরাহ থেকে শুরু করে প্ল্যাটফর্ম টিকিটের দাম কমাল (Platform Ticket Price Reduce) ভারতীয় রেল ৷

Indian Railways
প্ল্যাটফর্ম টিকিটের দাম কমল
author img

By

Published : Nov 26, 2021, 9:40 AM IST

নয়া দিল্লি, 26 নভেম্বর : দাম কমাল ভারতীয় রেল ৷ কোভিড কালে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়েছিল ভারতীয় রেল ৷ করোনা পরিস্থিতিতে অযথা ভিড় কমিয়ে সংক্রমণ এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ ৷ সেই সময় প্ল্যাটফর্মের টিকিটের জন্য 50 টাকা দাম দিতে হত যাত্রীদের ৷

এবার সেই দাম কমিয়ে 10 টাকা করল ভারতীয় রেল (Indian Railways reduces Platform Ticket Price ) ৷ কোভিড পরিস্থিতির আগে প্ল্যাটফর্ম টিকিট কাটতে এই দামই দিতে হত জনসাধারণকে ৷ বৃহস্পতিবার থেকে 'মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন'-এ (Mumbai Metropolitan Region) প্ল্যাটফর্মের টিকিটের দাম 50 টাকা থেকে 10 টাকা করেছে ভারতীয় রেল (Indian Railway) ৷ ছত্রপতি শিবাজি মহারাজ টারমিনাস (Chhatrapati Shivaji Maharaj Terminus, CSMT), দাদর (Dadar), লোকমান্য তিলক টারমিনাস (Lokmanya Tilak Terminus), থানে (Thane), কল্যাণ (Kalyan), পানভেল (Panvel) রেল স্টেশনগুলি এমএমআর-এর অন্তর্ভুক্ত ৷

আরও পড়ুন : ভিড় ঠেকাতে ফের বাড়ছে প্ল্য়াটফর্ম টিকিটের দাম

মুম্বইয়ে এই পদক্ষেপের পর দেশজুড়ে সব স্টেশনগুলোর জন্য একই দাম ধার্য করেছে কেন্দ্রীয় রেল ৷ এখন দেশে কোভিড পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হয়েছে ৷ তাই ভারতীয় রেল প্ল্যাটফর্ম টিকিটের দাম কমানো, ট্রেনে রান্না করা খাবার সরবরাহ শুরু করার কথা জানিয়েছে ৷

নয়া দিল্লি, 26 নভেম্বর : দাম কমাল ভারতীয় রেল ৷ কোভিড কালে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়িয়েছিল ভারতীয় রেল ৷ করোনা পরিস্থিতিতে অযথা ভিড় কমিয়ে সংক্রমণ এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ ৷ সেই সময় প্ল্যাটফর্মের টিকিটের জন্য 50 টাকা দাম দিতে হত যাত্রীদের ৷

এবার সেই দাম কমিয়ে 10 টাকা করল ভারতীয় রেল (Indian Railways reduces Platform Ticket Price ) ৷ কোভিড পরিস্থিতির আগে প্ল্যাটফর্ম টিকিট কাটতে এই দামই দিতে হত জনসাধারণকে ৷ বৃহস্পতিবার থেকে 'মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন'-এ (Mumbai Metropolitan Region) প্ল্যাটফর্মের টিকিটের দাম 50 টাকা থেকে 10 টাকা করেছে ভারতীয় রেল (Indian Railway) ৷ ছত্রপতি শিবাজি মহারাজ টারমিনাস (Chhatrapati Shivaji Maharaj Terminus, CSMT), দাদর (Dadar), লোকমান্য তিলক টারমিনাস (Lokmanya Tilak Terminus), থানে (Thane), কল্যাণ (Kalyan), পানভেল (Panvel) রেল স্টেশনগুলি এমএমআর-এর অন্তর্ভুক্ত ৷

আরও পড়ুন : ভিড় ঠেকাতে ফের বাড়ছে প্ল্য়াটফর্ম টিকিটের দাম

মুম্বইয়ে এই পদক্ষেপের পর দেশজুড়ে সব স্টেশনগুলোর জন্য একই দাম ধার্য করেছে কেন্দ্রীয় রেল ৷ এখন দেশে কোভিড পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হয়েছে ৷ তাই ভারতীয় রেল প্ল্যাটফর্ম টিকিটের দাম কমানো, ট্রেনে রান্না করা খাবার সরবরাহ শুরু করার কথা জানিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.