ETV Bharat / bharat

Life Imprisonment in UK : স্ত্রীকে কুপিয়ে খুনে দোষী ভারতীয় বংশোদ্ভূতকে ব্রিটেনে যাবজ্জীবন কারাদণ্ড

সে স্ত্রীকে খুন করার পর ঘরদোর পরিষ্কার করে দিনের শেষে পুলিশে খবর দেয় ৷ পুলিশকে জানায় স্ত্রীর আচরণে আর থাকতে না পেরে খুন করেছে স্ত্রীকে ৷ তবে গোয়েন্দারা জানিয়েছেন, এই খুন ঠান্ডা মাথায় করা হয়েছে ৷

যাবজ্জীবন কারাদণ্ড
যাবজ্জীবন কারাদণ্ড
author img

By

Published : Nov 16, 2021, 2:29 PM IST

লন্ডন, 16 নভেম্বর : ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল ব্রিটেনের আদালত ৷ নিজের স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগে 47 বছরের অনিল গিলের জন্য এই শাস্তি ঘোষণা করেছে আদালত ৷ খুন করে নিজেই পুলিশে খবর দিয়েছিল অপরাধী ৷

দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের মিলটন কিনস (Milton Keynes) অঞ্চলে থাকতেন অনিল গিল (Anil Gill) ও তাঁর স্ত্রী রঞ্জিত গিল (Ranjit Gill), যাঁর বয়স 43 ৷ এবছরের জানুয়ারি মাসে টেমস ভ্যালি পুলিশ (Thames Valley Police) অনিলকে খুনের অভিযোগে গ্রেফতার করে ৷

বাড়ির গ্যারেজে মুখে বালিশ ও আবর্জনার ব্যাগ চাপা দেওয়া অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল রঞ্জিতকে ৷ তাঁর গায়ে একাধিক গভীর ক্ষতচিহ্নও ছিল ৷ তদন্তকারী আধিকারিকেরা অনুমান করেন তাঁকে খুন করা হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্টেও জানা যায়, বারে বারে কোপানোর ফলে মৃত্যু হয়েছে রঞ্জিতের ৷ ফেব্রুয়ারি মাসে অনিলের বিরুদ্ধে তার স্ত্রীকে খুনের অভিযোগ আনে পুলিশ ৷ আর শুক্রবার 12 নভেম্বর তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা দেয় লিউটন ক্রাউন আদালত (Luton Crown Court) ৷

আরও পড়ুন : Murder : উত্তরপাড়ায় বৃদ্ধ বাবাকে খুনে অভিযুক্ত মেয়ে

টেমস ভ্যালি পুলিশের প্রধান অপরাধ বিভাগের গোয়েন্দা ইনস্পেক্টর নিকোলা ডগলাস (Nicola Douglas) বলেন, "খুনের একমাত্র সাজা যাবজ্জীবন কারাদণ্ড ৷" তিনি এই নৃশংস খুন ঠান্ডা মাথায় করা হয়েছে বলে জানান ৷ তবে সাজা ঘোষণায় খুশি ডগলাস বলেন, "আমি সন্তুষ্ট ৷ কমপক্ষে 22 বছর জেল খাটতে হবে এই সাংঘাতিক অপরাধের জন্য ৷"

অনিল আদালতে জানিয়েছিল, সে রঞ্জিতকে 18 বার কুপিয়েছে ৷ তারপর বেশ কয়েক ঘণ্টা লেগেছিল সবকিছু পরিষ্কার করতে ৷ খুনের দিনই পুলিশকে খবর দেয় অনিল ৷ পুলিশকে সে জানিয়েছিল, স্ত্রীর কাজকর্মে বিরক্ত হয়ে সে এই খুন করতে বাধ্য হয়েছে ৷ তবে অনিল বিচার চলাকালীন বার বার নিজেকে নির্দোষ দাবি করে গিয়েছে ৷ একই সঙ্গে সে স্ত্রীকে খুনের কথাও স্বীকার করেছে ৷

রাজের ভাই, বোন কেউই এখনও এই ঘটনা মেনে নিতে পারছেন না ৷ রঞ্জিতের ভাই রাজ সাগু বলেন, "এই ক্ষত কোনওদিন পূরণ হবে না ৷"

লন্ডন, 16 নভেম্বর : ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল ব্রিটেনের আদালত ৷ নিজের স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগে 47 বছরের অনিল গিলের জন্য এই শাস্তি ঘোষণা করেছে আদালত ৷ খুন করে নিজেই পুলিশে খবর দিয়েছিল অপরাধী ৷

দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের মিলটন কিনস (Milton Keynes) অঞ্চলে থাকতেন অনিল গিল (Anil Gill) ও তাঁর স্ত্রী রঞ্জিত গিল (Ranjit Gill), যাঁর বয়স 43 ৷ এবছরের জানুয়ারি মাসে টেমস ভ্যালি পুলিশ (Thames Valley Police) অনিলকে খুনের অভিযোগে গ্রেফতার করে ৷

বাড়ির গ্যারেজে মুখে বালিশ ও আবর্জনার ব্যাগ চাপা দেওয়া অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল রঞ্জিতকে ৷ তাঁর গায়ে একাধিক গভীর ক্ষতচিহ্নও ছিল ৷ তদন্তকারী আধিকারিকেরা অনুমান করেন তাঁকে খুন করা হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্টেও জানা যায়, বারে বারে কোপানোর ফলে মৃত্যু হয়েছে রঞ্জিতের ৷ ফেব্রুয়ারি মাসে অনিলের বিরুদ্ধে তার স্ত্রীকে খুনের অভিযোগ আনে পুলিশ ৷ আর শুক্রবার 12 নভেম্বর তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা দেয় লিউটন ক্রাউন আদালত (Luton Crown Court) ৷

আরও পড়ুন : Murder : উত্তরপাড়ায় বৃদ্ধ বাবাকে খুনে অভিযুক্ত মেয়ে

টেমস ভ্যালি পুলিশের প্রধান অপরাধ বিভাগের গোয়েন্দা ইনস্পেক্টর নিকোলা ডগলাস (Nicola Douglas) বলেন, "খুনের একমাত্র সাজা যাবজ্জীবন কারাদণ্ড ৷" তিনি এই নৃশংস খুন ঠান্ডা মাথায় করা হয়েছে বলে জানান ৷ তবে সাজা ঘোষণায় খুশি ডগলাস বলেন, "আমি সন্তুষ্ট ৷ কমপক্ষে 22 বছর জেল খাটতে হবে এই সাংঘাতিক অপরাধের জন্য ৷"

অনিল আদালতে জানিয়েছিল, সে রঞ্জিতকে 18 বার কুপিয়েছে ৷ তারপর বেশ কয়েক ঘণ্টা লেগেছিল সবকিছু পরিষ্কার করতে ৷ খুনের দিনই পুলিশকে খবর দেয় অনিল ৷ পুলিশকে সে জানিয়েছিল, স্ত্রীর কাজকর্মে বিরক্ত হয়ে সে এই খুন করতে বাধ্য হয়েছে ৷ তবে অনিল বিচার চলাকালীন বার বার নিজেকে নির্দোষ দাবি করে গিয়েছে ৷ একই সঙ্গে সে স্ত্রীকে খুনের কথাও স্বীকার করেছে ৷

রাজের ভাই, বোন কেউই এখনও এই ঘটনা মেনে নিতে পারছেন না ৷ রঞ্জিতের ভাই রাজ সাগু বলেন, "এই ক্ষত কোনওদিন পূরণ হবে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.