কোটদ্বার (উত্তরাখণ্ড), 11 ফেব্রুয়ারি: হাহাকার চলছে তুরস্ক এবং সিরিয়ায় ! সেই রেশ এবার এসে পৌঁছল এদেশে । ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হল এক ভারতীয়ের দেহ । ট্যাটু দেখে তাঁকে সনাক্ত করেন পরিবারের লোকেরা । জানা গিয়েছে মৃতের নাম বিজয় কুমার পোখরিয়াল । বছর 35-এর বিজয় উত্তরাখণ্ডের কোটদ্বারের বাসিন্দা (Kotdwar Vijay body found in Turkey) ।
মৃতের পরিবার সূত্রে গিয়েছে, বিজয় বেঙ্গালুরুর সংস্থা অক্সিপ্ল্যান্টস ইন্ডিয়ায় কর্মরত ছিলেন । গ্যাস পাইপলাইন ইনস্টলেশন ইঞ্জিনিয়ার বিজয়কে তুরস্কে পাঠিয়েছিল সংস্থা । 22 জানুয়ারি তুরস্কের উদ্দেশ্যে তিনি রওনা দেন । 23 জানুয়ারি হোটেলে পৌঁছন তিনি । পূর্ব আনাতোলিয়া অঞ্চলের শহর মালাটিয়ায় হোটেল আভাসারে ছিলেন তিনি । চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত তাঁর সেদেশে থাকার কথা ছিল । হোটেলের ধ্বংসস্তূপ থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয় (Devastating Earthquake in Turkey) ।
উদ্ধার করা স্থান থেকে তাঁর ফটোগ্রাফ পাঠানো হয় । বাঁ-হাতে ট্যাটু দেখে বিজয়ের মৃতদেহ সনাক্ত করে পরিবার । মৃতের বড় ভাই অরুণ জানান, তাঁরা তুরস্কের দূতাবাস থেকে মৃত্যুর খবর পান । বিজয় নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর পরিবার ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছিল। দূতাবাস জানিয়েছে, আপাতত সড়কপথে ইস্তানবুলে তাঁর দেহ আনা হচ্ছে । সেখান থেকেই তাঁর দেহ দেশে পৌঁছনোর ব্যবস্থা করবে দূতাবাস। তিন দিনের মধ্যে তাঁর মরদেহ দেশে পৌঁছবে ।
আরও পড়ুন: ধ্বংসস্তূপের নীচে মেয়ের দেহ, হাত ধরে বসে রয়েছেন বাবা ! ছবিতে চোখে জল বিশ্বের
সরকারি সূত্র বলছে, তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প এখনও পর্যন্ত 24000 প্রাণ নিয়েছে (Earthquake claims thousands of life in Turkey) । আহত প্রায় লক্ষাধিক । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.8 ৷ 6 ফেব্রুয়ারি সীমান্ত এলাকার এই ভয়াবহ দুর্যোগ শুরু হয় কাকভোরে ৷ তখন বেশিরভাগ মানুষই গভীর ঘুমে আচ্ছন্ন ৷ কোনও কিছু বুঝে ওঠার আগেই বিপর্যয়ের মুখে পড়েন তাঁরা ৷ প্রত্যক্ষদর্শীরা বলছেন, ভূমিকম্পের সময় বৃষ্টিও হচ্ছিল ৷ 2000 সালের পরে হওয়া সবচেয়ে শক্তিশালী ভূ-কম্পনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দু'দেশের একাধিক এলাকা । তুরস্ক ও উত্তর সিরিয়ার সংশ্লিষ্ট এলাকায় অসংখ্য বহুতল ভেঙে গুঁড়িয়ে গিয়েছে ৷
আরও পড়ুন: মৃত্যুমিছিল ! চাপা কান্নায় ক্রমশ ভারী হয়ে উঠছে তুরস্ক-সিরিয়ায় আকাশ