ETV Bharat / bharat

Indian Climber Rescued Safely: ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালু উদ্ধার অন্নপূর্ণা থেকে, অবস্থা আশঙ্কাজনক - ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালুকে

নেপালের অন্নপূর্ণা পর্বতে নিখোঁজ রাজস্থানের পর্বতারোহী অনুরাগ মালুকে উদ্ধার করা হয়েছে । তাঁর অবস্থা আশংকাজনক বলে জানা গিয়েছে । ভারতীয় ওই পর্বতারোহী সোমবার অন্নপূর্ণা পর্বতের 6 হাজার মিটার গভীর খাদে পড়ে যান ।

anurag maloo
ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালু
author img

By

Published : Apr 20, 2023, 3:56 PM IST

কাঠমান্ডু(নেপাল), 20 এপ্রিল: সোমবার নেপালের অন্নপূর্ণা পর্বতে নিখোঁজ হয়ে যান ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালু (34) ৷ তিনদিন পর অবশেষে বৃহস্পতিবার তাঁর খোঁজ পাওয়া গিয়েছে ৷ নিরাপদে সেখান থেকে উদ্ধার করা হয়েছে তাঁকে । এদিন উদ্ধারকারীদের তরফে জানা গিয়েছে, অনুরাগের অবস্থা আশংকাজনক । রাজস্থানের কিষাণগড়ের বাসিন্দা পর্বতারোহী অনুরাগ মালু ৷ 17 এপ্রিল বিকেলে তিনি অন্নপূর্ণার গভীর খাদে পড়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৷

অন্নপূর্ণা বিশ্বের দশম উচ্চতম পর্বত । সেভেন সামিট ট্রেকসের মিংমা শেরপা কাঠমান্ডু থেকে ফোনে এএনআইকে জানিয়েছেন, অনুরাগ বর্তমানে মণিপাল হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন । তাঁর ভাই সুধীর জানিয়েছেন, অনুরাগকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে । রাজস্থানের আজমেঢ় জেলার কিষাণগড়ের বাসিন্দা অনুরাগ মালুকে খুঁজে বের করতে সোমবার থেকে তল্লাশি অভিযান চলছিল । সেভেন সামিট ট্রেকসের সভাপতি মিংমা শেরপা ওইদিন সংবাদ সংস্থাকে জানিয়েছিলেন, তল্লাশি অভিযান চলছে ।

আরও পড়ুন: মৃত্যুকে হারিয়ে দুর্গম অন্নপূর্ণার শৃঙ্গ জয় হিমাচলের বলজিৎ কৌরের

জানা গিয়েছে, সোমবার বিকেলে পর্বতারোহী অনুরাগ মালু অন্নপূর্ণা পর্বতের তৃতীয় শিবির থেকে নামার সময় প্রায় 6 হাজার মিটারের খাদে পড়ে যান । পর্বতারোহী গত বছর নেপালের পূর্ব হিমালয় পর্বতমালার মাউন্ট আমা ডাবলাম সফলভাবে আরোহণ করেছেন ৷ এরপর এই মৌসুমে মাউন্ট এভারেস্ট, অন্নপূর্ণা এবং লোটসে চড়ার পরিকল্পনা করেছিলেন তিনি । অনুরাগ বিশ্বের 8 হাজারেরও বেশি উচ্চতার 14 টি চূড়ায় তেরঙ্গা উত্তোলন করতে সফল হয়েছেন ।

আরও পড়ুন: মৃত্যুর খবর ভুয়ো, পর্বতারোহী বলজিৎকে উদ্ধার করল অনুসন্ধানকারী দল

অন্নপূর্ণা পর্বতের 4 নং বেস ক্যাম্পের কাছে নিখোঁজ হয়ে গিয়েছিলেন হিমাচল প্রদেশের পর্বতারোহী বলজিৎ কৌর ৷ এমনকী তাঁর মৃত্যুর খবরও রটে যায় ৷ পরে জানা যায় তিনি জীবিত রয়েছেন এবং তাঁকে নিরাপদে উদ্ধার করা হয়েছে ৷ আকাশপথে অনুসন্ধানকারী দল বলজিৎকে খুঁজে পায় ৷

কাঠমান্ডু(নেপাল), 20 এপ্রিল: সোমবার নেপালের অন্নপূর্ণা পর্বতে নিখোঁজ হয়ে যান ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালু (34) ৷ তিনদিন পর অবশেষে বৃহস্পতিবার তাঁর খোঁজ পাওয়া গিয়েছে ৷ নিরাপদে সেখান থেকে উদ্ধার করা হয়েছে তাঁকে । এদিন উদ্ধারকারীদের তরফে জানা গিয়েছে, অনুরাগের অবস্থা আশংকাজনক । রাজস্থানের কিষাণগড়ের বাসিন্দা পর্বতারোহী অনুরাগ মালু ৷ 17 এপ্রিল বিকেলে তিনি অন্নপূর্ণার গভীর খাদে পড়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৷

অন্নপূর্ণা বিশ্বের দশম উচ্চতম পর্বত । সেভেন সামিট ট্রেকসের মিংমা শেরপা কাঠমান্ডু থেকে ফোনে এএনআইকে জানিয়েছেন, অনুরাগ বর্তমানে মণিপাল হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন । তাঁর ভাই সুধীর জানিয়েছেন, অনুরাগকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে । রাজস্থানের আজমেঢ় জেলার কিষাণগড়ের বাসিন্দা অনুরাগ মালুকে খুঁজে বের করতে সোমবার থেকে তল্লাশি অভিযান চলছিল । সেভেন সামিট ট্রেকসের সভাপতি মিংমা শেরপা ওইদিন সংবাদ সংস্থাকে জানিয়েছিলেন, তল্লাশি অভিযান চলছে ।

আরও পড়ুন: মৃত্যুকে হারিয়ে দুর্গম অন্নপূর্ণার শৃঙ্গ জয় হিমাচলের বলজিৎ কৌরের

জানা গিয়েছে, সোমবার বিকেলে পর্বতারোহী অনুরাগ মালু অন্নপূর্ণা পর্বতের তৃতীয় শিবির থেকে নামার সময় প্রায় 6 হাজার মিটারের খাদে পড়ে যান । পর্বতারোহী গত বছর নেপালের পূর্ব হিমালয় পর্বতমালার মাউন্ট আমা ডাবলাম সফলভাবে আরোহণ করেছেন ৷ এরপর এই মৌসুমে মাউন্ট এভারেস্ট, অন্নপূর্ণা এবং লোটসে চড়ার পরিকল্পনা করেছিলেন তিনি । অনুরাগ বিশ্বের 8 হাজারেরও বেশি উচ্চতার 14 টি চূড়ায় তেরঙ্গা উত্তোলন করতে সফল হয়েছেন ।

আরও পড়ুন: মৃত্যুর খবর ভুয়ো, পর্বতারোহী বলজিৎকে উদ্ধার করল অনুসন্ধানকারী দল

অন্নপূর্ণা পর্বতের 4 নং বেস ক্যাম্পের কাছে নিখোঁজ হয়ে গিয়েছিলেন হিমাচল প্রদেশের পর্বতারোহী বলজিৎ কৌর ৷ এমনকী তাঁর মৃত্যুর খবরও রটে যায় ৷ পরে জানা যায় তিনি জীবিত রয়েছেন এবং তাঁকে নিরাপদে উদ্ধার করা হয়েছে ৷ আকাশপথে অনুসন্ধানকারী দল বলজিৎকে খুঁজে পায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.