ETV Bharat / bharat

রাজৌরিতে বিস্ফোরকসহ গ্রেপ্তার একাধিক জঙ্গি - Jammu and Kashmir Police

আজ সকালে রাজৌরি জেলার গালুঠি এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালায় । সেখান থেকে তারা একটি সন্দেহভাজন গাড়িকে আটক করে । তারপর সেখান থেকে বিস্ফোরক সামগ্রী-সহ কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের সঙ্গে পাকিস্তানের কোনও যোগ আছে কি না সেই বিষয়েও অনুসন্ধান করা হচ্ছে ।

Rajouri
উদ্ধার বিস্ফোরক সামগ্রী
author img

By

Published : Dec 27, 2020, 2:29 PM IST

জম্মু , 27 ডিসেম্বর : রাজৌরি থেকে বিস্ফোরক সামগ্রী-সহ জঙ্গিদের গ্রেপ্তার করল জম্মু ও কাশ্মীর পুলিশ । ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় । এই জঙ্গিরা স্থানীয় জঙ্গি সংগঠন 'জম্মু ও কাশ্মীর গজ়নাভি'-র অন্তর্ভুক্ত বলে মনে করা হচ্ছে ।

আজ সকালে রাজৌরি জেলার গালুঠি এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালায় । সেখান থেকে তারা একটি সন্দেহভাজন গাড়িকে আটক করে । তারপর সেখান থেকে বিস্ফোরক সামগ্রী-সহ কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ । তবে কতজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে, তা বলা হয়নি পুলিশের তরফে । এই জঙ্গিদের গ্রেপ্তারের পর পুলিশের ধারণা কয়েকজন স্থানীয় এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে এবং প্রচুর অস্ত্রসস্ত্র মজুত করছে । অন্য জায়গায় পাচারও করা হচ্ছে বলে মনে করা হচ্ছে । সেইসব অস্ত্রসস্ত্র বা বিস্ফোরক জাতীয় সামগ্রী উদ্ধারের জন্য পুলিশি অভিযান এখনও জারি রয়েছে ।

আরও পড়ুন, আল কায়দা জঙ্গি সন্দেহে আটক , ভুল বুঝে ছেড়ে দিল এনআইএ


জম্মু ও কাশ্মীরের পিআরও(প্রতিরক্ষা)-র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেন, " সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার জন্য রাজৌরি এলাকায় সম্ভবত হামলা করার পরিকল্পনা নিয়েছিল তারা ।"

প্রসঙ্গত, প্রবীণ মুঘল রোডের ডোগ্রিয়ান (পুঞ্জ)-এ 13 ডিসেম্বর একটি এনকাউন্টারে তথাকথিত জম্মু ও কাশ্মীরের গজ়নভী জঙ্গি সংগঠনের দুই বিদেশি জঙ্গি মারা গিয়েছিল । রাজৌরিতে জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় পাকিস্তানের সঙ্গে কোনও যোগ আছে কি না সেই বিষয়েও অনুসন্ধান করা হচ্ছে ।

জম্মু , 27 ডিসেম্বর : রাজৌরি থেকে বিস্ফোরক সামগ্রী-সহ জঙ্গিদের গ্রেপ্তার করল জম্মু ও কাশ্মীর পুলিশ । ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় । এই জঙ্গিরা স্থানীয় জঙ্গি সংগঠন 'জম্মু ও কাশ্মীর গজ়নাভি'-র অন্তর্ভুক্ত বলে মনে করা হচ্ছে ।

আজ সকালে রাজৌরি জেলার গালুঠি এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালায় । সেখান থেকে তারা একটি সন্দেহভাজন গাড়িকে আটক করে । তারপর সেখান থেকে বিস্ফোরক সামগ্রী-সহ কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ । তবে কতজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে, তা বলা হয়নি পুলিশের তরফে । এই জঙ্গিদের গ্রেপ্তারের পর পুলিশের ধারণা কয়েকজন স্থানীয় এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে এবং প্রচুর অস্ত্রসস্ত্র মজুত করছে । অন্য জায়গায় পাচারও করা হচ্ছে বলে মনে করা হচ্ছে । সেইসব অস্ত্রসস্ত্র বা বিস্ফোরক জাতীয় সামগ্রী উদ্ধারের জন্য পুলিশি অভিযান এখনও জারি রয়েছে ।

আরও পড়ুন, আল কায়দা জঙ্গি সন্দেহে আটক , ভুল বুঝে ছেড়ে দিল এনআইএ


জম্মু ও কাশ্মীরের পিআরও(প্রতিরক্ষা)-র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেন, " সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার জন্য রাজৌরি এলাকায় সম্ভবত হামলা করার পরিকল্পনা নিয়েছিল তারা ।"

প্রসঙ্গত, প্রবীণ মুঘল রোডের ডোগ্রিয়ান (পুঞ্জ)-এ 13 ডিসেম্বর একটি এনকাউন্টারে তথাকথিত জম্মু ও কাশ্মীরের গজ়নভী জঙ্গি সংগঠনের দুই বিদেশি জঙ্গি মারা গিয়েছিল । রাজৌরিতে জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় পাকিস্তানের সঙ্গে কোনও যোগ আছে কি না সেই বিষয়েও অনুসন্ধান করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.