ETV Bharat / bharat

Fencing on Cheetah Habitat: হবে না ফেন্সিং, নিজেদের বাসস্থানে ঘুরে বেড়াবে চিতারা - হবে না ফেন্সিং

চিতাদের রাখা হবে না ফেন্সিংয়ের মধ্যে ৷ তারা নিজেদের মত করে ঘুরে বেড়াবে বাসস্থানে ৷ দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়ার বিশেষজ্ঞদের জানিয়ে দিলেন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ৷

Cheetah
চিতার বাসস্থানে ফেন্সিং
author img

By

Published : Jun 1, 2023, 9:36 PM IST

নয়াদিল্লি, 1 জুন: দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়ায় চিতাদের ঘোরাটোপ অর্থাৎ ফেন্সিংয়ের মধ্যে রাখা হয় ৷ কিন্তু ভারত সেই পথে হাঁটবে না বলে বৃহস্পতিবার সাফ জানিয়েদিলেন কেন্দ্রের তরফে গঠিত চিতা স্টিয়ারিং কমিটির প্রধান রাজেশ গোপাল ৷ ফলে ভারতে নিজেদের বাসস্থানে খোলাই ঘুরে বেড়াবে চিতারা ৷ কারণ তাদের বাসস্থানে ফেন্সিং করা বা ঘিরে রাখা বন্যপ্রাণী সংরক্ষণের মৌলিক নীতি বিরোধী ৷ এমনটাই জানিয়েছেন তিনি ৷

দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়ার বিশেষজ্ঞরা ভারতে চিতাদের সংরক্ষণের বিষয়ে সহায়তা করছেন ৷ ওই বিশেষজ্ঞরা অন্যান্য পশুদের শিকার ও মানুষের উপর হামলা কমাতে চিতাদের ফেন্সিংয়ে রাখার সুপারিশ করেছেন । তবে এই পরিপ্রেক্ষিতে ভারতের বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন, ফেন্সিং করলে প্রাণীদের গতিবিধিতে প্রভাব পড়বে ৷ তারা নিজেদের মত করে ঘুরে বেরাতে পারবে না ৷ সেক্ষেত্রে বংশ বৃদ্ধির ক্ষেত্রেও সমস্যা দেখা দেবে ৷

11 সদস্যের চিতা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান রাজেশ গোপাল বলেছেন, "চিতাদের বাসস্থানে ফেন্সিং দেওয়ার কথা ভাবাই উচিত নয় । এটি বন্যপ্রাণী সংরক্ষণের মৌলিক নীতির বিরুদ্ধে । আফ্রিকার ফেন্সিং দেওয়া পার্কে যা ঘটেছিল তা এখানে ঘটবে না । আমাদের উচিত সুরক্ষিত এলাকার আঞ্চলিক নেটওয়ার্কগুলিকে জাতীয় নেটওয়ার্কের সঙ্গে একত্রিত করা ৷ যাতে বন্যপ্রাণী বেরিয়ে যাওয়ার কোনও পথ না থাকে ৷" তিনি জানান, ভারতের নিজস্ব সামাজিক-সাংস্কৃতিক সমস্যা রয়েছে । তা সত্ত্বেও গত 50 বছর ধরে বাঘকে সংরক্ষণ করা হচ্ছে ৷ ফলে চিতাকেও সংরক্ষণ করা যাবে ৷

আরও পড়ুন: একের পর এক শাবক মৃত্যু, বিতর্কের মাঝেই কুনোয় ছাড়া হল আরও একটি চিতা

দক্ষিণ আফ্রিকার বন্যপ্রাণী বিশেষজ্ঞ ভিনসেন্ট ভ্যান ডার মেরওয়ে এই চিতা প্রকল্পের সঙ্গে বিশেষভাবে জড়িত ৷ তিনি এর আগে বলেছিলেন, "ফেন্সিং দেওয়া নেই এরকম এলাকায় কোনওদিনও আজ পর্যন্ত চিতা সংরক্ষণ করা যায়নি ৷ আফ্রিকাতে 15 বার চেষ্টা করা হয়েছে এভাবে চিতা সংরক্ষণ করার ৷ তবে প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে । আমরা বলছি না ভারতের সব জায়গায় ফেন্সিং দিতে ৷ তবে চিতা সংরক্ষণ করতে হলে দু'একটি জায়গায় ফেন্সিং দেওয়াটা জরুরি ৷"

নয়াদিল্লি, 1 জুন: দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়ায় চিতাদের ঘোরাটোপ অর্থাৎ ফেন্সিংয়ের মধ্যে রাখা হয় ৷ কিন্তু ভারত সেই পথে হাঁটবে না বলে বৃহস্পতিবার সাফ জানিয়েদিলেন কেন্দ্রের তরফে গঠিত চিতা স্টিয়ারিং কমিটির প্রধান রাজেশ গোপাল ৷ ফলে ভারতে নিজেদের বাসস্থানে খোলাই ঘুরে বেড়াবে চিতারা ৷ কারণ তাদের বাসস্থানে ফেন্সিং করা বা ঘিরে রাখা বন্যপ্রাণী সংরক্ষণের মৌলিক নীতি বিরোধী ৷ এমনটাই জানিয়েছেন তিনি ৷

দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়ার বিশেষজ্ঞরা ভারতে চিতাদের সংরক্ষণের বিষয়ে সহায়তা করছেন ৷ ওই বিশেষজ্ঞরা অন্যান্য পশুদের শিকার ও মানুষের উপর হামলা কমাতে চিতাদের ফেন্সিংয়ে রাখার সুপারিশ করেছেন । তবে এই পরিপ্রেক্ষিতে ভারতের বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন, ফেন্সিং করলে প্রাণীদের গতিবিধিতে প্রভাব পড়বে ৷ তারা নিজেদের মত করে ঘুরে বেরাতে পারবে না ৷ সেক্ষেত্রে বংশ বৃদ্ধির ক্ষেত্রেও সমস্যা দেখা দেবে ৷

11 সদস্যের চিতা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান রাজেশ গোপাল বলেছেন, "চিতাদের বাসস্থানে ফেন্সিং দেওয়ার কথা ভাবাই উচিত নয় । এটি বন্যপ্রাণী সংরক্ষণের মৌলিক নীতির বিরুদ্ধে । আফ্রিকার ফেন্সিং দেওয়া পার্কে যা ঘটেছিল তা এখানে ঘটবে না । আমাদের উচিত সুরক্ষিত এলাকার আঞ্চলিক নেটওয়ার্কগুলিকে জাতীয় নেটওয়ার্কের সঙ্গে একত্রিত করা ৷ যাতে বন্যপ্রাণী বেরিয়ে যাওয়ার কোনও পথ না থাকে ৷" তিনি জানান, ভারতের নিজস্ব সামাজিক-সাংস্কৃতিক সমস্যা রয়েছে । তা সত্ত্বেও গত 50 বছর ধরে বাঘকে সংরক্ষণ করা হচ্ছে ৷ ফলে চিতাকেও সংরক্ষণ করা যাবে ৷

আরও পড়ুন: একের পর এক শাবক মৃত্যু, বিতর্কের মাঝেই কুনোয় ছাড়া হল আরও একটি চিতা

দক্ষিণ আফ্রিকার বন্যপ্রাণী বিশেষজ্ঞ ভিনসেন্ট ভ্যান ডার মেরওয়ে এই চিতা প্রকল্পের সঙ্গে বিশেষভাবে জড়িত ৷ তিনি এর আগে বলেছিলেন, "ফেন্সিং দেওয়া নেই এরকম এলাকায় কোনওদিনও আজ পর্যন্ত চিতা সংরক্ষণ করা যায়নি ৷ আফ্রিকাতে 15 বার চেষ্টা করা হয়েছে এভাবে চিতা সংরক্ষণ করার ৷ তবে প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে । আমরা বলছি না ভারতের সব জায়গায় ফেন্সিং দিতে ৷ তবে চিতা সংরক্ষণ করতে হলে দু'একটি জায়গায় ফেন্সিং দেওয়াটা জরুরি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.