রাঁচি, 18 নভেম্বর : দলের নয়া অধিনায়ক রোহিত শর্মা এবং হেডস্য়ার রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটে সূচনা হয়েছে নতুন যুগের ৷ বিশ্বকাপের ব্য়র্থতা ভুলে সিরিজের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত ৷ উইলিয়ামসন না থাকায় সদ্য টি-20 বিশ্বকাপে রানার্স নিউজিল্য়ান্ডকে টি-20 সিরিজে নেতৃত্ব দিচ্ছেন টিম সাউদি ৷ অন্য়দিকে কোহলি-বুমরা-শামিদের বিশ্রামে রেখেই সিরিজ খেলছে ‘মেন ইন ব্লু’ ৷
জয়পুরে রোহিত-দ্রাবিড় যুগলবন্দিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচে দুই স্পিনার এবং তিন পেসার নিয়ে মাঠে নেমেছিল টিম ইণ্ডিয়া ৷ সোয়াই মান সিং স্টেডিয়ামে অভিষেক হয়েছে পার্পল জার্সিতে আইপিএল মাতানো ভেঙ্কটেশ আইয়ারের ৷ দলে প্রত্য়াবর্তন ঘটেছে বিশ্বকাপে না থাকা শ্রেয়স আইয়ারেরও ৷ দ্বিতীয় ম্যাচেও একই দল ধরে রাখার সম্ভাবনাই বেশি ভারতীয় শিবিরে ৷ একমাত্র মহম্মদ সিরাজের জায়গায় অভিষেক হতে পারে চলতি আইপিএলে সর্বোচ্চ উইকেট পাওয়া হর্ষল পটেলের ৷
আরও পড়ুন : আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে সৌরভ
সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে ইতিমধ্যেই রাঁচি পৌঁছে গিয়েছে দুই দলের ক্রিকেটাররা ৷ যদিও তারপরেই ম্যাচ ঘিরে দেখা দিয়েছে ধোঁয়াশা । দ্বিতীয় টি-২০ ম্যাচ স্থগিত করার আবেদন জানিয়ে ঝাড়খণ্ড হাইকোর্টে দায়ের করা হয়েছে জনস্বার্থ মামলা ।