ETV Bharat / bharat

নাগরোটায় গুলির লড়াইয়ের ঘটনায় পাকিস্তানি হাই কমিশনারকে তলব - অমিত শাহ

এক সপ্তাহের মধ্যে দু'বার পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে পাঠাল দিল্লি । এর আগে গত শনিবার পাক সেনার গুলিবর্ষণের নিন্দা করে হাই কমিশনারকে ডেকে পাঠায় দিল্লি ।

India Summons Pak Official Over J&K Encounter
পাকিস্তানি হাইকমিশনারকে তলব করল দিল্লি
author img

By

Published : Nov 21, 2020, 10:02 PM IST

দিল্লি, 21 নভেম্বর : পাকিস্তানের হাইকমিশনারকে তলব করল দিল্লি । বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের নাগরোটায় জঙ্গি নাশকতার ছক বানচাল করেন নিরাপত্তারক্ষীরা । তাঁদের সঙ্গে গুলির লড়াইয়ে নিকেষ হয় জইশ-ই-মহম্মদের চার সন্দেহভাজন জঙ্গি । এরপরেই পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে পাঠানো হয় ।

মৃত জঙ্গিদের কাছ থেকে 11টি AK-47 রাইফেল, বহু অস্ত্রশস্ত্র, তিনটে পিস্তল এবং 29টি গ্রেনেড উদ্ধার হয়েছে । পাশাপাশি চলতি মাসে কাশ্মীর উপত্যকায় নির্বাচন রয়েছে । সেইসময় জঙ্গিরা হামলা চালানোর পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ । ঘটনার পর শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী । ওই বৈঠকে ছিলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজ়ার অজিত ডোভাল । পরে টুইটে নিরাপত্তারক্ষীদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

এই নিয়ে এক সপ্তাহে দু'বার পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে পাঠাল দিল্লি । গত সপ্তাহে শনিবার প্রতিবেশী দেশের হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়েছিল । পাকিস্তানি সেনার যুদ্ধবিরতি লঙ্ঘন করে কাশ্মীর উপত্যকায় ক্রমাগত গুলি বর্ষণের নিন্দা করে ভারত । পাক সেনার গুলিতে ন'জন নাগরিকের মৃত্যু হয় ।

দিল্লি, 21 নভেম্বর : পাকিস্তানের হাইকমিশনারকে তলব করল দিল্লি । বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের নাগরোটায় জঙ্গি নাশকতার ছক বানচাল করেন নিরাপত্তারক্ষীরা । তাঁদের সঙ্গে গুলির লড়াইয়ে নিকেষ হয় জইশ-ই-মহম্মদের চার সন্দেহভাজন জঙ্গি । এরপরেই পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে পাঠানো হয় ।

মৃত জঙ্গিদের কাছ থেকে 11টি AK-47 রাইফেল, বহু অস্ত্রশস্ত্র, তিনটে পিস্তল এবং 29টি গ্রেনেড উদ্ধার হয়েছে । পাশাপাশি চলতি মাসে কাশ্মীর উপত্যকায় নির্বাচন রয়েছে । সেইসময় জঙ্গিরা হামলা চালানোর পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ । ঘটনার পর শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী । ওই বৈঠকে ছিলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজ়ার অজিত ডোভাল । পরে টুইটে নিরাপত্তারক্ষীদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

এই নিয়ে এক সপ্তাহে দু'বার পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে পাঠাল দিল্লি । গত সপ্তাহে শনিবার প্রতিবেশী দেশের হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়েছিল । পাকিস্তানি সেনার যুদ্ধবিরতি লঙ্ঘন করে কাশ্মীর উপত্যকায় ক্রমাগত গুলি বর্ষণের নিন্দা করে ভারত । পাক সেনার গুলিতে ন'জন নাগরিকের মৃত্যু হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.