ETV Bharat / bharat

রাষ্ট্রসঙ্ঘে শান্তি ও সংস্কৃতি প্রস্তাব লঙ্ঘনের অভিযোগ, পাকিস্তানকে একহাত ভারতের - এভাকুই ট্রাস্ট প্রোপারটি বোর্ড

নভেম্বর মাসে করতারপুর সাহিবের দায়িত্বভার পাকিস্তান শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির হাত থেকে কার্যত জবরদস্তি করে ছিনিয়ে নেয় পাক প্রশাসন ৷ পরে সেই দায়িত্ব দেওয়া হয়েছে পাক সরকার নিয়ন্ত্রিত এভাকুই ট্রাস্ট প্রোপারটি বোর্ডকে ৷ যার প্রতিবাদে ভারতের তরফে পাক হাইকমিশনের চার্জ ডি অ্য়াফেয়ার্সকে তলব করা হয় ৷

india-slams-pak-for-violating-un-resolution-brings-up-kartarpur-sahib-management-issue
রাষ্ট্রসঙ্ঘে শান্তি ও সংস্কৃতি প্রস্তাব লঙ্ঘনের অভিযোগ পাকিস্তানকে একহাত ভারতের
author img

By

Published : Dec 3, 2020, 4:26 PM IST

নিউইয়র্ক, 3 ডিসেম্বর : পাকিস্তানে অবস্থিত শিখদের পবিত্র ধর্মস্থান করতারপুর সাহিব গুরুদ্বারের ম্য়ানেজ়মেন্ট বদল নিয়ে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় সরব হল ভারত ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া এবং গত বছর রাষ্ট্রসঙ্ঘের পাশ করা শান্তি ও সংস্কৃতি প্রস্তাব লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত ৷ যেখানে ভারতের তরফে প্রথম সচিব আশিস শর্মা পাকিস্তানের সমালোচনায় বলেন, ‘‘ রাষ্ট্রসঙ্ঘের সংসদে পাশ হওয়া শান্তি ও সংস্কৃতি প্রস্তাব লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ গতমাসে নির্বিচারভাবে পাকিস্তান শিখদের পবিত্র ধর্মস্থান করতারপুর সাহিব গুরুদ্বারের ম্য়ানেজ়মেন্ট শিখ ধর্মাবলম্বীদের থেকে ছিনিয়ে নিয়েছে ৷ এমনকি গুরুদ্বারের দেখাশোনা ও ম্য়ানেজ়মেন্টের দায়িত্ব অ-শিখ সংগঠনের হাতে তুলে দিয়েছে ৷

প্রসঙ্গত, নভেম্বর মাসে কার্যত জবরদস্তি করতারপুর সাহিবের দায়িত্বভার পাকিস্তান শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির হাত থেকে ছিনিয়ে নেয় পাক প্রশাসন ৷ পরে সেই দায়িত্ব দেওয়া হয়েছে পাক সরকার নিয়ন্ত্রিত এভাকুই ট্রাস্ট প্রোপারটি বোর্ডকে ৷ যার প্রতিবাদে ভারতের তরফে পাক হাইকমিশনের চার্জ ডি অ্য়াফেয়ার্সকে তলব করা হয় ৷ পাক হাইকমিশনের আধিকারিকের কাছে ইসলামাবাদের এই একতরফা সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল ৷ এ নিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব একটি বিজ্ঞপ্তিতে জানান, পাকিস্তানকে বলা হয়েছিল যে, এই সিদ্ধান্তটি অত্য়ন্ত নিন্দনীয় এবং এটি করতারপুর সাহিব করিডোরের চেতনা এবং শিখ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগের বিরুদ্ধ ৷

তারপরে বুধবার রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রথম সচিব আশিস শর্মা পাকিস্তানের এই আচরণের তীব্র সমালোচনা করেন ৷ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় তিনি বার্তা দেন, যদি পাকিস্তান ভারতের প্রতি ধর্মীয় ঘৃণার এই সংস্কৃত বদলায় ৷ এমনকি সীমান্ত পারে ভারতের আমজনতার উপর সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করে, তবে দক্ষিণ এশিয়ায় ধর্মীয় শান্তি স্থাপন করা সম্ভব হবে ৷

নিউইয়র্ক, 3 ডিসেম্বর : পাকিস্তানে অবস্থিত শিখদের পবিত্র ধর্মস্থান করতারপুর সাহিব গুরুদ্বারের ম্য়ানেজ়মেন্ট বদল নিয়ে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় সরব হল ভারত ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া এবং গত বছর রাষ্ট্রসঙ্ঘের পাশ করা শান্তি ও সংস্কৃতি প্রস্তাব লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত ৷ যেখানে ভারতের তরফে প্রথম সচিব আশিস শর্মা পাকিস্তানের সমালোচনায় বলেন, ‘‘ রাষ্ট্রসঙ্ঘের সংসদে পাশ হওয়া শান্তি ও সংস্কৃতি প্রস্তাব লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ গতমাসে নির্বিচারভাবে পাকিস্তান শিখদের পবিত্র ধর্মস্থান করতারপুর সাহিব গুরুদ্বারের ম্য়ানেজ়মেন্ট শিখ ধর্মাবলম্বীদের থেকে ছিনিয়ে নিয়েছে ৷ এমনকি গুরুদ্বারের দেখাশোনা ও ম্য়ানেজ়মেন্টের দায়িত্ব অ-শিখ সংগঠনের হাতে তুলে দিয়েছে ৷

প্রসঙ্গত, নভেম্বর মাসে কার্যত জবরদস্তি করতারপুর সাহিবের দায়িত্বভার পাকিস্তান শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির হাত থেকে ছিনিয়ে নেয় পাক প্রশাসন ৷ পরে সেই দায়িত্ব দেওয়া হয়েছে পাক সরকার নিয়ন্ত্রিত এভাকুই ট্রাস্ট প্রোপারটি বোর্ডকে ৷ যার প্রতিবাদে ভারতের তরফে পাক হাইকমিশনের চার্জ ডি অ্য়াফেয়ার্সকে তলব করা হয় ৷ পাক হাইকমিশনের আধিকারিকের কাছে ইসলামাবাদের এই একতরফা সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল ৷ এ নিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব একটি বিজ্ঞপ্তিতে জানান, পাকিস্তানকে বলা হয়েছিল যে, এই সিদ্ধান্তটি অত্য়ন্ত নিন্দনীয় এবং এটি করতারপুর সাহিব করিডোরের চেতনা এবং শিখ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগের বিরুদ্ধ ৷

তারপরে বুধবার রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রথম সচিব আশিস শর্মা পাকিস্তানের এই আচরণের তীব্র সমালোচনা করেন ৷ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় তিনি বার্তা দেন, যদি পাকিস্তান ভারতের প্রতি ধর্মীয় ঘৃণার এই সংস্কৃত বদলায় ৷ এমনকি সীমান্ত পারে ভারতের আমজনতার উপর সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করে, তবে দক্ষিণ এশিয়ায় ধর্মীয় শান্তি স্থাপন করা সম্ভব হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.