ETV Bharat / bharat

Corona update India : ফের দৈনিক করোনা সংক্রমণ বেড়ে 34 হাজারে, কমেছে মৃতের সংখ্যা - ভারতে করোনার অ্যাক্টিভ কেস

ফের ঊর্ধ্বমুখী দৈনিক করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 34 হাজারেরও বেশি মানুষ ৷ তার আগে দৈনিক সংক্রমণ ছিল 30 হাজারের ঘরে ৷ গত 24 ঘণ্টায় এক লাফে প্রায় 4000 বেড়ে গিয়েছে সংখ্যাটা ৷

করোনার দৈনিক সংক্রমণ
করোনার দৈনিক সংক্রমণ
author img

By

Published : Sep 17, 2021, 10:22 AM IST

Updated : Sep 17, 2021, 11:54 AM IST

নয়া দিল্লি, 17 সেপ্টেম্বর : দেশে ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 34 হাজার 403 জন ৷ এই তথ্য জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 30 হাজার 570 ৷ এ পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়াল 3 কোটি 33 লক্ষ 81 হাজার 728 ৷

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 37 হাজার 950 জন ৷ তার আগে 38 হাজার 12 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছিলেন ৷ তাই সুস্থতার ক্ষেত্রেও বিশেষ কোনও পরিবর্তন হয়নি বললেই চলে ৷ মোট সুস্থ হয়েছেন 3 কোটি 25 লক্ষ 98 হাজার 424 জন ৷ গত 24 ঘণ্টায় পাওয়া হিসেব অনুযায়ী দেশে মোট সক্রিয় রোগীর (Active cases) সংখ্যা 3 লক্ষ 39 হাজার 056 জন ৷ সংক্রমণের শীর্ষে সেই কেরালা ৷ গত 24 ঘণ্টায় কেরালায় নতুন করে সংক্রামিত হয়েছেন 22 হাজার 182 জন ৷ মৃত্যুর সংখ্যা 178 ৷

গত 24 ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন 320 জন ৷ তার আগে মারা গিয়েছিলেন 431 জন ৷ দৈনিক সংক্রমণ বাড়লেও মৃত্যুর সংখ্যা বেশ কিছুটা কমেছে ৷ এ পর্যন্ত মৃতের মোট সংখ্যা 4 লক্ষ 44 হাজার 248 ৷

আরও পড়ুন : ICMR: করোনার বুস্টার ডোজ় আপাতত কেন্দ্রের পরিকল্পনায় নেই, জানাল আইসিএমআর

গত 24 ঘণ্টায় 63 লক্ষ 97 হাজার 972 জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ এ নিয়ে এখনও পর্যন্ত দেশে 77 কোটি 24 লক্ষ 744 জনকে কোভিড-19 ভ্যাকসিন (প্রথম ও দ্বিতীয়) দেওয়া হয়েছে ৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 71তম জন্মদিন উপলক্ষ্যে রেকর্ড সংখ্যক ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে বিজেপি সরকার ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) জানিয়েছে, ভারতে এখনও পর্যন্ত 76 কোটি 57 লক্ষ 17 হাজার 137 জনকে (প্রথম ও দ্বিতীয়) ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ হু-র অনুমোদিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে এখনও পর্যন্ত 100 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

নয়া দিল্লি, 17 সেপ্টেম্বর : দেশে ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 34 হাজার 403 জন ৷ এই তথ্য জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 30 হাজার 570 ৷ এ পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়াল 3 কোটি 33 লক্ষ 81 হাজার 728 ৷

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 37 হাজার 950 জন ৷ তার আগে 38 হাজার 12 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছিলেন ৷ তাই সুস্থতার ক্ষেত্রেও বিশেষ কোনও পরিবর্তন হয়নি বললেই চলে ৷ মোট সুস্থ হয়েছেন 3 কোটি 25 লক্ষ 98 হাজার 424 জন ৷ গত 24 ঘণ্টায় পাওয়া হিসেব অনুযায়ী দেশে মোট সক্রিয় রোগীর (Active cases) সংখ্যা 3 লক্ষ 39 হাজার 056 জন ৷ সংক্রমণের শীর্ষে সেই কেরালা ৷ গত 24 ঘণ্টায় কেরালায় নতুন করে সংক্রামিত হয়েছেন 22 হাজার 182 জন ৷ মৃত্যুর সংখ্যা 178 ৷

গত 24 ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন 320 জন ৷ তার আগে মারা গিয়েছিলেন 431 জন ৷ দৈনিক সংক্রমণ বাড়লেও মৃত্যুর সংখ্যা বেশ কিছুটা কমেছে ৷ এ পর্যন্ত মৃতের মোট সংখ্যা 4 লক্ষ 44 হাজার 248 ৷

আরও পড়ুন : ICMR: করোনার বুস্টার ডোজ় আপাতত কেন্দ্রের পরিকল্পনায় নেই, জানাল আইসিএমআর

গত 24 ঘণ্টায় 63 লক্ষ 97 হাজার 972 জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ এ নিয়ে এখনও পর্যন্ত দেশে 77 কোটি 24 লক্ষ 744 জনকে কোভিড-19 ভ্যাকসিন (প্রথম ও দ্বিতীয়) দেওয়া হয়েছে ৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 71তম জন্মদিন উপলক্ষ্যে রেকর্ড সংখ্যক ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে বিজেপি সরকার ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) জানিয়েছে, ভারতে এখনও পর্যন্ত 76 কোটি 57 লক্ষ 17 হাজার 137 জনকে (প্রথম ও দ্বিতীয়) ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ হু-র অনুমোদিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে এখনও পর্যন্ত 100 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

Last Updated : Sep 17, 2021, 11:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.