ETV Bharat / bharat

Corona in India : দেশে কোভিড সংক্রমণ 9 হাজারের ঘরে, বিদেশ ফেরত একাধিক যাত্রীর করোনা

স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ 9 হাজারের ঘরে রয়েছে (India reports 9,216 new Corona cases in the last 24 hours on 3 December) ৷ কিন্তু এবার নতুন আতঙ্ক ওমিক্রন ৷

Corona in India
ভারতে করোনা সংক্রমণ
author img

By

Published : Dec 3, 2021, 11:54 AM IST

নয়াদিল্লি, 3 ডিসেম্বর : দক্ষিণ আফ্রিকায় প্রথম খোঁজ মিলেছিল করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের ৷ বৃহস্পতিবার দেশে কর্নাটকের বেঙ্গালুরুতে প্রথম ওমিক্রন আক্রান্তের (First Omicron infection in India) খবর পাওয়া যায় ৷ যদিও দু'জনের মধ্যে বিশেষ কোনও লক্ষণ দেখা যায়নি ৷ এবার দক্ষিণ আফ্রিকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে আসা মানুষ করোনায় আক্রান্ত হলেই তাদের জন্য বিশেষ পদক্ষেপ করছে কেন্দ্র ও রাজ্য সরকার ৷

আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry Corona Report) দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে 9 হাজার 216 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন (India reports 9,216 new Corona cases in the last 24 hours on 3 December) ৷ এর ফলে এই নিয়ে ভারতে মোট করোনা সংক্রমণ বেড়ে দাঁড়াল 3 কোটি 46 লাখ 15 হাজার 757 (Corona cases update) ৷

আরও পড়ুন : Omicron Suspected in Rajasthan : দক্ষিণ আফ্রিকা ফেরত জয়পুরের চারজন করোনা আক্রান্ত, ওমিক্রন ?

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট প্রকাশের সময় গত 24 ঘণ্টায় দেশে করোনা সংক্রামিত হয়ে 391 জনের মৃত্যু হয়েছে ৷ এই নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল 4 লাখ 70 হাজার 115 (Corona Death in India) ৷

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত 24 ঘণ্টায় 8 হাজার 612 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছেন (Corona recovery in India) ৷ এনিয়ে 3 কোটি 40 লাখ 45 হাজার 666 জন করোনা আক্রান্ত সু্স্থ হলেন ৷

আজ রাজস্থানের জয়পুরে দক্ষিণ আফ্রিকা (family returned from South Africa) থেকে আসা একটি পরিবারে 4 জন সদস্যের করোনা পজিটিভ ধরা পড়েছে ৷ ব্রিটেন থেকে চেন্নাইয়ে আসা এক যাত্রীরও করোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ সিঙ্গাপুর থেকে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি বিমানবন্দরে নামা আরেক যাত্রীরও করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে ৷ এঁরা ওমিক্রন ভ্যারিয়্যান্টে সংক্রামিত হয়েছেন কি না (Omicron Suspected in India), তা জানার জন্য সকলের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের (genome sequencing) জন্য পাঠানো হয়েছে ৷

নয়াদিল্লি, 3 ডিসেম্বর : দক্ষিণ আফ্রিকায় প্রথম খোঁজ মিলেছিল করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের ৷ বৃহস্পতিবার দেশে কর্নাটকের বেঙ্গালুরুতে প্রথম ওমিক্রন আক্রান্তের (First Omicron infection in India) খবর পাওয়া যায় ৷ যদিও দু'জনের মধ্যে বিশেষ কোনও লক্ষণ দেখা যায়নি ৷ এবার দক্ষিণ আফ্রিকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে আসা মানুষ করোনায় আক্রান্ত হলেই তাদের জন্য বিশেষ পদক্ষেপ করছে কেন্দ্র ও রাজ্য সরকার ৷

আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry Corona Report) দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে 9 হাজার 216 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন (India reports 9,216 new Corona cases in the last 24 hours on 3 December) ৷ এর ফলে এই নিয়ে ভারতে মোট করোনা সংক্রমণ বেড়ে দাঁড়াল 3 কোটি 46 লাখ 15 হাজার 757 (Corona cases update) ৷

আরও পড়ুন : Omicron Suspected in Rajasthan : দক্ষিণ আফ্রিকা ফেরত জয়পুরের চারজন করোনা আক্রান্ত, ওমিক্রন ?

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট প্রকাশের সময় গত 24 ঘণ্টায় দেশে করোনা সংক্রামিত হয়ে 391 জনের মৃত্যু হয়েছে ৷ এই নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল 4 লাখ 70 হাজার 115 (Corona Death in India) ৷

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত 24 ঘণ্টায় 8 হাজার 612 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছেন (Corona recovery in India) ৷ এনিয়ে 3 কোটি 40 লাখ 45 হাজার 666 জন করোনা আক্রান্ত সু্স্থ হলেন ৷

আজ রাজস্থানের জয়পুরে দক্ষিণ আফ্রিকা (family returned from South Africa) থেকে আসা একটি পরিবারে 4 জন সদস্যের করোনা পজিটিভ ধরা পড়েছে ৷ ব্রিটেন থেকে চেন্নাইয়ে আসা এক যাত্রীরও করোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ সিঙ্গাপুর থেকে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি বিমানবন্দরে নামা আরেক যাত্রীরও করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে ৷ এঁরা ওমিক্রন ভ্যারিয়্যান্টে সংক্রামিত হয়েছেন কি না (Omicron Suspected in India), তা জানার জন্য সকলের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের (genome sequencing) জন্য পাঠানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.