দিল্লি, 25 জানুয়ারি : দেশে ফের কমল দৈনিক সংক্রমণের হার । গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 9 হাজার 102 জন । টানা সাত মাস পর নয় হাজারে নামল সংক্রমণ । গতবছরের 4 জুন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 9 হাজার 304 । সোমবার সংক্রমিতের সংখ্যা ছিল 13 হাজার 203 জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1 কোটি 6 লাখ 76 হাজার 838 ।
আরও পড়ুন : কোরোনার টিকা নিয়ে গুজব ছড়ালেই শাস্তি : কেন্দ্র
এদিকে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 117 জনের । গতকাল 131 জনের মৃত্যু হয়েছিল । এনিয়ে কোরোনায় মোট মৃত্যু হয়েছে 1 লাখ 53 হাজার 587 জনের । গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 15 হাজার 901 জন । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 3 লাখ 45 হাজার 985 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 77 হাজার 266 ।
আরও পড়ুন : কোরোনা প্রতিরোধে পিঁপড়ের সস !
দেশে কোরোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । মোট আক্রান্ত হয়েছে 20 লাখ 10 হাজার 948 জন । সুস্থ হয়ে উঠেছে 19 লাখ 15 হাজার 344 জন । দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তৃতীয় স্থানে কেরল । কর্নাটকে মোট আক্রান্ত 9 লাখ 36 হাজার 426 জন । সুস্থ হয়ে উঠেছে 9 লাখ 17 হাজার 361 জন । যেখানে কেরলে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 93 হাজার 639 জন । সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 19 হাজার 156 জন ।