নয়াদিল্লি, 12 এপ্রিল : দেশের দৈনিক করোনা সংক্রমণ ক্রমশ কমছে ৷ মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় 796 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 861 (India reports 796 fresh COVID19 cases in the last 24 hours) ৷ এ নিয়ে দেশে মোট 4 কোটি 30 লক্ষ 36 হাজার 928 জন করোনা সংক্রামিত হলেন ৷
এদিন স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে সক্রিয় রোগীর সংখ্যা (Active cases) 10 হাজার 889 জন ৷ যা মোট সংক্রমণের 0.03 শতাংশ ৷ কিছুটা বেড়েছে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 19 জন করোনা রোগী ৷ আগের দিন যা ছিল 6 ৷ এখনও পর্যন্ত দেশে মোট 5 লক্ষ 21 হাজার 710 জন করোনা সংক্রামিতের মৃত্যু হল ৷ দৈনিক করোনা সংক্রমণের হার (Daily positivity rate) 0.20 শতাংশ ৷
-
#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) April 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/wyASuvuvi0 pic.twitter.com/ae63H3nOzI
">#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) April 12, 2022
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/wyASuvuvi0 pic.twitter.com/ae63H3nOzI#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) April 12, 2022
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/wyASuvuvi0 pic.twitter.com/ae63H3nOzI
আরও পড়ুন : Corona Update in Bengal : গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত 13
গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 946 জন ৷ আগের দিন 929 জন করোনা রোগী সুস্থ হয়েছিলেন ৷ এ পর্যন্ত দেশে 4 কোটি 25 লক্ষ 4 হাজার 329 জন সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার 98.76 শতাংশ ৷ দেশে এখনও পর্যন্ত 185 কোটি 90 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকিসনের ডোজ় (Covid 19 Vaccination) দেওয়া হয়েছে ৷