ETV Bharat / bharat

Corona Update in India : অনেকটাই কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু - India reports 5784 new COVID cases in last 24 hours

ওঠা-নামা করছে করোনার সংক্রমণের গ্রাফ (Corona Update in India) ৷ তারমধ্যেই নতুন করে চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন ৷ দেশে ঢুকে পড়েছে দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনাভাইরাসের এই নতুন ভ্যারিয়্যান্ট (Omicron latest news) ৷

Corona Update
করোনার সংক্রমণের গ্রাফ
author img

By

Published : Dec 14, 2021, 10:16 AM IST

নয়াদিল্লি, 13 ডিসেম্বর : মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে 5 হাজার 784 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন (India reports 5784 new COVID cases in last 24 hours) ৷ এর আগের দিন এই সংখ্যাটা ছিল 7 হাজার 350 জন ৷ ফলে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ (Corona Updates in India) ৷ এনিয়ে দেশে মোট 3 কোটি 47 লক্ষ 3 হাজার 644 জন করোনা আক্রান্ত হলেন ৷

স্বাস্থ্য়মন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 252 জন ৷ আগের দিন মৃতের সংখ্যাটা ছিল 202 জন ৷ এনিয়ে দেশে করোনা সংক্রামিত রোগীর মৃত্যুর সংখ্যা 4 লক্ষ 75 হাজার 888 জন ৷

আরও পড়ুন: রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু কমল

রিপোর্ট প্রকাশের সময় পর্যন্ত গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 7 হাজার 995 জন ৷ এপর্যন্ত দেশে মোট 3 কোটি 41 লক্ষ 38 হাজার 763 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হলেন ৷ সুস্থতার হার 98.37 শতাংশ ৷ তবে চিন্তা বাড়িয়েছে ওমিক্রন (Omicron scare in India) ৷ ইতিমধ্যেই কর্নাটক, মহারাষ্ট্র, রাজস্থান, দিল্লি, গুজরাতে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন ওমিক্রনে ৷ এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই রয়েছেন 18 জন ৷ গতকালই ওমিক্রনে আক্রান্ত হয়ে বিশ্বে প্রথম মৃত্যু হয়েছে ব্রিটেনের এক নাগরিকের ৷

গত 24 ঘণ্টায় ভ্যাকসিন দেওয়া হয়েছে 66 লক্ষ 98 হাজার 601 জনকে ৷ এনিয়ে মোট 133 কোটি 88 লক্ষ 12 হাজার 577 জন নাগরিককে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷

নয়াদিল্লি, 13 ডিসেম্বর : মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে 5 হাজার 784 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন (India reports 5784 new COVID cases in last 24 hours) ৷ এর আগের দিন এই সংখ্যাটা ছিল 7 হাজার 350 জন ৷ ফলে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ (Corona Updates in India) ৷ এনিয়ে দেশে মোট 3 কোটি 47 লক্ষ 3 হাজার 644 জন করোনা আক্রান্ত হলেন ৷

স্বাস্থ্য়মন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 252 জন ৷ আগের দিন মৃতের সংখ্যাটা ছিল 202 জন ৷ এনিয়ে দেশে করোনা সংক্রামিত রোগীর মৃত্যুর সংখ্যা 4 লক্ষ 75 হাজার 888 জন ৷

আরও পড়ুন: রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু কমল

রিপোর্ট প্রকাশের সময় পর্যন্ত গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 7 হাজার 995 জন ৷ এপর্যন্ত দেশে মোট 3 কোটি 41 লক্ষ 38 হাজার 763 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হলেন ৷ সুস্থতার হার 98.37 শতাংশ ৷ তবে চিন্তা বাড়িয়েছে ওমিক্রন (Omicron scare in India) ৷ ইতিমধ্যেই কর্নাটক, মহারাষ্ট্র, রাজস্থান, দিল্লি, গুজরাতে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন ওমিক্রনে ৷ এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই রয়েছেন 18 জন ৷ গতকালই ওমিক্রনে আক্রান্ত হয়ে বিশ্বে প্রথম মৃত্যু হয়েছে ব্রিটেনের এক নাগরিকের ৷

গত 24 ঘণ্টায় ভ্যাকসিন দেওয়া হয়েছে 66 লক্ষ 98 হাজার 601 জনকে ৷ এনিয়ে মোট 133 কোটি 88 লক্ষ 12 হাজার 577 জন নাগরিককে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.