ETV Bharat / bharat

Corona Update India: দৈনিক সংক্রমণ 30 হাজারে, বাড়ল মৃতের সংখ্যা - Covid 19 Death

দেশে দৈনিক সংক্রমণ ফের বাড়ল ৷ গত 24 ঘণ্টায় সংক্রামিত হয়েছেন 30 হাজার 570 জন ৷ পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও ৷

করোনার দৈনিক সংক্রমণ
করোনার দৈনিক সংক্রমণ
author img

By

Published : Sep 16, 2021, 9:52 AM IST

Updated : Sep 16, 2021, 10:32 AM IST

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর : দেশে ফের বাড়ল করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 30 হাজার 570 জন ৷ তার আগের 24 ঘণ্টায় এই সংখ্যাটা ছিল 27 হাজার 176 ৷ এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল 3 কোটি 33 লক্ষ 47 হাজার 325, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) ৷

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 38 হাজার 303 জন ৷ তার আগের 24 ঘণ্টায় 38 হাজার 12 জন রোগী সুস্থ হয়েছিলেন ৷ তাই সুস্থতার সংখ্যায় খুব একটা হেরফের হয়নি ৷ আজ সকাল পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী সুস্থ হয়েছেন মোট 3 কোটি 25 লক্ষ 60 হাজার 474 জন রোগী ৷ সুস্থতার হার 97.64% ৷

আরও পড়ুন : COVID-19 : কোভিড-19 নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত

গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 431 জন ৷ তার আগের 24 ঘণ্টায় করোনা সংক্রামিত মৃতের সংখ্যা ছিল 284 ৷ তাই দৈনিক সংক্রমণের সঙ্গে বেড়েছে মৃতের সংখ্যাও ৷ মোট মৃতের সংখ্যা দাঁড়াল 4 লক্ষ 43 হাজার 928 জন ৷ মৃত্যুর হার 1.33% ৷ আজ পর্যন্ত মোট সক্রিয় রোগীর (Active cases) সংখ্যা 3 লক্ষ 42 হাজার 923 ৷

গত 24 ঘণ্টায় ভ্যাকসিন দেওয়া হয়েছে 64 লক্ষ 51 হাজার 423 জনকে ৷ এ নিয়ে মোট 76 কোটি 57 লক্ষ 17 হাজার 137 জন নাগরিককে ভ্যাকসিন দেওয়া হল ৷

করোনা সংক্রমণে দেশে এখনও কেরালা দ্বিতীয় স্থানে রয়েছে ৷ আজ সকাল 8টা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী মোট 44 লক্ষ 24 হাজার 46 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷ গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন 17 হাজার 681 জন ৷

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর : দেশে ফের বাড়ল করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 30 হাজার 570 জন ৷ তার আগের 24 ঘণ্টায় এই সংখ্যাটা ছিল 27 হাজার 176 ৷ এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল 3 কোটি 33 লক্ষ 47 হাজার 325, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) ৷

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 38 হাজার 303 জন ৷ তার আগের 24 ঘণ্টায় 38 হাজার 12 জন রোগী সুস্থ হয়েছিলেন ৷ তাই সুস্থতার সংখ্যায় খুব একটা হেরফের হয়নি ৷ আজ সকাল পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী সুস্থ হয়েছেন মোট 3 কোটি 25 লক্ষ 60 হাজার 474 জন রোগী ৷ সুস্থতার হার 97.64% ৷

আরও পড়ুন : COVID-19 : কোভিড-19 নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত

গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 431 জন ৷ তার আগের 24 ঘণ্টায় করোনা সংক্রামিত মৃতের সংখ্যা ছিল 284 ৷ তাই দৈনিক সংক্রমণের সঙ্গে বেড়েছে মৃতের সংখ্যাও ৷ মোট মৃতের সংখ্যা দাঁড়াল 4 লক্ষ 43 হাজার 928 জন ৷ মৃত্যুর হার 1.33% ৷ আজ পর্যন্ত মোট সক্রিয় রোগীর (Active cases) সংখ্যা 3 লক্ষ 42 হাজার 923 ৷

গত 24 ঘণ্টায় ভ্যাকসিন দেওয়া হয়েছে 64 লক্ষ 51 হাজার 423 জনকে ৷ এ নিয়ে মোট 76 কোটি 57 লক্ষ 17 হাজার 137 জন নাগরিককে ভ্যাকসিন দেওয়া হল ৷

করোনা সংক্রমণে দেশে এখনও কেরালা দ্বিতীয় স্থানে রয়েছে ৷ আজ সকাল 8টা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী মোট 44 লক্ষ 24 হাজার 46 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷ গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন 17 হাজার 681 জন ৷

Last Updated : Sep 16, 2021, 10:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.