ETV Bharat / bharat

Coronavirus India : দৈনিক সংক্রমণ নামল 30 হাজারের ঘরে - covid

গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 30 হাজার 549 জন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 40 হাজার 134 ৷ আবার গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 422 জনের ৷ যা গতকালও একই ছিল ৷

করোনা সংক্রমণ
করোনা সংক্রমণ
author img

By

Published : Aug 3, 2021, 9:53 AM IST

Updated : Aug 3, 2021, 10:40 AM IST

নয়াদিল্লি, 3 অগস্ট : দেশে এক ধাক্কায় অনেকটা কমল (Coronavirus India) সংক্রমণ ৷ সংক্রমণ নামল 30 হাজারের ঘরে ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 30 হাজার 549 জন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 40 হাজার 134 ৷ সংক্রমণ কমলেও মৃত্যু রইল একই জায়গায় ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 422 জনের ৷ যা গতকালও একই ছিল ৷

আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 30 হাজার 549 জন ৷ একদিনে সংক্রমণ 10 হাজার কমলেও মৃত্যুর সংখ্যা একই ৷ গতকালের মতো মৃত্যুর সংখ্যা দাঁড়িয়ে 422-এই ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4 লাখ 25 হাজার 195 জন ৷

আরও পড়ুন :West Bengal Covid Cases : সংক্রমণ 500-র ঘরে, মৃত্যু 12 জনের

বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 4 লাখ 4 হাজার 958 জন ৷ গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 38 হাজার 887 জন ৷ এখনও পর্যন্ত সারা দেশে করোনা থেকে সেরে উঠেছেন 3 কোটি 8 লাখ 96 হাজার 354 জন ৷ দেশে মোট আক্রান্তের সংখ্যা 3 কোটি 17 লাখ 26 হাজার 507 জন ৷

গত 24 ঘণ্টায় টিকাকরণ হয়েছে 61 লাখ 9 হাজার 587 টি ৷ এখনও পর্যন্ত মোট টিকার ডোজ দেওয়া হয়েছে 47 কোটি 85 লাখ 44 হাজার 114 টি ৷

দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নয়াদিল্লি, 3 অগস্ট : দেশে এক ধাক্কায় অনেকটা কমল (Coronavirus India) সংক্রমণ ৷ সংক্রমণ নামল 30 হাজারের ঘরে ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 30 হাজার 549 জন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 40 হাজার 134 ৷ সংক্রমণ কমলেও মৃত্যু রইল একই জায়গায় ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 422 জনের ৷ যা গতকালও একই ছিল ৷

আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 30 হাজার 549 জন ৷ একদিনে সংক্রমণ 10 হাজার কমলেও মৃত্যুর সংখ্যা একই ৷ গতকালের মতো মৃত্যুর সংখ্যা দাঁড়িয়ে 422-এই ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4 লাখ 25 হাজার 195 জন ৷

আরও পড়ুন :West Bengal Covid Cases : সংক্রমণ 500-র ঘরে, মৃত্যু 12 জনের

বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 4 লাখ 4 হাজার 958 জন ৷ গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 38 হাজার 887 জন ৷ এখনও পর্যন্ত সারা দেশে করোনা থেকে সেরে উঠেছেন 3 কোটি 8 লাখ 96 হাজার 354 জন ৷ দেশে মোট আক্রান্তের সংখ্যা 3 কোটি 17 লাখ 26 হাজার 507 জন ৷

গত 24 ঘণ্টায় টিকাকরণ হয়েছে 61 লাখ 9 হাজার 587 টি ৷ এখনও পর্যন্ত মোট টিকার ডোজ দেওয়া হয়েছে 47 কোটি 85 লাখ 44 হাজার 114 টি ৷

দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Last Updated : Aug 3, 2021, 10:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.