ETV Bharat / bharat

Corona in India : একধাক্কায় চার হাজার কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু - দেশে করোনা আক্রান্তের সংখ্যা

প্রায় এক মাসের বেশি সময় ধরে দেশে করোনার গ্রাফ ওঠা-নামা করছে ৷ গত সপ্তাহে 26-27 হাজারে নেমে এসেছিল সংক্রমণ ৷ ফের টানা পাঁচদিন ধরে 30 হাজারের উপরে ছিল আক্রান্তের সংখ্যা ৷ তবে আজ ফের তা কমেছে ৷

Corona in India
Corona in India
author img

By

Published : Sep 21, 2021, 9:55 AM IST

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর : একধাক্কায় অনেকটাই কমল দৈনিক সংক্রমণ ৷ বেশ কয়েকদিন ধরে 30 হাজারের ঘরেই ঘোরাফেরা করছিল আক্রান্তের সংখ্যা ৷ আজ ফের 30 হাজারের নিচে নামল সংক্রমণ ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় নতুন করে 26 হাজার 115 ৷ গতকাল সংখ্যাটা ছিল 30 হাজার 256 জন ৷ সামান্য বেড়েছে মৃত্যু ৷ একদিনে মৃত্যু হয়েছে 252 জনের ৷ সোমবার মৃত্যু হয়েছিল 235 জনের ৷

প্রায় এক মাসের বেশি সময় ধরে দেশে করোনার গ্রাফ ওঠা-নামা করছে ৷ অর্থাৎ কোনও দিন কম, কোনও দিন বেশি ৷ গত সপ্তাহে 26-27 হাজারে নেমে এসেছিল সংক্রমণ ৷ ফের টানা পাঁচদিন ধরে 30 হাজারের উপরে ছিল আক্রান্তের সংখ্যা ৷ তবে আজ ফের তা কমেছে ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, দেশে মোট আক্রান্ত হয়েছে 3 কোটি 35 লাখ 4 হাজার 534 ৷ মোট মৃত্যু হয়েছে 4 লাখ 45 হাজার 385 জনের ৷

গত 24 ঘণ্টায় সুস্থের সংখ্যা কিছুটা কমেছে ৷ সুস্থ হয়েছে 34 হাজার 469 ৷ গতকাল সংখ্যাটা ছিল 43 হাজার 938 ৷ মোট সুস্থ করোনার রোগী সংখ্যা 3 কোটি 27 লাখ 49 হাজার 574 ৷ দেশে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা চার লাখের কম ৷ অর্থাৎ 3 লাখ 9 হাজার 575 ৷

আরও পড়ুন, West Bengal Corona Update : দৈনিক সংক্রমণ পাঁচশোর ঘরে, বাড়ল মৃত্যু

গত 24 ঘণ্টায় কেরালায় দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় 4 হাজার কমেছে ৷ দেশেও কিন্তু প্রায় 4 হাজার কমেছে ৷ অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে কেরালায় দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়া-কমার উপরেই দেশের করোনা গ্রাফের ওঠা-নামা নির্ভর করছে ৷ গত 24 ঘণ্টায় কেরালায় রাজ্যে 15 হাজার 692 জন নতুন করে আক্রান্ত হয়েছে ৷ মৃত্যু হয়েছে 92 জনের ৷

এদিকে, 20 সেপ্টেম্বর মোট টিকা দেওয়া হয়েছে 96 লাখ 46 হাজার 778 জনকে ৷ দেশে মোট টিকাকরণ হয়েছে 81 কোটি 85 লাখ 13 হাজার 827 জনের টিকাকরণ হয়েছে ৷ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের দেওয়া তথ্য অনুযায়ী, 20 সেপ্টেম্বর মোট 14 লাখ 13 হাজার 951 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 55 কোটি 50 লাখ 35 হাজার 717 টি ৷

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর : একধাক্কায় অনেকটাই কমল দৈনিক সংক্রমণ ৷ বেশ কয়েকদিন ধরে 30 হাজারের ঘরেই ঘোরাফেরা করছিল আক্রান্তের সংখ্যা ৷ আজ ফের 30 হাজারের নিচে নামল সংক্রমণ ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় নতুন করে 26 হাজার 115 ৷ গতকাল সংখ্যাটা ছিল 30 হাজার 256 জন ৷ সামান্য বেড়েছে মৃত্যু ৷ একদিনে মৃত্যু হয়েছে 252 জনের ৷ সোমবার মৃত্যু হয়েছিল 235 জনের ৷

প্রায় এক মাসের বেশি সময় ধরে দেশে করোনার গ্রাফ ওঠা-নামা করছে ৷ অর্থাৎ কোনও দিন কম, কোনও দিন বেশি ৷ গত সপ্তাহে 26-27 হাজারে নেমে এসেছিল সংক্রমণ ৷ ফের টানা পাঁচদিন ধরে 30 হাজারের উপরে ছিল আক্রান্তের সংখ্যা ৷ তবে আজ ফের তা কমেছে ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, দেশে মোট আক্রান্ত হয়েছে 3 কোটি 35 লাখ 4 হাজার 534 ৷ মোট মৃত্যু হয়েছে 4 লাখ 45 হাজার 385 জনের ৷

গত 24 ঘণ্টায় সুস্থের সংখ্যা কিছুটা কমেছে ৷ সুস্থ হয়েছে 34 হাজার 469 ৷ গতকাল সংখ্যাটা ছিল 43 হাজার 938 ৷ মোট সুস্থ করোনার রোগী সংখ্যা 3 কোটি 27 লাখ 49 হাজার 574 ৷ দেশে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা চার লাখের কম ৷ অর্থাৎ 3 লাখ 9 হাজার 575 ৷

আরও পড়ুন, West Bengal Corona Update : দৈনিক সংক্রমণ পাঁচশোর ঘরে, বাড়ল মৃত্যু

গত 24 ঘণ্টায় কেরালায় দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় 4 হাজার কমেছে ৷ দেশেও কিন্তু প্রায় 4 হাজার কমেছে ৷ অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে কেরালায় দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়া-কমার উপরেই দেশের করোনা গ্রাফের ওঠা-নামা নির্ভর করছে ৷ গত 24 ঘণ্টায় কেরালায় রাজ্যে 15 হাজার 692 জন নতুন করে আক্রান্ত হয়েছে ৷ মৃত্যু হয়েছে 92 জনের ৷

এদিকে, 20 সেপ্টেম্বর মোট টিকা দেওয়া হয়েছে 96 লাখ 46 হাজার 778 জনকে ৷ দেশে মোট টিকাকরণ হয়েছে 81 কোটি 85 লাখ 13 হাজার 827 জনের টিকাকরণ হয়েছে ৷ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের দেওয়া তথ্য অনুযায়ী, 20 সেপ্টেম্বর মোট 14 লাখ 13 হাজার 951 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 55 কোটি 50 লাখ 35 হাজার 717 টি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.