ETV Bharat / bharat

Corona Update India : দৈনিক সংক্রমণ কমে 25 হাজারের ঘরে, বাড়ল মৃত্যু - Corona Active Case

গত 24 ঘণ্টার হিসেবে দৈনিক সংক্রমণ কিছুটা কমে 25 হাজারের ঘরে এসেছে ৷ এ নিয়ে গত 3 দিনে পাওয়া হিসেব অনুযায়ী দৈনিক সংক্রমণ নিম্নমুখী হয়েছে ৷ তবে মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে ৷

ভারতে করোনার দৈনিক সংক্রমণ
ভারতে করোনার দৈনিক সংক্রমণ
author img

By

Published : Sep 14, 2021, 9:37 AM IST

Updated : Sep 14, 2021, 10:25 AM IST

নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর : দেশে ফের কিছুটা কমল দৈনিক সংক্রমণ ৷ গত 3 দিন ধরে দেশে সংক্রমণ নিম্নমুখী ৷ স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) দেওয়া হিসেব অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 25 হাজার 404 জন ৷ এর আগের 24 ঘণ্টায় সংখ্যাটা ছিল 27 হাজার 254 জন ৷ এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল 3 কোটি 32 লক্ষ 89 হাজার 579 ৷

তবে মৃতের সংখ্যা বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 339 জন ৷ এর আগের 24 ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল 219 জন ৷ এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা 4 লক্ষ 43 হাজার 213 জন ৷ মৃত্যুর হার 1.33% ৷

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 37 হাজার 127 জন ৷ এর আগের 24 ঘণ্টায় এই সংখ্যা ছিল 37 হাজার 687 জন ৷ তাই সুস্থতার ক্ষেত্রেও সেরকম কোনও পরিবর্তন হয়নি ৷ আজ সকাল 8টা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী মোট সুস্থ রোগীর সংখ্যা 3 কোটি 24 লক্ষ 84 হাজার 159 ৷ সুস্থতার হার 97.58% ৷

আরও পড়ুন : Covid-19 : দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কর্পোরেটের খরচ 1,600 কোটির বেশি, দাবি সমীক্ষায়

গত 24 ঘণ্টার পাওয়া হিসেব অনুযায়ী দেশে মোট সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা 3 লক্ষ 62 হাজার 207 ৷ তবে দেশে করোনা সংক্রমণে এখনও কেরালা দ্বিতীয় স্থানে রয়েছে ৷ গত 24 ঘণ্টায় পাওয়া হিসেব অনুযায়ী রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 43 লক্ষ 90 হাজার 489 জন ৷ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনা সংক্রামিত হয়েছেন 15 লক্ষ 57 হাজার 414 জন ৷

গত 24 ঘণ্টায় ভ্যাকসিন দেওয়া হয়েছে 78 লক্ষ 66 হাজার 950 জনকে ৷ এ নিয়ে মোট 75 কোটি 22 লক্ষ 38 হাজার 324 জন নাগরিককে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷

নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর : দেশে ফের কিছুটা কমল দৈনিক সংক্রমণ ৷ গত 3 দিন ধরে দেশে সংক্রমণ নিম্নমুখী ৷ স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) দেওয়া হিসেব অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 25 হাজার 404 জন ৷ এর আগের 24 ঘণ্টায় সংখ্যাটা ছিল 27 হাজার 254 জন ৷ এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল 3 কোটি 32 লক্ষ 89 হাজার 579 ৷

তবে মৃতের সংখ্যা বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 339 জন ৷ এর আগের 24 ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল 219 জন ৷ এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা 4 লক্ষ 43 হাজার 213 জন ৷ মৃত্যুর হার 1.33% ৷

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 37 হাজার 127 জন ৷ এর আগের 24 ঘণ্টায় এই সংখ্যা ছিল 37 হাজার 687 জন ৷ তাই সুস্থতার ক্ষেত্রেও সেরকম কোনও পরিবর্তন হয়নি ৷ আজ সকাল 8টা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী মোট সুস্থ রোগীর সংখ্যা 3 কোটি 24 লক্ষ 84 হাজার 159 ৷ সুস্থতার হার 97.58% ৷

আরও পড়ুন : Covid-19 : দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কর্পোরেটের খরচ 1,600 কোটির বেশি, দাবি সমীক্ষায়

গত 24 ঘণ্টার পাওয়া হিসেব অনুযায়ী দেশে মোট সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা 3 লক্ষ 62 হাজার 207 ৷ তবে দেশে করোনা সংক্রমণে এখনও কেরালা দ্বিতীয় স্থানে রয়েছে ৷ গত 24 ঘণ্টায় পাওয়া হিসেব অনুযায়ী রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 43 লক্ষ 90 হাজার 489 জন ৷ এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট করোনা সংক্রামিত হয়েছেন 15 লক্ষ 57 হাজার 414 জন ৷

গত 24 ঘণ্টায় ভ্যাকসিন দেওয়া হয়েছে 78 লক্ষ 66 হাজার 950 জনকে ৷ এ নিয়ে মোট 75 কোটি 22 লক্ষ 38 হাজার 324 জন নাগরিককে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷

Last Updated : Sep 14, 2021, 10:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.