নয়াদিল্লি, 20 এপ্রিল : এক ধাক্কায় অনেকটাই বাড়ল করোনা সংক্রমণ ৷ বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন 2 হাজার 67 জন ৷ মঙ্গলবার সকালে প্রকাশিত রিপোর্টে সংখ্যাটা ছিল 1 হাজার 247 জন (India reports 2067 new COVID19 cases in last 24 hours) ৷ তাই করোনা সংক্রমণ 43 শতাংশ কমল ৷ এ নিয়ে দেশে মোট করোনা সংক্রামিত রোগী 4 কোটি 30 লক্ষ 47 হাজার 594 জন ৷
দিল্লির করোনা পরিস্থিতি :
গত 24 ঘণ্টায় 26 শতাংশ বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা ৷ আজ সকালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় 632 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন (Delhi reported new 632 COVID cases in last 24 hours) ৷ যদিও করোনা সংক্রমণের হার কমে হয়েছে 4.42 শতাংশ (Positivity Rate Reduces To 4.42 শতাংশ) ৷ 20 ফেব্রুয়ারির পর সোমবার প্রকাশিত রিপোর্টে সর্বাধিক কোভিড সংক্রমণ দেখেছে নয়াদিল্লি ৷ 18 এপ্রিলের তথ্য অনুযায়ী 24 ঘণ্টায় 517 জন আক্রান্ত হয়েছিলেন সেখানে ৷ মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে 24 ঘণ্টায় 501 জন করোনায় সংক্রামিত হয়েছিলেন ৷ রাজধানীতে এখনও পর্যন্ত মোট 18 লক্ষ 69 হাজার 683 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ 24 ঘণ্টায় নতুন করে কোনও রোগী মারা না যাওয়ায় মৃতের সংখ্যা 26 হাজার 160 রয়েছে ৷
-
#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) April 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/FxSmS4xAte pic.twitter.com/DM9IsqfJjL
">#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) April 20, 2022
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/FxSmS4xAte pic.twitter.com/DM9IsqfJjL#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) April 20, 2022
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/FxSmS4xAte pic.twitter.com/DM9IsqfJjL
বুধবার স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সারা দেশে গত 24 ঘণ্টায় 40 জন মারা গিয়েছেন ৷ আগের দিন সংখ্যাটা ছিল মাত্র 1 ৷ তাই ফের বাড়ল মৃত্যু ৷ দেশে এখনও পর্যন্ত 5 কোটি 22 লক্ষ 6 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে ৷ দৈনিক সংক্রমণের হার (Daily positivity rate) 0.31 থেকে বেড়ে হয়েছে 0.49 শতাংশ ৷
আরও পড়ুন : Covid Spike in Delhi : ফের চোখ রাঙাচ্ছে করোনা, 48 ঘণ্টায় দিল্লিতে দ্বিগুণ বাড়ল সংক্রমণ
সক্রিয় রোগীর সংখ্যা (Active Cases) 11 হাজার 860 থেকে বেড়ে হয়েছে 12 হাজার 340, যা মোট সংক্রমণের 0.03 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন 1 হাজার 547 জন, যা আগের দিন ছিল 928 ৷ এ পর্যন্ত দেশে 4 কোটি 25 লক্ষ 13 হাজার 248 জন সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার 98.76 শতাংশ ৷ দেশে 186 কোটি 90 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (Covid 19 Vaccination) দেওয়া হয়েছে ৷