নয়াদিল্লি, 24 জুলাই: সামান্য কমল করোনা সংক্রমণ ৷ রবিবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 20 হাজার 279 জন ৷ শনিবারের রিপোর্টে সংখ্যাটা ছিল 21 হাজার 411 জন (India reports 20279 fresh COVID 19 cases in last 24 hours) ৷ দেশে এখনও পর্যন্ত 4 কোটি 38 লক্ষ 88 হাজার 755 জন করোনায় সংক্রামিত হয়েছেন ৷
ঊর্ধ্বমুখী সক্রিয় রোগীর সংখ্যাও (Active caseload) ৷ আজকের বুলেটিনে সংখ্যাটা 1 লক্ষ 52 হাজার 200, যা মোট সংক্রমণের 0.35 শতাংশ ৷ গতকালের রিপোর্টেই 1 লক্ষ 50 হাজার 100 জন ছিল ৷ তাই দেশে সক্রিয় রোগীর সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়েছে ৷
দৈনিক সংক্রমণের হার (Daily positivity rate) 5.29 শতাংশে পৌঁছেছে ৷ কমেছে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় মারা গিয়েছেন 36 জন ৷ আগের দিন 67 জনের মৃত্যু হয়েছিল ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় প্রাণ হারিয়েছেন 5 লক্ষ 26 হাজার 33 জন ৷
দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন 18 হাজার 143 জন ৷ আগের দিন 20 হাজার 726 জন রোগী করোনা থেকে সুস্থ হয়েছিলেন ৷ দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 4 কোটি 32 লক্ষ 10 হাজার 522 জন ৷ সুস্থতার হার 98.45 শতাংশ ৷
আরও পড়ুন: দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও, চিন্তা বাড়াচ্ছে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা
রবিবার, 17 জুলাই দেশে কোভিড-19 ভ্যাকসিনের (Covid 19 Vaccine) ডোজের সংখ্যা 200 কোটি পেরিয়ে 202 কোটিতে পৌঁছনোর পথে ৷ রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, 201 কোটি 99 লক্ষের বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷
-
India records 20,279 new COVID19 cases today; Active caseload at 1,52,200 pic.twitter.com/ZPqVO3luQD
— ANI (@ANI) July 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India records 20,279 new COVID19 cases today; Active caseload at 1,52,200 pic.twitter.com/ZPqVO3luQD
— ANI (@ANI) July 24, 2022India records 20,279 new COVID19 cases today; Active caseload at 1,52,200 pic.twitter.com/ZPqVO3luQD
— ANI (@ANI) July 24, 2022
শুক্রবার, 15 জুলাই থেকে দেশে 18-59 বছর বয়সীদের জন্য বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ (প্রিকশন ডোজ) দেওয়া শুরু হয়েছে ৷ 15 জুলাই থেকে আগামী 75 দিন ধরে চলবে এই টিকাকরণ প্রক্রিয়া ৷ কোভিড-19 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার 6 মাস পর এই প্রিকশন ডোজ নেওয়া যাবে ৷ 7 কোটি 18 লক্ষের (Precaution Dose) বেশি বুস্টার ডোজ দেওয়া হয়েছে এখনও অবধি ৷