নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি : বুধবার করোনায় সংক্রামিত হয়েছেন 1 লক্ষ 61 হাজার 386 জন মানুষ (Corona Cases in India) ৷ পর পর দু'দিন সংক্রমণ 2 লক্ষের নিচে রইল ৷ মঙ্গলবার সংখ্যাটি ছিল 1 লক্ষ 67 হাজার 59 ৷ তবে ভাবাচ্ছে মৃত্যু ৷ এদিন 1 হাজার 733 করোনা রোগীর মৃত্যু হয়েছে, যা গতদিনের তুলনায় অনেকটাই বেশি ৷ মঙ্গলবার সংখ্যাটি ছিল 1 হাজার 192 ৷
সংক্রমণ কমলেও ভাবনা বাড়াচ্ছে মৃত্যুর হার ৷ রবিবারের তুলনায় এদিন মৃতের সংখ্যা প্রায় দ্বিগুন ৷ তার মধ্যে কেরালাতেই মারা গিয়েছেন 1 হাজার 63 জন ৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এদিনের পর দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 4 কোটি 16 লক্ষ 30 হাজার 885 ৷ এখনও পর্যন্ত দেশে 4 লক্ষ 97 হাজার 975 জনের মৃত্যু হয়েছে ৷ দৈনিক সংক্রমণের হার রয়েছে 9.26 শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার রয়েছে 14.15 শতাংশ ৷
-
India reports 1,61,386 fresh COVID cases and 2,81,109 recoveries in the last 24 hours
— ANI (@ANI) February 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Active cases: 16,21,603
Total recoveries: 3,95,11,307
Daily positivity rate: 9.26%
Total vaccination: 167.29 crore pic.twitter.com/QD2jptRtG4
">India reports 1,61,386 fresh COVID cases and 2,81,109 recoveries in the last 24 hours
— ANI (@ANI) February 2, 2022
Active cases: 16,21,603
Total recoveries: 3,95,11,307
Daily positivity rate: 9.26%
Total vaccination: 167.29 crore pic.twitter.com/QD2jptRtG4India reports 1,61,386 fresh COVID cases and 2,81,109 recoveries in the last 24 hours
— ANI (@ANI) February 2, 2022
Active cases: 16,21,603
Total recoveries: 3,95,11,307
Daily positivity rate: 9.26%
Total vaccination: 167.29 crore pic.twitter.com/QD2jptRtG4
আরও পড়ুন : Corona Update in Bengal : রাজ্যে করোনা সংক্রমণের হার কমে 4 শতাংশের ঘরে
কমেছে সক্রিয় রোগীর সংখ্যা ৷ এদিন ভারতে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 3.90 শতাংশে, সংখ্যাটি 16 লক্ষ 21 হাজার 603 ৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের এখন সুস্থতার হার 94.91 শতাংশ ৷ এখনও পর্যন্ত করোনার প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে মোট 167 কোটি 29 লক্ষের বেশি মানুষের টিকাকরণ হয়েছে ৷