ETV Bharat / bharat

Corona Update in India: স্বস্তি দিয়ে করোনায় দৈনিক সংক্রমণ নামল 13 হাজারে, চব্বিশ ঘণ্টায় দেশে কমল মৃত্যুও - ভারতের বর্তমান করোনা পরিস্থিতি

বেশ কিছুটা স্বস্তি দিয়ে দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ(Corona Update in India)৷ একদিনে প্রায় 3 হাজার কমে 16 হাজার থেকে সংক্রমণ নামল 13 হাজারে ৷ গতদিনের তুলনায় কমেছে দৈনিক সংক্রমণের হারও ৷

present covid situtaion in india
ভারতের করোনা পরিস্থিতি
author img

By

Published : Jul 12, 2022, 10:24 AM IST

নয়াদিল্লি, 12 জুলাই: দেশে ফের কমল দৈনিক করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 13 হাজার 615 জন(India Reports 13615 fresh COVID 19 cases in last 24 hours)৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 16 হাজার 678 জন ৷ সবমিলিয়ে গতকালের তুলনায় দৈনিক করোনা সংক্রমণ কমল তিন হাজারেরও বেশি ৷

মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিনে দেখা যাচ্ছে, গতদিনের তুলনায় কমেছে দৈনিক সংক্রমণের হারও (Daily Positivity Rate) ৷ মঙ্গলবার সংক্রমণের হার 3.23 শতাংশ ৷ আগের দিন যা ছিল 5.99 শতাংশ ৷ তবে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে (Active Cases) 1 লক্ষ 31 হাজার 43 জন, যা মোট সংক্রমণের 0.30 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 20 জনের ৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 26 ৷

এখনও পর্যন্ত দেশে করোনা প্রাণ কেড়েছে 5 লক্ষ 25 হাজার 474 জনের ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 13 হাজার 265 জন ৷ সুস্থতার হার 98.50 শতাংশ ৷ অতিমারিকে হারিয়ে দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 4 কোটি 29 লক্ষ 96 হাজার 427 জন ৷ 199 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (Covid 19 Vaccination) দেওয়া হয়েছে দেশবাসীকে ৷

আরও পড়ুন : টিকাকরণের পরও মেলেনি শংসাপত্র ! স্পুটনিক নিয়ে বিপাকে আমজনতা

নয়াদিল্লি, 12 জুলাই: দেশে ফের কমল দৈনিক করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 13 হাজার 615 জন(India Reports 13615 fresh COVID 19 cases in last 24 hours)৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 16 হাজার 678 জন ৷ সবমিলিয়ে গতকালের তুলনায় দৈনিক করোনা সংক্রমণ কমল তিন হাজারেরও বেশি ৷

মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিনে দেখা যাচ্ছে, গতদিনের তুলনায় কমেছে দৈনিক সংক্রমণের হারও (Daily Positivity Rate) ৷ মঙ্গলবার সংক্রমণের হার 3.23 শতাংশ ৷ আগের দিন যা ছিল 5.99 শতাংশ ৷ তবে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে (Active Cases) 1 লক্ষ 31 হাজার 43 জন, যা মোট সংক্রমণের 0.30 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 20 জনের ৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 26 ৷

এখনও পর্যন্ত দেশে করোনা প্রাণ কেড়েছে 5 লক্ষ 25 হাজার 474 জনের ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 13 হাজার 265 জন ৷ সুস্থতার হার 98.50 শতাংশ ৷ অতিমারিকে হারিয়ে দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 4 কোটি 29 লক্ষ 96 হাজার 427 জন ৷ 199 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (Covid 19 Vaccination) দেওয়া হয়েছে দেশবাসীকে ৷

আরও পড়ুন : টিকাকরণের পরও মেলেনি শংসাপত্র ! স্পুটনিক নিয়ে বিপাকে আমজনতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.