ETV Bharat / bharat

Corona Update in India : দেশে করোনা আক্রান্তের সংখ্যা 13 হাজারেরও বেশি, মৃত 23

করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ 12 হাজার থেকে সংক্রমণ 13 হাজারেরও বেশি হল (Corona Update in India) ৷

Corona Cases India
করোনা সংক্রমণ
author img

By

Published : Jun 18, 2022, 9:56 AM IST

Updated : Jun 18, 2022, 11:29 AM IST

নয়াদিল্লি, 18 জুন : বেড়েই চলেছে করোনা সংক্রমণ ৷ শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 13 হাজার 216 জন ৷ গতকালের বুলেটিনে সংখ্য়াটা ছিল 12 হাজার 847 ৷ দেশে এ পর্যন্ত 4 কোটি 32 লক্ষ 83 হাজার 793 জন করোনায় আক্রান্ত হলেন ৷ দৈনিক করোনা সংক্রমণের হার (daily positivity rate) 2.47 শতাংশ থেকে বেড়ে 2.73 শতাংশে পৌঁছেছে (India reports 13216 new cases in the last 24 hours) ৷ সক্রিয় রোগীর সংখ্যা (Active cases) 68 হাজার 108 ৷

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 8 হাজার 148 জন, যা আগের দিনের তুলনায় বেশি ৷ দেশে সুস্থ রোগীর মোট সংখ্যা 4 কোটি 26 লক্ষ 90 হাজার 845 ৷ সুস্থতার হার 98.63 শতাংশ ৷ কোভিডে মারা গিয়েছেন 23 জন ৷ এখনও পর্যন্ত দেশে 5 লক্ষ 24 হাজার 840 জনের মৃত্যু হল ৷ 196 কোটির বেশি কোভিড-19 ভ্যাকসিনের (Covid 19 Vaccine) ডোজ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : শিশু-নাবালকদের জন্য নিরাপদ কোভ্যাক্সিন, জানাল ভারত বায়োটেক

গতকাল বিকেলে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্রে কোভিড আক্রান্ত 4 হাজার 165 জন ৷ কেরালায় 3 হাজার 162, দিল্লিতে 1 হাজার 797, কর্নাটকে 634 জন করোনায় সংক্রামিত হয়েছেন ৷

নয়াদিল্লি, 18 জুন : বেড়েই চলেছে করোনা সংক্রমণ ৷ শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 13 হাজার 216 জন ৷ গতকালের বুলেটিনে সংখ্য়াটা ছিল 12 হাজার 847 ৷ দেশে এ পর্যন্ত 4 কোটি 32 লক্ষ 83 হাজার 793 জন করোনায় আক্রান্ত হলেন ৷ দৈনিক করোনা সংক্রমণের হার (daily positivity rate) 2.47 শতাংশ থেকে বেড়ে 2.73 শতাংশে পৌঁছেছে (India reports 13216 new cases in the last 24 hours) ৷ সক্রিয় রোগীর সংখ্যা (Active cases) 68 হাজার 108 ৷

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 8 হাজার 148 জন, যা আগের দিনের তুলনায় বেশি ৷ দেশে সুস্থ রোগীর মোট সংখ্যা 4 কোটি 26 লক্ষ 90 হাজার 845 ৷ সুস্থতার হার 98.63 শতাংশ ৷ কোভিডে মারা গিয়েছেন 23 জন ৷ এখনও পর্যন্ত দেশে 5 লক্ষ 24 হাজার 840 জনের মৃত্যু হল ৷ 196 কোটির বেশি কোভিড-19 ভ্যাকসিনের (Covid 19 Vaccine) ডোজ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : শিশু-নাবালকদের জন্য নিরাপদ কোভ্যাক্সিন, জানাল ভারত বায়োটেক

গতকাল বিকেলে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্রে কোভিড আক্রান্ত 4 হাজার 165 জন ৷ কেরালায় 3 হাজার 162, দিল্লিতে 1 হাজার 797, কর্নাটকে 634 জন করোনায় সংক্রামিত হয়েছেন ৷

Last Updated : Jun 18, 2022, 11:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.