নয়া দিল্লি, 2 নভেম্বর : সামান্য বেড়েছে দৈনিক সংক্রমণ ৷ আজ স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 11 হাজার 903 জন ৷ সুস্থ হয়েছেন 14 হাজার 159 জন করোনা সংক্রামিত রোগী এবং মারা গিয়েছেন 311 জন ৷
আজ স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্টের পর দেশে মোট সংক্রমণ দাঁড়াল 3 কোটি 43 লক্ষ 08 হাজার 140 ৷ তবে বেড়েছে দৈনিক সংক্রমণ ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 10 হাজার 423 ৷ তাই একদিনে একলাফে দৈনিক সংক্রমণ বাড়ল প্রায় 1 হাজার ৷
কমেছে মৃত্যুর সংখ্যা ৷ স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী আজ পর্যন্ত দেশে মোট 4 লক্ষ 59 হাজার 191 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷ এর আগের দিন করোনা সংক্রামিত হয়ে মারা গিয়েছিলেন 443 জন ৷ মৃত্যুর হার 1.34% ৷
আরও পড়ুন : Corona in Bengal : টেস্ট বাড়তেই রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল মৃত্যুও
আজ সকালে প্রকাশিত বুলেটিনের পর দেশে মোট সুস্থ করোনা সংক্রামিত রোগীর সংখ্যা 3 কোটি 36 লক্ষ 97 হাজার 740 ৷ সুস্থতার হার 98.22% ৷ এর আগের দিন 15 হাজার 21 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছিলেন ৷ সকাল 8টায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আজ সেই সংখ্য়া 11 হাজার 903, তাই কমেছে সুস্থ রোগীর সংখ্যাও ৷
নিম্নমুখী সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা ৷ গত 24 ঘণ্টার পর সক্রিয় রোগীর সংখ্যা 252 দিনে সর্বনিম্ন ৷ দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা 1 লক্ষ 51 হাজার 209 ৷
কেরালায় গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 6 হাজার 444 জন ৷ মারা গিয়েছেন 187 জন ৷ তাই কেরালার পরিস্থিতি এখনও উদ্বেগজনক ৷
দেশে বিগত 26 দিন ধরে 20 হাজারের নিচে এবং 129 দিন ধরে 50 হাজারের নিচে রয়েছে দৈনিক করোনা সংক্রমণ ৷ আজ সকাল পর্যন্ত দেশে 107 কোটি 29 লক্ষ 66 হাজার 315 সংখ্যক কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷