নয়াদিল্লি, 10 এপ্রিল : করোনা সংক্রমণ সামান্য কমল ৷ রবিবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় 1 হাজার 54 জন নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন (India reports 1054 fresh COVID19 cases in the last 24 hours) ৷ আগের দিন সংখ্যাটা ছিল 1 হাজার 150 জন ৷ এ নিয়ে দেশে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল 4 কোটি 30 লক্ষ 35 হাজার 271 ৷
এদিন স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে সক্রিয় রোগীর সংখ্যা (Active cases) 11 হাজার 132, যা মোট সংক্রমণের 0.03 শতাংশ ৷ দৈনিক সংক্রমণের হার (Daily Positivity Rate) একই রয়েছে, 0.25 শতাংশ ৷ কমেছে মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 29 জন করোনা সংক্রামিত রোগী ৷ আগের দিন 83 জনের মৃত্যু হয়েছিল ৷ এখনও পর্যন্ত দেশে মোট 5 লক্ষ 21 হাজার 685 জন করোনায় মারা গিয়েছেন ৷
-
India reports 1054 fresh #COVID19 cases, 1258 recoveries, and 29 deaths in the last 24 hours.
— ANI (@ANI) April 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Active cases: 11,132 (0.03%)
Death toll: 5,21,685
Total recoveries: 4,25,024,54
1,85,70,71,655 crore vaccine doses have been administered so far. pic.twitter.com/6QRjMS1lia
">India reports 1054 fresh #COVID19 cases, 1258 recoveries, and 29 deaths in the last 24 hours.
— ANI (@ANI) April 10, 2022
Active cases: 11,132 (0.03%)
Death toll: 5,21,685
Total recoveries: 4,25,024,54
1,85,70,71,655 crore vaccine doses have been administered so far. pic.twitter.com/6QRjMS1liaIndia reports 1054 fresh #COVID19 cases, 1258 recoveries, and 29 deaths in the last 24 hours.
— ANI (@ANI) April 10, 2022
Active cases: 11,132 (0.03%)
Death toll: 5,21,685
Total recoveries: 4,25,024,54
1,85,70,71,655 crore vaccine doses have been administered so far. pic.twitter.com/6QRjMS1lia
আরও পড়ুন : Omicron's sub variant XE Detects : গুজরাতে ওমিক্রনের উপ-প্রজাতি এক্সই’র প্রথম সংক্রমণ
গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1 হাজার 258 জন ৷ আগের দিন 1 হাজার 194 জন করোনা রোগী সুস্থ হয়েছিলেন ৷ এ পর্যন্ত দেশে 4 কোটি 25 লক্ষ 2 হাজার 454 জন সুস্থ হলেন ৷ সুস্থতার হার 98.76 শতাংশ ৷ দেশে এখনও পর্যন্ত 185 কোটি 70 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকিসনের ডোজ় (Covid 19 Vaccination) দেওয়া আছে ৷