ETV Bharat / bharat

Corona Update in India : করোনার দৈনিক সংক্রমণ 1 হাজারে, কমেছে মৃত্যু - 12 থেকে 14 বছরের কোভিড টিকাকরণ

করোনার দৈনিক সংক্রমণ 1 হাজারের নিচে নেমেছিল ৷ বুধবার প্রকাশিত রিপোর্টে তা ফের 1 হাজারের ঘরে পৌঁছায় ৷ গত 24 ঘণ্টায় খুব একটা হেরফের হয়নি (Corona Update in India) ৷

Corona Cases in India
করোনার দৈনিক সংক্রমণ
author img

By

Published : Apr 7, 2022, 9:59 AM IST

নয়াদিল্লি, 7 এপ্রিল : করোনা সংক্রমণ কিছুটা কমল ৷ বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় 1 হাজার 33 জন নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন (India reports 1033 fresh COVID19 cases in the last 24 hours) ৷ আগের দিন সংখ্যাটা ছিল 1 হাজার 86 ৷ এ নিয়ে দেশে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল 4 কোটি 30 লক্ষ 31 হাজার 958 ৷

বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে সক্রিয় রোগীর সংখ্যা (Active cases) 11 হাজার 639, যা মোট সংক্রমণের 0.03 শতাংশ ৷ দৈনিক সংক্রমণের হার (Daily Positivity Rate) 0.21 শতাংশ ৷

কমেছে মৃত্যুও ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 43 জন করোনা সংক্রামিত রোগী ৷ আগের দিন 71 জনের মৃত্যু হয়েছিল ৷ এখনও পর্যন্ত দেশে মোট 5 লক্ষ 21 হাজার 530 জন করোনায় মারা গিয়েছেন ৷

আরও পড়ুন : No XE Covid Variant : মুম্বইয়ে 'এক্সই' ভ্যারিয়্যান্টের প্রমাণ নেই, জানাল কেন্দ্র

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1 হাজার 222 জন ৷ আগের দিন 1 হাজার 198 জন করোনা রোগী সুস্থ হয়েছিলেন ৷ এ পর্যন্ত দেশে 4 কোটি 24 লক্ষ 98 হাজার 789 জন সুস্থ হলেন ৷ সুস্থতার হার 98.76 শতাংশ ৷

  • Another golden feather in the cap of world's largest & most successful vaccination drive!

    Over 2️⃣,0️⃣0️⃣,0️⃣0️⃣,0️⃣0️⃣0️⃣ children between 12-14 age group have received 1st dose of #COVID19 vaccine.

    Congratulations to all my young friends who got vaccinated. #SabkoVaccineMuftVaccine pic.twitter.com/BqyOyT8Pwt

    — Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) April 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশে এখনও পর্যন্ত 185 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকিসনের ডোজ় (Covid 19 Vaccination) দেওয়া আছে ৷ 2 কোটিরও বেশি সংখ্যক 12-14 বছর বয়সীদের কোভিড-19 ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া সম্পূর্ণ হয়েছে ৷ এ নিয়ে টুইট করেছেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷

2020-এর 19 ডিসেম্বর সংক্রমণ 1 কোটি ছাড়িয়ে যায় ৷ গত 4 মে তা বেড়ে পৌঁছায় 2 কোটিতে ৷ গত বছর 23 জুন দেশে মোট সংক্রমণের সংখ্যা ছাড়ায় 3 কোটি ৷ সেখানে সোমবার, 4 এপ্রিল প্রকাশিত রিপোর্টে সংক্রমণ হাজারের নিচে নামে, যা স্বস্তির খবর ৷

নয়াদিল্লি, 7 এপ্রিল : করোনা সংক্রমণ কিছুটা কমল ৷ বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় 1 হাজার 33 জন নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন (India reports 1033 fresh COVID19 cases in the last 24 hours) ৷ আগের দিন সংখ্যাটা ছিল 1 হাজার 86 ৷ এ নিয়ে দেশে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল 4 কোটি 30 লক্ষ 31 হাজার 958 ৷

বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে সক্রিয় রোগীর সংখ্যা (Active cases) 11 হাজার 639, যা মোট সংক্রমণের 0.03 শতাংশ ৷ দৈনিক সংক্রমণের হার (Daily Positivity Rate) 0.21 শতাংশ ৷

কমেছে মৃত্যুও ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 43 জন করোনা সংক্রামিত রোগী ৷ আগের দিন 71 জনের মৃত্যু হয়েছিল ৷ এখনও পর্যন্ত দেশে মোট 5 লক্ষ 21 হাজার 530 জন করোনায় মারা গিয়েছেন ৷

আরও পড়ুন : No XE Covid Variant : মুম্বইয়ে 'এক্সই' ভ্যারিয়্যান্টের প্রমাণ নেই, জানাল কেন্দ্র

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1 হাজার 222 জন ৷ আগের দিন 1 হাজার 198 জন করোনা রোগী সুস্থ হয়েছিলেন ৷ এ পর্যন্ত দেশে 4 কোটি 24 লক্ষ 98 হাজার 789 জন সুস্থ হলেন ৷ সুস্থতার হার 98.76 শতাংশ ৷

  • Another golden feather in the cap of world's largest & most successful vaccination drive!

    Over 2️⃣,0️⃣0️⃣,0️⃣0️⃣,0️⃣0️⃣0️⃣ children between 12-14 age group have received 1st dose of #COVID19 vaccine.

    Congratulations to all my young friends who got vaccinated. #SabkoVaccineMuftVaccine pic.twitter.com/BqyOyT8Pwt

    — Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) April 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশে এখনও পর্যন্ত 185 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকিসনের ডোজ় (Covid 19 Vaccination) দেওয়া আছে ৷ 2 কোটিরও বেশি সংখ্যক 12-14 বছর বয়সীদের কোভিড-19 ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া সম্পূর্ণ হয়েছে ৷ এ নিয়ে টুইট করেছেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷

2020-এর 19 ডিসেম্বর সংক্রমণ 1 কোটি ছাড়িয়ে যায় ৷ গত 4 মে তা বেড়ে পৌঁছায় 2 কোটিতে ৷ গত বছর 23 জুন দেশে মোট সংক্রমণের সংখ্যা ছাড়ায় 3 কোটি ৷ সেখানে সোমবার, 4 এপ্রিল প্রকাশিত রিপোর্টে সংক্রমণ হাজারের নিচে নামে, যা স্বস্তির খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.