ETV Bharat / bharat

Corona Update in India : তৃতীয় ঢেউয়ে করোনার দৈনিক সংক্রমণ 10 হাজারে - করোনার দৈনিক সংক্রমণ

তৃতীয় ঢেউ এলেও তা দ্বিতীয় ঢেউয়ের মতো মারাত্মক প্রভাব ফেলেনি ৷ নিম্নমুখী করোনা সংক্রমণ (Corona Update in India) ৷

ণorona Cases in India
করোনার দৈনিক সংক্রমণ
author img

By

Published : Feb 27, 2022, 10:07 AM IST

নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি : গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 10 হাজার 273 জন (India reports 10273 fresh COVID19 cases in the last 24 hours) ৷ এর আগে সংখ্যাটা ছিল 11 হাজার 499 ৷

দৈনিক সংক্রমণের হার (Daily positivity rate) 1 শতাংশ ৷ সক্রিয় রোগীর সংখ্যা (Active caseload) 1 লক্ষ 11 হাজার 472, যা মোট সংক্রমণের 0.26 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 20 হাজার 439 জন ৷ এ পর্যন্ত দেশে মোট 4 কোটি 22 লক্ষ 90 হাজার 921 জন করোনা আক্রান্ত সুস্থ হলেন ৷ সুস্থতার হার 98.54 শতাংশ ৷

Corona in India
ভারতে করোনা সংক্রমণ

আরও পড়ুন : Corona Update in Bengal : আড়াইশোর নিচে সংক্রমণ, চব্বিশ ঘণ্টায় মৃত 3

177 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি : গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 10 হাজার 273 জন (India reports 10273 fresh COVID19 cases in the last 24 hours) ৷ এর আগে সংখ্যাটা ছিল 11 হাজার 499 ৷

দৈনিক সংক্রমণের হার (Daily positivity rate) 1 শতাংশ ৷ সক্রিয় রোগীর সংখ্যা (Active caseload) 1 লক্ষ 11 হাজার 472, যা মোট সংক্রমণের 0.26 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 20 হাজার 439 জন ৷ এ পর্যন্ত দেশে মোট 4 কোটি 22 লক্ষ 90 হাজার 921 জন করোনা আক্রান্ত সুস্থ হলেন ৷ সুস্থতার হার 98.54 শতাংশ ৷

Corona in India
ভারতে করোনা সংক্রমণ

আরও পড়ুন : Corona Update in Bengal : আড়াইশোর নিচে সংক্রমণ, চব্বিশ ঘণ্টায় মৃত 3

177 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.