নিউ দিল্লি, 30 মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজকের "মন কি বাত" শুরু করলেন দেশের বর্তমান পরিস্থিতি দিয়ে ৷ একদিকে চলছে কোভিড মোকাবিলার লড়াই আর অন্যদিকে দেশের পূর্ব, পশ্চিম উপকূলে ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতিতে কার্যত বিপর্যস্ত ভারত ৷ তবে, রাজ্যস্তরে আর আঞ্চলিক প্রশাসনও একসঙ্গে ত্রাণকার্য শুরু করেছে বলে আশ্বস্ত করলেন তিনি ৷
- উত্তর প্রদেশের জৌনপুরের দীনেশ উপাধ্যায় হাসপাতালে লিকুইড অক্সিজেনের ট্যাঙ্কার সরবরাহ করেন ৷ তাঁর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী ৷
- করোনা সংক্রমণের লড়াইয়ে জীবন বিপন্ন করে কাজ করছেন চিকিৎসক, নার্সরা ৷ এবার দেশজুড়ে অক্সিজেন সরবরাহের কাজ সহজে ও দ্রুত করতে এই লড়াইয়ে সামিল হয়েছে ভারতীয় রেলওয়ে ৷ মহিলা পরিচালিত অক্সিজেন এক্সপ্রেসের কর্মী শ্রীশার সঙ্গে সরাসরি কথা বলেন মোদি ৷
- করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইটা এতটাই বিরাট যে, স্থল, জল আর আকাশ, এই তিন বাহিনীকে একসঙ্গে কাজ করতে হচ্ছে ৷ বিমানবাহিনীর খালি অক্সিজেন ট্যাঙ্কার পাঠিয়ে দিচ্ছে অক্সিজেন প্ল্যান্টে ৷ সঙ্গে নতুন অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজও সম্পূর্ণ হয়েছে ৷
আরও পড়ুন : হোটেলে টিকাকরণের ব্যবস্থা নিয়মবিরুদ্ধ, জানিয়ে দিল কেন্দ্র
- কোভিড যুদ্ধে মানুষের কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া নিয়ে বিমান বাহিনীর তরফে ক্যাপ্টেন পটনায়েক তাঁর অভিজ্ঞতার কথা জানান ৷
- দেশের প্রত্যন্ত অঞ্চলে মেডিক্যাল অক্সিজেন পৌঁছে দিয়েছে ক্রায়োজেনিক অক্সিজেন ট্যাঙ্কারের ড্রাইভারেরা ৷ এতে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বেঁচেছে ৷
- ভারতে সাধারণত প্রতিদিন 900 মেট্রিক টন লিকুইড মেডিক্যাল অক্সিজেন উৎপাদিত হত ৷ বর্তমানে তা 10 গুণ বেড়ে 9500 মেট্রিক টন হয়েছে ৷
- প্যানডেমিক শুরুর দিকে দেশে একটাই পরীক্ষার ল্যাব ছিল, এখন 2500-রও বেশি সংখ্যক ল্যাব রয়েছে দেশজুড়ে ৷ প্রতিদিন 20 লক্ষেরও বেশি করোনা সংক্রমণের পরীক্ষা হচ্ছে ৷ এখনও পর্যন্ত 33 কোটি নমুনা পরীক্ষিত হয়েছে ৷