ETV Bharat / bharat

PM Modi Lauds Aatmanirbhar Bharat: ভারত আজ আত্মনির্ভর, গোয়া-অরুণাচলের প্রশংসায় প্রধানমন্ত্রী

author img

By

Published : Apr 2, 2023, 3:48 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ইস্পাত উৎপাদন কোম্পানি সেলকে তাদের উৎপাদন ক্ষমতার জন্য অভিনন্দন জানান ৷ পাশাপাশি গোয়ায় সোলার রুফটপ অনলাইন পোর্টাল চালু হয়েছে ৷ আর অরুণাচলপ্রদেশে জল জীবন মিশনের আওতায় প্রত্যন্ত এলাকায় জল পৌঁছেছে ৷ এর জন্য এই কাজের সঙ্গে যুক্ত সকলকেই অভিনন্দন জানান তিনি ৷

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়াদিল্লি, 2 এপ্রিল: ইস্পাত কোম্পানি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পারফরম্যান্সের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মহারত্ন কোম্পানি সেল গত অর্থবর্ষ 2022-23-এ সর্বোচ্চ বার্ষিক উৎপাদন অর্জন করেছে ৷ রবিবার হিন্দিতে টুইট করে নরেন্দ্র মোদি জানান, শুধু স্টিল উৎপাদন নয় ৷ আজ ভারত সব ক্ষেত্রেই আত্মনির্ভর হয়ে উঠছে ৷ সেল গত অর্থবর্ষে 19.4 কোটি টন হট মেটাল এবং 18.2 কোটি টনেরও বেশি অপরিশোধিত ইস্পাতের উৎপাদন করেছে ৷ বার্ষিক হিসেবে, কোম্পানির হট মেটাল উৎপাদন 3.6 শতাংশ এবং অপরিশোধিত ইস্পাত উৎপাদন 5.3 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷

সেলের টুইটটি ট্যাগ করে মোদি লেখেন, "এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন ৷ সেলের উৎপাদনের এই পরিসংখ্যান দেখায় যে আজ শুধু ইস্পাত নয়, ভারত সবক্ষেত্রেই স্বনির্ভরতা অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে ৷" পাশাপাশি তিনি গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের টুইটার হ্যান্ডেলেও একটি প্রশংসাসূচক টুইট করেন ৷ গোয়া সরকারের নব ও পুনর্নবীকরণযোগ্য শক্তি বিভাগের সহযোগিতায় সোলার রুফটপ অনলাইন পোর্টাল গোয়াসোলার.ইন তৈরি করেছে গোয়া এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি ৷ এখানে প্রধানমন্ত্রী মোদি তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এটি সৌর শক্তি ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের পথে একটি ভালো পদক্ষেপ ৷

  • Congratulations to the people of Mizoram for the boost to the state’s growth trajectory through these development works covering various sectors. https://t.co/o36i7crmuD

    — Narendra Modi (@narendramodi) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • इस शानदार उपलब्धि के लिए बहुत बधाई! SAIL का यह उत्पादन बताता है कि स्टील ही नहीं, बल्कि हर क्षेत्र में देश आत्मनिर्भरता की ओर तेजी से कदम बढ़ा रहा हैं। https://t.co/sViusASjss

    — Narendra Modi (@narendramodi) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু আজ জল জীবন মিশনের সাফল্য নিয়ে একটি টুইট করেন ৷ 2019 সালের 15 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পূর্বের এই রাজ্যে এই প্রকল্পের সূচনা করেন ৷ এতে প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছবে ৷ ইতিমধ্যে 75 শতাংশের বেশি সফল হয়েছে এই জল জীবন মিশন ৷ এই প্রকল্পের আওতায় 1.73 লক্ষ গ্রামীণ বাড়িতে পানীয় জল পৌঁছেছে ৷ বন্ধুর ও প্রত্যন্ত অঞ্চলেও জলের সরবরাহ সম্ভব হয়েছে ৷ এর আগে স্থানীয়রা জল বয়ে নিয়ে যেত, যা একপ্রকার চ্য়ালেঞ্জ ৷ তাই মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমি আনন্দিত ৷ সম্মানীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় এটা সফল হয়েছে ৷ আর যাঁরা একে সফল করার প্রচেষ্টায় অংশ নিয়েছিলেন, তাঁদের সকলকে অভিনন্দন ৷"

  • Happy to see tech being leveraged for port-led development and to ensure Ease of Doing Business. https://t.co/eGPV0lD1gR

    — Narendra Modi (@narendramodi) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেমা খাণ্ডুর টুইটার হ্যান্ডেলে প্রতিক্রিয়ায় জানিয়ে লিখেছেন, "জল জীবন মিশন রাজ্যে সফল হয়েছে ৷ এর আওতায় অমৃত মহোৎসবে 75 শতাংশ পরিবার বিশুদ্ধ জল পাচ্ছে ৷ বিশেষত অরুণাচল প্রদেশের প্রত্যন্ত পাহাড়ি এলাকাগুলিতে জল পৌঁছেছে ৷ যাঁরা এটা সরবরাহ করেছেন, তাঁদের অভিনন্দন এবং বাকি কাজ সম্পূর্ণ করার জন্য শুভেচ্ছা রইল ।"

  • 75% coverage in the time of Amrit Mahotsav is commendable, keeping in mind the difficult terrain in parts of Arunachal Pradesh. Compliments to the team delivering this and best wishes to complete the remaining part. https://t.co/O1vR3ew1Wp

    — Narendra Modi (@narendramodi) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'আপনার ভাবমূর্তি নষ্ট করতে কারা সুপারি দিয়েছেন ?' মোদিকে প্রশ্ন সিব্বলের

নয়াদিল্লি, 2 এপ্রিল: ইস্পাত কোম্পানি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পারফরম্যান্সের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মহারত্ন কোম্পানি সেল গত অর্থবর্ষ 2022-23-এ সর্বোচ্চ বার্ষিক উৎপাদন অর্জন করেছে ৷ রবিবার হিন্দিতে টুইট করে নরেন্দ্র মোদি জানান, শুধু স্টিল উৎপাদন নয় ৷ আজ ভারত সব ক্ষেত্রেই আত্মনির্ভর হয়ে উঠছে ৷ সেল গত অর্থবর্ষে 19.4 কোটি টন হট মেটাল এবং 18.2 কোটি টনেরও বেশি অপরিশোধিত ইস্পাতের উৎপাদন করেছে ৷ বার্ষিক হিসেবে, কোম্পানির হট মেটাল উৎপাদন 3.6 শতাংশ এবং অপরিশোধিত ইস্পাত উৎপাদন 5.3 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷

সেলের টুইটটি ট্যাগ করে মোদি লেখেন, "এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন ৷ সেলের উৎপাদনের এই পরিসংখ্যান দেখায় যে আজ শুধু ইস্পাত নয়, ভারত সবক্ষেত্রেই স্বনির্ভরতা অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে ৷" পাশাপাশি তিনি গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের টুইটার হ্যান্ডেলেও একটি প্রশংসাসূচক টুইট করেন ৷ গোয়া সরকারের নব ও পুনর্নবীকরণযোগ্য শক্তি বিভাগের সহযোগিতায় সোলার রুফটপ অনলাইন পোর্টাল গোয়াসোলার.ইন তৈরি করেছে গোয়া এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি ৷ এখানে প্রধানমন্ত্রী মোদি তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এটি সৌর শক্তি ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের পথে একটি ভালো পদক্ষেপ ৷

  • Congratulations to the people of Mizoram for the boost to the state’s growth trajectory through these development works covering various sectors. https://t.co/o36i7crmuD

    — Narendra Modi (@narendramodi) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • इस शानदार उपलब्धि के लिए बहुत बधाई! SAIL का यह उत्पादन बताता है कि स्टील ही नहीं, बल्कि हर क्षेत्र में देश आत्मनिर्भरता की ओर तेजी से कदम बढ़ा रहा हैं। https://t.co/sViusASjss

    — Narendra Modi (@narendramodi) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু আজ জল জীবন মিশনের সাফল্য নিয়ে একটি টুইট করেন ৷ 2019 সালের 15 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পূর্বের এই রাজ্যে এই প্রকল্পের সূচনা করেন ৷ এতে প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছবে ৷ ইতিমধ্যে 75 শতাংশের বেশি সফল হয়েছে এই জল জীবন মিশন ৷ এই প্রকল্পের আওতায় 1.73 লক্ষ গ্রামীণ বাড়িতে পানীয় জল পৌঁছেছে ৷ বন্ধুর ও প্রত্যন্ত অঞ্চলেও জলের সরবরাহ সম্ভব হয়েছে ৷ এর আগে স্থানীয়রা জল বয়ে নিয়ে যেত, যা একপ্রকার চ্য়ালেঞ্জ ৷ তাই মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমি আনন্দিত ৷ সম্মানীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় এটা সফল হয়েছে ৷ আর যাঁরা একে সফল করার প্রচেষ্টায় অংশ নিয়েছিলেন, তাঁদের সকলকে অভিনন্দন ৷"

  • Happy to see tech being leveraged for port-led development and to ensure Ease of Doing Business. https://t.co/eGPV0lD1gR

    — Narendra Modi (@narendramodi) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেমা খাণ্ডুর টুইটার হ্যান্ডেলে প্রতিক্রিয়ায় জানিয়ে লিখেছেন, "জল জীবন মিশন রাজ্যে সফল হয়েছে ৷ এর আওতায় অমৃত মহোৎসবে 75 শতাংশ পরিবার বিশুদ্ধ জল পাচ্ছে ৷ বিশেষত অরুণাচল প্রদেশের প্রত্যন্ত পাহাড়ি এলাকাগুলিতে জল পৌঁছেছে ৷ যাঁরা এটা সরবরাহ করেছেন, তাঁদের অভিনন্দন এবং বাকি কাজ সম্পূর্ণ করার জন্য শুভেচ্ছা রইল ।"

  • 75% coverage in the time of Amrit Mahotsav is commendable, keeping in mind the difficult terrain in parts of Arunachal Pradesh. Compliments to the team delivering this and best wishes to complete the remaining part. https://t.co/O1vR3ew1Wp

    — Narendra Modi (@narendramodi) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'আপনার ভাবমূর্তি নষ্ট করতে কারা সুপারি দিয়েছেন ?' মোদিকে প্রশ্ন সিব্বলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.