হায়দরাবাদ, 30 অগস্ট : ভারত এই ‘‘উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি’’ ৷ তাই ভারতের সঙ্গে ‘‘অতীতের মতো’’ সদভাব বজায় রেখেই এগোতে চায় আফগানিস্তানের তালিবান শাসকরা ৷ এমনকী, আফগানিস্তানের সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং বাণিজ্যিক উন্নতির ক্ষেত্রেও নয়াদিল্লিকে পাশে চায় তারা ৷ গত 15 অগস্ট কাবুল দখলের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করল তালিবান ৷ তাদের দাবি, নয়াদিল্লির সঙ্গে আপাতত কোনও সংঘাতে যেতে চায় না তালিবান নেতৃত্ব ৷
আরও পড়ুন : UNSC Drops Taliban: লোকসঙ্গীত শিল্পীকে হত্যা, সন্ত্রাস বিবৃতি থেকে তালিবান বাদ দিল রাষ্ট্রসংঘ
আফগানিস্তানে তালিবানের পুনরুত্থানের পর থেকেই কার্যত এই জঙ্গিগোষ্ঠীর গুণগানে মেতেছে চিন, পাকিস্তানের মতো কিছু দেশ ৷ স্বাভাবিকভাবেই ভারত সেই পথে হাঁটেনি ৷ অন্যদিকে, ভারতের সঙ্গে তালিবানের তোষণ ও পোষণকারী চিন বা পাকিস্তানের সম্পর্কও দিন দিন খারাপ হচ্ছে ৷ এই অবস্থায় এখনও পর্যন্ত আফগানিস্তানে তালিবানের পুনরুত্থানকে জঙ্গি হামলা হিসাবেই দেখছে নয়াদিল্লি ৷ আগামী দিনে সেই ভাবনায় কোনও পরিবর্তন আসে কিনা, এখনই তা বলা সম্ভব নয় ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, ভারত তার অবস্থান স্পষ্ট করতে আরও কিছুটা সময় নিতে পারে ৷ পরিস্থিতি বুঝেই নেওয়া হতে পারে সিদ্ধান্ত ৷
কাতারের রাজধানী দোহা থেকে তালিবানের লিখিত বার্তা পাঠ করেন শের মহম্মদ আব্বাস স্ত্যানেকজ়াই (Sher Mohammad Abbas Stanekzai) ৷ বর্তমানে তিনিই তালিবান কার্যালয়ের ডেপুটি প্রধান ৷ তাছাড়া, 1996 সালে আফগানিস্তানে যে কেয়ারটেকার সরকার গঠিত হয়েছিল, তার সহকারী বিদেশমন্ত্রীও ছিলেন এই শের মহম্মদ আব্বাস স্ত্যানেকজ়াই ৷ সেখানেই তিনি বলেন, ‘‘উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হল ভারত’’ ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, তালিবানের এই অবস্থানে কিছুটা হলেও ব্যাকফুটে চলে গেল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ৷
আরও পড়ুন : Rajnath Singh: ছায়াযুদ্ধ চালাচ্ছে পাকিস্তান ! কাবুল প্রশ্নে কৌশল বদলের ভাবনা দিল্লির
46 মিনিটের ওই ভিডিয়ো বার্তাটি সম্প্রচারিত হয় গত শনিবার ৷ সেখানে শের মহম্মদকে বলতে শোনা যায়, ‘‘এই উপমহাদেশে ভারত অতন্যম গুরুত্বপূর্ণ শক্তি ৷ আমরা ভারতের সঙ্গে আগের মতোই সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে চলতে চাই ৷’’ এর পাশাপাশি শের মহম্মদ বলেন, ‘‘ভারতের সঙ্গে এতদিন যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিল, তা আমরা অটুট রাখতে চাই ৷ এই বিষয়ে আগামী দিনে যাতে আরও অগ্রসর হওয়া যায়, সেদিকেই আমাদের নজর থাকবে ৷ পাকিস্তানের মধ্যে দিয়ে ভারতের সঙ্গে চলা দ্বিপাক্ষিক বাণিজ্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ ভারতের সঙ্গে আকাশপথে বাণিজ্যের সুযোগও এখনও খোলা রয়েছে ৷’’