ETV Bharat / bharat

NSA meeting of SCO: জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে বক্তব্য রাখবেন ডোভাল, অংশ নেবে পাকিস্তান

এসসিওর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সভায় পাকিস্তানও অংশ নেবে (NSA meeting of SCO) । এরপর 27-29 এপ্রিল প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক হবে ৷ 4 ও 5 মে গোয়ায় পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক হবে ।

author img

By

Published : Mar 29, 2023, 10:57 PM IST

NSA meeting of SCO
জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক

নয়াদিল্লি, 29 মার্চ: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (Shanghai Cooperation Organisation) বৈঠকের আয়োজক ভারত (India hosting SCO National Security Advisors meeting) । ভারত বর্তমানে এই বৈঠকের সভাপতিত্ব করছে । বুধবার দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisors) এবং শীর্ষ কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে । ওই বৈঠকে উদ্বোধনী ভাষণ দেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (NSA Ajit Doval)। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সভায় পাকিস্তানও অংশ নেবে । তবে কোন মাধ্যমে বৈঠকে অংশ নেবেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তা এখনও ঠিক হয়নি ।

রুশ নিরাপত্তা পরিষদের তথ্য অনুযায়ী, রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভও এই বৈঠকে অংশ নেবেন । এর পরে 27-29 এপ্রিলের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রীদের পরবর্তী গুরুত্বপূর্ণ এসসিও বৈঠক হবে । দিল্লিতেও এই বৈঠক হবে । প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের পর 4 ও 5 মে গোয়ায় পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক হবে। এসসিও সদস্য দেশগুলির পররাষ্ট্র মন্ত্রীরা ওই বৈঠকে অংশ নেবেন ।

প্রসঙ্গত, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছিল । এটি আটটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত ৷ সদস্য রাষ্ট্রগুলি হল ভারত, চিন, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তান । ভারত 9 জুন 2017 তারিখে এসসিও-এর পূর্ণ সদস্য হয় । এর মধ্যে রয়েছে চারটি পর্যবেক্ষক রাষ্ট্র যেমন আফগানিস্তান, বেলারুশ, ইরান এবং মঙ্গোলিয়া রয়েছে ৷ ছয়টি মিডিয়া পার্টনার - আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা এবং তুরস্ক ।

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনকে একটি প্রধান আঞ্চলিক শক্তিঘর হিসাবে দেখা হয় । যা দুই দশক ধরে সদস্য দেশগুলির মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক সহযোগিতা বাড়াতে কাজ করে যাচ্ছে । এসসিওর আটটি সদস্য রাষ্ট্র বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 42 শতাংশ এবং বৈশ্বিক জিডিপির 25 শতাংশ প্রতিনিধিত্ব করে ।

আরও পড়ুন: চিন-ভারত সীমান্ত বিবাদের ছায়া জি-20 বৈঠকে, অরুণাচলের মিটিং এড়াল চিন

নয়াদিল্লি, 29 মার্চ: সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (Shanghai Cooperation Organisation) বৈঠকের আয়োজক ভারত (India hosting SCO National Security Advisors meeting) । ভারত বর্তমানে এই বৈঠকের সভাপতিত্ব করছে । বুধবার দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisors) এবং শীর্ষ কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে । ওই বৈঠকে উদ্বোধনী ভাষণ দেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (NSA Ajit Doval)। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সভায় পাকিস্তানও অংশ নেবে । তবে কোন মাধ্যমে বৈঠকে অংশ নেবেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তা এখনও ঠিক হয়নি ।

রুশ নিরাপত্তা পরিষদের তথ্য অনুযায়ী, রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভও এই বৈঠকে অংশ নেবেন । এর পরে 27-29 এপ্রিলের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রীদের পরবর্তী গুরুত্বপূর্ণ এসসিও বৈঠক হবে । দিল্লিতেও এই বৈঠক হবে । প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের পর 4 ও 5 মে গোয়ায় পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক হবে। এসসিও সদস্য দেশগুলির পররাষ্ট্র মন্ত্রীরা ওই বৈঠকে অংশ নেবেন ।

প্রসঙ্গত, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছিল । এটি আটটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত ৷ সদস্য রাষ্ট্রগুলি হল ভারত, চিন, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তান । ভারত 9 জুন 2017 তারিখে এসসিও-এর পূর্ণ সদস্য হয় । এর মধ্যে রয়েছে চারটি পর্যবেক্ষক রাষ্ট্র যেমন আফগানিস্তান, বেলারুশ, ইরান এবং মঙ্গোলিয়া রয়েছে ৷ ছয়টি মিডিয়া পার্টনার - আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা এবং তুরস্ক ।

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনকে একটি প্রধান আঞ্চলিক শক্তিঘর হিসাবে দেখা হয় । যা দুই দশক ধরে সদস্য দেশগুলির মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক সহযোগিতা বাড়াতে কাজ করে যাচ্ছে । এসসিওর আটটি সদস্য রাষ্ট্র বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 42 শতাংশ এবং বৈশ্বিক জিডিপির 25 শতাংশ প্রতিনিধিত্ব করে ।

আরও পড়ুন: চিন-ভারত সীমান্ত বিবাদের ছায়া জি-20 বৈঠকে, অরুণাচলের মিটিং এড়াল চিন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.