ETV Bharat / bharat

বিদেশ থেকে 3 লাখ রেমডিসিভির, 4668 ভেন্টিলেটর পেয়েছে ভারত

author img

By

Published : May 10, 2021, 5:39 PM IST

বিভিন্ন দেশ থেকে 3 লাখ রেমডিসিভির ভায়াল, 6,738 অক্সিজেন কনসেন্ট্রেটর, 3,856 অক্সিজেন সিলিন্ডার ও 16টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট পেয়েছে ভারত ৷

india-got-3l-remdesivir-vials-over-6k-o2-concentrators-from-abroad
বিদেশ থেকে 3 লাখ রেমডিসিভির, 4,668 ভেন্টিলেটর পেয়েছে ভারত

নয়াদিল্লি, 10 মে: গত 13 দিনে আন্তর্জাতিক মহল থেকে তিন লাখ রেমডিসিভির ভায়াল, 6,738 অক্সিজেন কনসেন্ট্রেটর, 3,856 অক্সিজেন সিলিন্ডার ও 16 টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট পেয়েছে ভারত ৷ একটি সরকারি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে ৷

27 এপ্রিল থেকে 8 মে মোট 4,668 ভেন্টিলেটর বা বাইপ্যাপ ভারতে এসেছে ৷ শনিবারই কানাডা, থাইল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, কেচ রিপাবলিক, ইজ়রায়েল, আমেরিকা, জাপান, মালয়েশিয়া ও থাইল্যান্ডের ভারতীয়রা 2,404 অক্সিজেন কনসেন্ট্রেটর, 25,000 রেমডিসিভির ভায়াল, 218 ভেন্টিলেটর ও 6,92,208 টেস্টিং কিট ভারতে পাঠিয়েছে ৷

আরও পড়ুন: গণতন্ত্র নেই, তাই বিরোধী দলনেতা হলেও মন ভাল নেই শুভেন্দুর

কোভিড ত্রাণ কী কী আসছে, তার হিসেব রাখতে ও বিভিন্ন দেশের সঙ্গে এ ব্যাপারে আলোচনা চালাতে একটি কো-অর্ডিনেশন সেল গঠন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷ 26 এপ্রিল থেকে এই সেল কাজ করা শুরু করেছে ৷

নয়াদিল্লি, 10 মে: গত 13 দিনে আন্তর্জাতিক মহল থেকে তিন লাখ রেমডিসিভির ভায়াল, 6,738 অক্সিজেন কনসেন্ট্রেটর, 3,856 অক্সিজেন সিলিন্ডার ও 16 টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট পেয়েছে ভারত ৷ একটি সরকারি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে ৷

27 এপ্রিল থেকে 8 মে মোট 4,668 ভেন্টিলেটর বা বাইপ্যাপ ভারতে এসেছে ৷ শনিবারই কানাডা, থাইল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, কেচ রিপাবলিক, ইজ়রায়েল, আমেরিকা, জাপান, মালয়েশিয়া ও থাইল্যান্ডের ভারতীয়রা 2,404 অক্সিজেন কনসেন্ট্রেটর, 25,000 রেমডিসিভির ভায়াল, 218 ভেন্টিলেটর ও 6,92,208 টেস্টিং কিট ভারতে পাঠিয়েছে ৷

আরও পড়ুন: গণতন্ত্র নেই, তাই বিরোধী দলনেতা হলেও মন ভাল নেই শুভেন্দুর

কোভিড ত্রাণ কী কী আসছে, তার হিসেব রাখতে ও বিভিন্ন দেশের সঙ্গে এ ব্যাপারে আলোচনা চালাতে একটি কো-অর্ডিনেশন সেল গঠন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷ 26 এপ্রিল থেকে এই সেল কাজ করা শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.