নয়াদিল্লি, 10 মে : করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ মাত্রা ছাড়াতেই বিশ্বের বিভিন্ন দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতের উদ্দেশ্যে ৷ আর তার ফলে এখনও পর্যন্ত ভারতে এসে পৌঁছেছে 3 লক্ষ রেমডিসিভির, 6 হাজার 738 টি অক্সিজেন কনসেন্ট্রেটর, 3 হাজার 856 টি অক্সিজেন সিলিন্ডার এবং 16 টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট ৷ রবিবার সরকারি ভাবে বিবৃতি জারি করে এই তথ্য দেওয়া হয়েছে ৷ আর এই গুলি মাত্র 13 দিনে ভারতে এসে পৌঁছেছে বলে ওই বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে ৷
এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সরঞ্জাম এসেছে কানাডা, থাইল্যান্ড, নেদারল্যান্ড, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, ইজরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, মালেশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের ভারতীয় সম্প্রদায় ৷ বিদেশ থেকে চিকিৎসা সংক্রান্ত যে সরঞ্জামগুলি আনা হচ্ছে, তা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি কো-অর্ডিনেশন সেল তৈরি করা হয়েছে ৷ গত 26 এপ্রিল থেকে এই সেল কাজ শুরু করেছে ৷ এই নিয়ে কেন্দ্রের তরফে গত 2 মে একটি এসওপি-ও তৈরি করা হয়েছে ৷
আরও পড়ুন : অক্সিজেন সরবরাহ সুনিশ্চিত করতে ন্যাশনাল টাস্ক ফোর্সের প্রথম বৈঠক হল রবিবার
ওই বিবৃতি অনুযায়ী, বিদেশ থেকে চিকিৎসা সংক্রান্ত যে সরঞ্জামগুলি আসছে, তা যাতে ঠিকমতো বণ্টন করা হয়, সেই জন্য কেন্দ্রের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতিতে এইমসের ডিরেক্টর অধ্যাপক রণদীপ গুলেরিয়া অন্যান্য দেশকে ধন্যবাদ জানিয়েছেন ৷