ETV Bharat / bharat

Indian Economy : চলতি অর্থবর্ষে ভারতের সম্ভাব্য বৃদ্ধির হার 8.3 শতাংশ, রিপোর্ট বিশ্ব ব্যাঙ্কের - Hans Timmer

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটিয়ে উঠছে ভারতের অর্থনীতি ৷ বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট বলছে, 2021-22 অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার থাকবে 8.3 শতাংশ ৷ যা আগের পূর্বাভাসের তুলনায় কম হলেও এই প্রবণতা যথেষ্ট ইতিবাচক বলেই মত বিশেষজ্ঞদের ৷

India expected to grow by 8.3 per cent in 2021-22, says World Bank
Indian Economy : চলতি অর্থবর্ষে ভারতের সম্ভাব্য বৃদ্ধির হার 8.3 শতাংশ, রিপোর্ট বিশ্ব ব্যাঙ্কের
author img

By

Published : Oct 8, 2021, 8:03 PM IST

ওয়াশিংটন, 8 অক্টোবর : 2021-22 অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার থাকবে 8.3 শতাংশ ৷ তাদের সর্বশেষ রিপোর্টে এমনটাই দাবি করেছে বিশ্ব ব্যাঙ্ক (World Bank) ৷ তাদের তরফে জানানো হয়েছে, ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে ৷ বেসরকারি বিনিয়োগ বাড়ায় এবং উৎপাদন ক্ষেত্র চাঙ্গা হওয়াতেই ক্রমশ ছন্দে ফিরছে দেশের অর্থনীতি ৷ তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের আগে 2021-22 অর্থবর্ষের সম্ভাব্য বৃদ্ধির হার নিয়ে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তা 8.3 শতাংশের থেকেও বেশি ছিল ৷

আরও পড়ুন : Indian Economy : এই দশকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি সাত শতাংশের বেশি, দাবি অর্থনৈতিক পরামর্শদাতার

দক্ষিণ এশিয়ায় বিশ্ব ব্যাঙ্কের প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার (Hans Timmer) এই প্রসঙ্গে সাংবাদিকদের জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় প্রথম দফার ক্ষতি মোকাবিলা করার প্রক্রিয়া সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায় ৷ এমনকী, বেশ কয়েকটি ক্ষেত্রে বৃদ্ধির হার দ্রুত গতিতে নামতে থাকে ৷ হ্যান্স মনে করেন, ‘‘করোনাকালে গত বছরের বিপর্যয়ের পর 8.3 শতাংশ বৃদ্ধির হার আপাতদৃষ্টিতে খুব বড় সাফল্য বলে মনে নাও হতে পারে ৷ কিন্তু আমার মনে হয়, এই প্রবণতা যথেষ্ট ইতিবাচক ৷ মারাত্মক দ্বিতীয় ঢেউ এবং স্বাস্থ্য ক্ষেত্রে বিপর্যয়ের পর বৃদ্ধির এই হার যথেষ্ট ভাল ৷’’

উল্লেখ্য, গত 31 মার্চ বিশ্ব ব্যাঙ্ক তাদের রিপোর্টে জানিয়েছিল 2021-22 অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার 7.5 শতাংশ থেকে 12.5 শতাংশ পর্যন্ত হতে পারে ৷ কিন্তু এরপরই চলতি বছরের এপ্রিল-মে মাস নাগাদ ভারতে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ ৷ একটা সময় প্রতিদিন গড়ে 3 লক্ষ মানুষ আক্রান্ত হন ভয়ঙ্কর ভাইরাসে ৷ হাসপাতালে শয্যা এবং অক্সিজেন পেতে শুরু হয় হাহাকার ৷

আরও পড়ুন : Amazon India: উৎসবের মরসুমে দেশে 1.1 লাখ+ মরশুমি কর্মী নিয়োগ অ্যামাজনের

কিন্তু এই ঘটনার পরও নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ভারতের অর্থনীতি ৷ তবে সংশয় ও আশঙ্কার অবকাশ যে একেবারেই কেটে গিয়েছে, তেমনটা কিন্তু নয় ৷ এই প্রসঙ্গে হ্যান্স বলেন, ‘‘আমাদের এখনও মনে হচ্ছে, আমরা যথেষ্ট অনিশ্চয়তার মুখোমুখি দাঁড়িয়ে আছি ৷ ভারতীয় অর্থনীতির বিশ্লেষণের ক্ষেত্রে এখনও বৃহৎ পরিসরে হিসেব-নিকেশ করছি ৷ তবে সময় যত এগোবে, ততই এই অনিশ্চয়তা কাটবে ৷

ওয়াশিংটন, 8 অক্টোবর : 2021-22 অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার থাকবে 8.3 শতাংশ ৷ তাদের সর্বশেষ রিপোর্টে এমনটাই দাবি করেছে বিশ্ব ব্যাঙ্ক (World Bank) ৷ তাদের তরফে জানানো হয়েছে, ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে ৷ বেসরকারি বিনিয়োগ বাড়ায় এবং উৎপাদন ক্ষেত্র চাঙ্গা হওয়াতেই ক্রমশ ছন্দে ফিরছে দেশের অর্থনীতি ৷ তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের আগে 2021-22 অর্থবর্ষের সম্ভাব্য বৃদ্ধির হার নিয়ে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তা 8.3 শতাংশের থেকেও বেশি ছিল ৷

আরও পড়ুন : Indian Economy : এই দশকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি সাত শতাংশের বেশি, দাবি অর্থনৈতিক পরামর্শদাতার

দক্ষিণ এশিয়ায় বিশ্ব ব্যাঙ্কের প্রধান অর্থনীতিবিদ হ্যান্স টিমার (Hans Timmer) এই প্রসঙ্গে সাংবাদিকদের জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় প্রথম দফার ক্ষতি মোকাবিলা করার প্রক্রিয়া সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায় ৷ এমনকী, বেশ কয়েকটি ক্ষেত্রে বৃদ্ধির হার দ্রুত গতিতে নামতে থাকে ৷ হ্যান্স মনে করেন, ‘‘করোনাকালে গত বছরের বিপর্যয়ের পর 8.3 শতাংশ বৃদ্ধির হার আপাতদৃষ্টিতে খুব বড় সাফল্য বলে মনে নাও হতে পারে ৷ কিন্তু আমার মনে হয়, এই প্রবণতা যথেষ্ট ইতিবাচক ৷ মারাত্মক দ্বিতীয় ঢেউ এবং স্বাস্থ্য ক্ষেত্রে বিপর্যয়ের পর বৃদ্ধির এই হার যথেষ্ট ভাল ৷’’

উল্লেখ্য, গত 31 মার্চ বিশ্ব ব্যাঙ্ক তাদের রিপোর্টে জানিয়েছিল 2021-22 অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হার 7.5 শতাংশ থেকে 12.5 শতাংশ পর্যন্ত হতে পারে ৷ কিন্তু এরপরই চলতি বছরের এপ্রিল-মে মাস নাগাদ ভারতে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ ৷ একটা সময় প্রতিদিন গড়ে 3 লক্ষ মানুষ আক্রান্ত হন ভয়ঙ্কর ভাইরাসে ৷ হাসপাতালে শয্যা এবং অক্সিজেন পেতে শুরু হয় হাহাকার ৷

আরও পড়ুন : Amazon India: উৎসবের মরসুমে দেশে 1.1 লাখ+ মরশুমি কর্মী নিয়োগ অ্যামাজনের

কিন্তু এই ঘটনার পরও নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ভারতের অর্থনীতি ৷ তবে সংশয় ও আশঙ্কার অবকাশ যে একেবারেই কেটে গিয়েছে, তেমনটা কিন্তু নয় ৷ এই প্রসঙ্গে হ্যান্স বলেন, ‘‘আমাদের এখনও মনে হচ্ছে, আমরা যথেষ্ট অনিশ্চয়তার মুখোমুখি দাঁড়িয়ে আছি ৷ ভারতীয় অর্থনীতির বিশ্লেষণের ক্ষেত্রে এখনও বৃহৎ পরিসরে হিসেব-নিকেশ করছি ৷ তবে সময় যত এগোবে, ততই এই অনিশ্চয়তা কাটবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.