ETV Bharat / bharat

যে কোনও কঠিন পরিস্থিতির মোকাবিলায় তৈরি দেশ : মোদি - নরেন্দ্র মোদি

এনসিসি-র একটি পথসভায় যোগ দিয়ে আত্মনির্ভর ভারতের ক্ষমতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, যে কোনও কঠিন পরিস্থিতির মোকাবিলায় তৈরি দেশ।

India capable of meeting all challenges: PM Modi
এনসিসি-র অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
author img

By

Published : Jan 28, 2021, 4:31 PM IST

দিল্লি, 28 জানুয়ারি : কোরোনা ভাইরাসই হোক বা সীমান্ত সমস্যা - যে কোনও কঠিন পরিস্থিতির মোকাবিলা করার জন্য যাবতীয় ব্যবস্থা নিতে সক্ষম ভারত। গত বছরই দেশ এটা দেখিয়ে দিয়েছে। বৃহস্পতিবার এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ন্যাশনাল ক্যাডেট কর্পসের একটি পথসভায় মোদি বলেন, সর্বক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে ভারত। এ প্রসঙ্গে তিনি তুলে ধরেন, কোরোনা টিকা আবিষ্কারের কথা। মোদি বলেন, ''টিকার সুরক্ষিত ঢাল তৈরি করাই হোক বা যারা ভারতের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তাদের অত্যাধুনিক মিজ়াইল দিয়ে ধ্বংস করে দেওয়া, সর্ব ক্ষেত্রে যোগ্য এই দেশ।''

মোদির কথায়, ভারত একদিকে যেমন কোরোনা টিকার ক্ষেত্রে আত্মনির্ভর, তেমনই সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক করে তুলতেও সচেষ্ট। দেশের সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা যাতে সেরা হয়ে ওঠে, সে জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে দেশের দুরন্ত ওয়ার মেশিন রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

ভারতে আসার পথে মাঝ-আকাশে রাফালে জ্বালানি ভরা প্রসঙ্গে মোদি বলেন, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব ও গ্রিস এ ব্যাপারে সাহায্য করেছিল। এর থেকেই বোঝা যায় যে, উপসাগরীয় দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক কতটা উন্নত হয়েছে।

আরও পড়ুন: 'কেন্দ্রের উস্কানিতেই সাধারণতন্ত্র দিবসে হিংসা ছড়ায় কৃষকদের বিক্ষোভে'

প্রধানমন্ত্রীর দাবি, ''খুব শিগগিরই ভারত প্রতিরক্ষা সরঞ্জামের বড় উত্‍‌পাদক হিসেবে নিজেদের তুলে ধরবে।''

দিল্লি, 28 জানুয়ারি : কোরোনা ভাইরাসই হোক বা সীমান্ত সমস্যা - যে কোনও কঠিন পরিস্থিতির মোকাবিলা করার জন্য যাবতীয় ব্যবস্থা নিতে সক্ষম ভারত। গত বছরই দেশ এটা দেখিয়ে দিয়েছে। বৃহস্পতিবার এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ন্যাশনাল ক্যাডেট কর্পসের একটি পথসভায় মোদি বলেন, সর্বক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে ভারত। এ প্রসঙ্গে তিনি তুলে ধরেন, কোরোনা টিকা আবিষ্কারের কথা। মোদি বলেন, ''টিকার সুরক্ষিত ঢাল তৈরি করাই হোক বা যারা ভারতের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তাদের অত্যাধুনিক মিজ়াইল দিয়ে ধ্বংস করে দেওয়া, সর্ব ক্ষেত্রে যোগ্য এই দেশ।''

মোদির কথায়, ভারত একদিকে যেমন কোরোনা টিকার ক্ষেত্রে আত্মনির্ভর, তেমনই সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক করে তুলতেও সচেষ্ট। দেশের সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা যাতে সেরা হয়ে ওঠে, সে জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে দেশের দুরন্ত ওয়ার মেশিন রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

ভারতে আসার পথে মাঝ-আকাশে রাফালে জ্বালানি ভরা প্রসঙ্গে মোদি বলেন, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব ও গ্রিস এ ব্যাপারে সাহায্য করেছিল। এর থেকেই বোঝা যায় যে, উপসাগরীয় দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক কতটা উন্নত হয়েছে।

আরও পড়ুন: 'কেন্দ্রের উস্কানিতেই সাধারণতন্ত্র দিবসে হিংসা ছড়ায় কৃষকদের বিক্ষোভে'

প্রধানমন্ত্রীর দাবি, ''খুব শিগগিরই ভারত প্রতিরক্ষা সরঞ্জামের বড় উত্‍‌পাদক হিসেবে নিজেদের তুলে ধরবে।''

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.