নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: সংসদে শুরু হয়েছে বিশেষ অধিবেশন ৷ সেই অধিবেশনে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের রণকৌশল নিয়ে বৈঠক হল নয়াদিল্লিতে ৷ সোমবার সকালে নয়াদিল্লিতে এই বৈঠক হয় ৷ পরে সেই বৈঠকের কিছু অংশের একটি ভিডিয়ো পোস্ট করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ সেখানে তিনি লেখেন, ‘ইন্ডিয়া’ জোটের দলগুলি সংসদের এই বিশেষ অধিবেশনে জনমুখী বিষয় নিয়ে আলোচনা করার জন্য উন্মুখ হয়ে রয়েছে ।
এ দিন বেলা 11টা 5 মিনিট নাগাদ এক্স হ্যান্ডেলে ওই পোস্ট করেন রাজ্যসভার বিরোধী দলনেতা ৷ সেখানে তিনি আরও লেখেন, ‘‘আমরা আন্তরিকভাবে আশা করি সরকার জনগণের ইচ্ছা ও তাদের অগণিত আশা-আকাঙ্খাকে সম্মান করবে ।’’ একই সঙ্গে তিনি জানান যে সরকারকে জনগণের কাছে জবাবদিহি করানোর পরিস্থিতি তৈরি করতে বিরোধীরা বদ্ধপরিকর রয়েছে ৷
পুরো পোস্টের শেষে ইদানীং বিরোধী জোটের নেতাদের মুখে যে স্লোগান শোনা যাচ্ছে, সেটাই লিখেছেন ৷ আর তা হল - ‘জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া’ ৷ যার অর্থ - ‘জুড়বে ভারত, জিতবে ইন্ডিয়া’ ৷
ওই পোস্টে মল্লিকার্জুন খাড়গে যে ভিডিয়োটি পোস্ট করেছেন, সেখানে ইন্ডিয়া জোটের একাধিক নেতাকে দেখা গিয়েছে ৷ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী, সাংসদ জয়রাম রমেশ ও মণীশ তিওয়ারি, তৃণমূল কংগ্রেসের তরফে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার-সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন ৷
-
INDIA parties look forward to discussing and deliberate on people-centric issues in this special session of the Parliament.
— Mallikarjun Kharge (@kharge) September 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
We sincerely hope that the government would respect the will of the people and their countless aspirations.
We are determined to make the government… pic.twitter.com/lDbWlfXfVd
">INDIA parties look forward to discussing and deliberate on people-centric issues in this special session of the Parliament.
— Mallikarjun Kharge (@kharge) September 18, 2023
We sincerely hope that the government would respect the will of the people and their countless aspirations.
We are determined to make the government… pic.twitter.com/lDbWlfXfVdINDIA parties look forward to discussing and deliberate on people-centric issues in this special session of the Parliament.
— Mallikarjun Kharge (@kharge) September 18, 2023
We sincerely hope that the government would respect the will of the people and their countless aspirations.
We are determined to make the government… pic.twitter.com/lDbWlfXfVd
উল্লেখ্য, আজ সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বিশেষ অধিবেশন ৷ চলবে আগামী শুক্রবার (22 সেপ্টেম্বর) পর্যন্ত ৷ আজ সংসদের পুরনো ভবনে বসেছে অধিবেশন ৷ পুরনো ভবনে এ দিনই শেষবার সংসদের অধিবেশন বসল ৷ আগামিকাল, মঙ্গলবার থেকে সংসদের অধিবেশন বসবে নতুন ভবনে ৷ তার পর আরও তিনদিন চলবে এই অধিবেশন ৷ সেখানে অন্তত চারটি বিল পাশ করানো হতে পারে বলে সরকারি সূত্র থেকে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: জোটের পরিধি বাড়ানোর পক্ষে সওয়াল করেও 'ইন্ডিয়া'র সাংগঠনিক কাঠামো নিয়ে সতর্ক সিপিএম
যদিও বিরোধীদের দাবি, সরকারে এই অধিবেশনে কী কী বিল বা প্রস্তাব আনতে পারে, তা নিয়ে এখনও কিছু স্পষ্ট করেনি ৷ তারা বারবার এই বিষয়টি স্পষ্ট করার দাবি জানিয়ে আসছে ৷ ফলে শেষ পর্যন্ত এই বিশেষ অধিবেশন দেশের রাজনীতির পরবর্তী অধ্যয়ে ঠিক কী প্রভাব ফেলে, সেটাই দেখার !