নয়াদিল্লি, 17 ডিসেম্বর: ভারত নিজেদের মহাশক্তিধর (Super Power) হিসেবে গড়তে তুলতে চায় ৷ আর সারা বিশ্বের কল্যাণের জন্য কাজ করতে চায় মহাশক্তিধর হিসেবে ৷ শনিবার এমনই জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) ৷ একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ‘‘অন্য দেশগুলিতে আধিপত্য বিস্তার করার বা অন্য কোনও দেশের এক ইঞ্চি জমি দখলের ইচ্ছা আমাদের কখনোই থাকবে না ।’’
এদিন দেশের রাজধানী নয়াদিল্লিতে ফিকি (FCCI)-এর বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ক্য়াবিনেটের এই সদস্য ৷ সেখানে তিনি ভাষণ দেন ৷ সেই ভাষণেই এই কথা বলেছেন ৷ আদতে তিনি চিনকেই এই বার্তা দিয়েছেন বলে মত কূটনৈতিক মহলের ৷
তিনি আরও বলেন, ‘‘আমরা যদি মহাশক্তিধর হতে চাই, তাহলে বিশ্ব ভালো ও সমৃদ্ধির জন্য মহাশক্তিধর হতে চাই । পুরো বিশ্বই আমাদের পরিবার ৷’’ প্রতিরক্ষা মন্ত্রী আরও জানিয়েছেন যে স্বাধীনতার সময় ভারতের অর্থনীতি ছয়-সাতটি বড় অর্থনীতির মধ্যে ছিল এবং 1949 সালের বিপ্লবের পরে যখন চিন একটি নতুন ব্যবস্থা আনে, তখন তাদের জিডিপি ভারতের চেয়ে কম ছিল । যদিও ভারত ও চিন 1980 সাল পর্যন্ত একসঙ্গে অগ্রসর হয় ৷ কিন্তু প্রতিবেশী দেশ অর্থনৈতিক সংস্কার করে অনেকটা এগিয়ে যায় ।
তিনি আরও জানান, 1991 সালে আমাদের দেশেও অর্থনৈতিক সংস্কার শুরু হয় । কিন্তু চিন অল্প সময়ের মধ্যে এত লম্বা লাফ দিয়েছে যে আমেরিকা ছাড়া বিশ্বের অন্য সব দেশকে পেছনে ফেলেছে উন্নয়নের গতিতে । ভারত একুশ শতকে শীর্ষ অর্থনীতির তালিকায় প্রথম দশে ফিরে এসেছে । কিন্তু ভারতে যে ধরনের উন্নয়ন হওয়া উচিত ছিল তা হয়নি ৷ নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরই ভারতে অর্থনীতির গতি বেড়েছে বলেও তিনি মন্তব্য করেছেন ৷
রাজনাথ বলেন, ‘‘মোদি যখন সরকারের দায়িত্ব নেন, তখন ভারতীয় অর্থনীতি বিশ্বব্যাপী নবম বৃহত্তম অর্থনীতি ছিল এবং এর আকার ছিল প্রায় দুই ট্রিলিয়ন ডলার । এখন ভারতের অর্থনীতি সাড়ে তিন ট্রিলিয়ন ডলারের হয়েছে ৷ এখন ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি ৷’’
আরও পড়ুন: বিপদে ডোকলাম-শিলিগুড়ি করিডোর, চিন-চর্চা কবে ? প্রশ্ন খাড়গের