ETV Bharat / bharat

বাড়ল তাজ দর্শনের দাম, দেশি বিদেশি উভয় পর্যটকের জন্যে

ভারতীয়দের ক্ষেত্রে তাজ দর্শনের প্রবেশ মূল্য ছিল 50 টাকা প্রতিজন ৷ এবার তা মাথা পিছু 80 টাকা করা হচ্ছে ৷

increase-ticket-price-of-taj-mahal
increase-ticket-price-of-taj-mahal
author img

By

Published : Mar 16, 2021, 7:54 AM IST

আগরা, 16 মার্চ: বাড়ল তাজ দর্শনের দাম ৷ আগ্রা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারতীয় ও বিদেশি উভয় পর্যটকের ক্ষেত্রেই বাড়ছে তাজমহলের টিকিটের মূল্য ৷

ভারতীয়দের ক্ষেত্রে তাজ দর্শনের প্রবেশ মূল্য ছিল 50 টাকা প্রতিজন ৷ এবার তা মাথা পিছু 80 টাকা করা হচ্ছে ৷ অন্যদিকে বিদেশি পর্যটকদের ক্ষেত্রে প্রবেশ মূল্য বাড়ছে 100 টাকা করে ৷ আগে ছিল 1100 টাকা, এবার থেকে দিতে হবে মাথা পিছু 1200 টাকা করে ৷ এছাড়া মূল গম্বুজ প্রবেশ করতে হলে আরও 200 টাকা গুণতে হবে পর্যটকদের ৷

আরও পড়ুন: কোরোনা গাইডলাইন মেনে খুলল তাজমহল

আগরার ডিভিশনাল কমিশনার অমিত গুপ্তা বলেন, আগরা উন্নয়ন পর্ষদ তাজমহলের মূল গম্বুজে প্রবেশের জন্য অতিরিক্ত 200 টাকা মূল্য নির্ধারণ করেছে ৷ ওই গম্বুজে প্রবেশের জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে যে 200 টাকা দিতে হয় তার বাইরে এই অতিরিক্ত মূল্য ৷

অর্থাৎ এবার থেকে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম স্মৃতিসৌধটির দর্শন করতে হলে ভারতীয়দের খরচ হবে মোট 480 টাকা ৷ অন্যদিকে বিদেশী পর্যটকদের পকেট থেকে খসবে 1600 টাকা ৷ এদিকে নতুন করে টিকিটের দাম বাড়ায় অখুশি তাজ ভক্তরা ৷ তাঁরা বলছেন, এর ফলে পর্যটকের সংখ্যা কমবে ৷

আগরা, 16 মার্চ: বাড়ল তাজ দর্শনের দাম ৷ আগ্রা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারতীয় ও বিদেশি উভয় পর্যটকের ক্ষেত্রেই বাড়ছে তাজমহলের টিকিটের মূল্য ৷

ভারতীয়দের ক্ষেত্রে তাজ দর্শনের প্রবেশ মূল্য ছিল 50 টাকা প্রতিজন ৷ এবার তা মাথা পিছু 80 টাকা করা হচ্ছে ৷ অন্যদিকে বিদেশি পর্যটকদের ক্ষেত্রে প্রবেশ মূল্য বাড়ছে 100 টাকা করে ৷ আগে ছিল 1100 টাকা, এবার থেকে দিতে হবে মাথা পিছু 1200 টাকা করে ৷ এছাড়া মূল গম্বুজ প্রবেশ করতে হলে আরও 200 টাকা গুণতে হবে পর্যটকদের ৷

আরও পড়ুন: কোরোনা গাইডলাইন মেনে খুলল তাজমহল

আগরার ডিভিশনাল কমিশনার অমিত গুপ্তা বলেন, আগরা উন্নয়ন পর্ষদ তাজমহলের মূল গম্বুজে প্রবেশের জন্য অতিরিক্ত 200 টাকা মূল্য নির্ধারণ করেছে ৷ ওই গম্বুজে প্রবেশের জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে যে 200 টাকা দিতে হয় তার বাইরে এই অতিরিক্ত মূল্য ৷

অর্থাৎ এবার থেকে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম স্মৃতিসৌধটির দর্শন করতে হলে ভারতীয়দের খরচ হবে মোট 480 টাকা ৷ অন্যদিকে বিদেশী পর্যটকদের পকেট থেকে খসবে 1600 টাকা ৷ এদিকে নতুন করে টিকিটের দাম বাড়ায় অখুশি তাজ ভক্তরা ৷ তাঁরা বলছেন, এর ফলে পর্যটকের সংখ্যা কমবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.