ETV Bharat / bharat

IT Notice to Anil Ambani নজরে 814 কোটির সম্পত্তি, অনিল আম্বানিকে আয়কর নোটিশ - অনিল আম্বানিকে আয়কর নোটিশ

ভারতীয় শিল্পপতি অনিল আম্বানিকে (Anil Ambani) নোটিশ দিয়েছে আয়কর দফতর (Income Tax Department) ৷ তাঁর 814 কোটি টাকার সম্পত্তি আয়কর বিভাগের আধিকারিকদের নজরে রয়েছে ৷ 31 অগস্টের মধ্যে তাঁর কাছ থেকে জবাব চাওয়া হয়েছে ৷

income-tax-department-isuues-notice-to-anil-ambani
IT Notice to Anil Ambani নজরে 814 কোটির সম্পত্তি, অনিল আম্বানিকে আয়কর নোটিশ
author img

By

Published : Aug 26, 2022, 1:34 PM IST

Updated : Aug 26, 2022, 5:46 PM IST

মুম্বই, 26 অগস্ট : এবার অনিল আম্বানির (Anil Ambani) বিরুদ্ধে নোটিশ দিল আয়কর দফতর (Income Tax Department) ৷ শুক্রবার এই নোটিশ দেওয়া হয়েছে আয়কর দফতরের তরফে ৷ এই ব্যবসায়ীর 814 কোটি টাকার সম্পত্তি সংক্রান্ত বিষয় (814 Crore Assets Issue) নিয়ে এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷

আয়কর দফতর আগামী 31 অগস্টের মধ্যে এই নোটিশের উত্তর দিতে নির্দেশ দিয়েছে ৷ যদি এই সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হন, তাহলে মুকেশ আম্বানির ভাই অনিলকে কালো টাকা ও দুর্নীতি বিরোধী ধারায় (Black Money and Anti Corruption Clauses) কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে ৷

জানা গিয়েছে যে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির বিরুদ্ধে অভিযোগ, তিনি বিদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার তথ্য লুকিয়েছেন ৷ 814 কোটি টাকার সম্পত্তি লুকিয়ে তিনি আসলে কর ফাঁকি দিয়েছেন ৷ তার পরিমাণ প্রায় 420 কোটি টাকা ৷

এর আগে তাঁকে এই নিয়ে শোকজও করা হয় বলে খবর ৷ অগস্টের শুরুতে তাঁকে এই নিয়ে শোকজ করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷ এখনও পর্যন্ত এই নিয়ে অনিল আম্বানির অফিস থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷

আরও পড়ুন : মেটেনি বকেয়া, বাতিল অনিল আম্বানির রিলায়েন্স ক্যাপিটালের বোর্ড

মুম্বই, 26 অগস্ট : এবার অনিল আম্বানির (Anil Ambani) বিরুদ্ধে নোটিশ দিল আয়কর দফতর (Income Tax Department) ৷ শুক্রবার এই নোটিশ দেওয়া হয়েছে আয়কর দফতরের তরফে ৷ এই ব্যবসায়ীর 814 কোটি টাকার সম্পত্তি সংক্রান্ত বিষয় (814 Crore Assets Issue) নিয়ে এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷

আয়কর দফতর আগামী 31 অগস্টের মধ্যে এই নোটিশের উত্তর দিতে নির্দেশ দিয়েছে ৷ যদি এই সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হন, তাহলে মুকেশ আম্বানির ভাই অনিলকে কালো টাকা ও দুর্নীতি বিরোধী ধারায় (Black Money and Anti Corruption Clauses) কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে ৷

জানা গিয়েছে যে রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির বিরুদ্ধে অভিযোগ, তিনি বিদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার তথ্য লুকিয়েছেন ৷ 814 কোটি টাকার সম্পত্তি লুকিয়ে তিনি আসলে কর ফাঁকি দিয়েছেন ৷ তার পরিমাণ প্রায় 420 কোটি টাকা ৷

এর আগে তাঁকে এই নিয়ে শোকজও করা হয় বলে খবর ৷ অগস্টের শুরুতে তাঁকে এই নিয়ে শোকজ করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷ এখনও পর্যন্ত এই নিয়ে অনিল আম্বানির অফিস থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷

আরও পড়ুন : মেটেনি বকেয়া, বাতিল অনিল আম্বানির রিলায়েন্স ক্যাপিটালের বোর্ড

Last Updated : Aug 26, 2022, 5:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.