ETV Bharat / bharat

খুচরো ও পাইকারি ব্য়বসাকে এমএসএমই-র অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে যুগান্তকারী আখ্যা প্রধানমন্ত্রীর - পাইকারি ব্য়বসা এমএসএমই

খুচরো ও পাইকারি ব্য়বসাকে মাঝারি, ছোট ও ক্ষুদ্র সংস্থার (MSME) আওতাভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার ৷ তার জন্য MSME সংক্রান্ত নির্দেশাবলী তথা গাইডলাইনে বেশ কিছু বদল আনা হয়েছে ৷ শুক্রবারই নীতিন গড়কড়ি সরকারের এই পদক্ষেপের কথা জানিয়েছেন ৷ শনিবার কেন্দ্রের এই পদক্ষেপকেই যুগান্তকারী বলে অবিহিত করলেন প্রধানমন্ত্রী ৷ তাঁর আশা, এর ফলে দেশের কোটি কোটি ব্যবসায়ী লাভবান হবেন ৷

inclusion of retail, wholesale trade as MSMEs landmark step, says Prime Minister Narendra Modi
Narendra Modi : খুচরো ও পাইকারি ব্য়বসাকে MSME-র অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে যুগান্তকারী আখ্যা প্রধানমন্ত্রীর
author img

By

Published : Jul 3, 2021, 1:18 PM IST

Updated : Jul 3, 2021, 2:52 PM IST

নয়াদিল্লি, 3 জুলাই : খুচরো ও পাইকারি ব্য়বসাকে মাঝারি, ছোট ও ক্ষুদ্র সংস্থার (MSME) আওতাভুক্ত করার যে পদক্ষেপ তাঁর সরকার করেছে, তাকে যুগান্তকারী বলে অবিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ শনিবার এই প্রসঙ্গে তিনি বলেন, এর ফলে ব্য়বসায়িক আদানপ্রদান আরও বাড়বে এবং ব্য়বসায়ীরাও আগের তুলনায় অনেক বেশি লাভবান হবেন ৷ প্রসঙ্গত, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার MSME সংক্রান্ত নির্দেশাবলী বা গাইডলাইনে কিছু বদল এনেছে ৷ তাতে খুচরো ও পাইকারি ব্য়বসাকে মাঝারি, ছোট ও ক্ষুদ্র সংস্থার আওতাভুক্ত করা হয়েছে ৷

আরও পড়ুন : National Doctors' Day : করোনা মোকাবিলায় চিকিৎসকদের ভূয়সী প্রশংসা মোদির

এদিন এই প্রসঙ্গে একটি টুইটও করেন প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, ‘‘আমাদের সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ করেছে ৷ খুচরো এই পাইকারি ব্য়বসাকে মাঝারি, ছোট ও ক্ষুদ্র সংস্থার আওতায় আনা হয়েছে ৷ এর ফলে কোটি কোটি ব্য়বসায়ী লাভবান হবেন ৷ তাঁরা অনেক সহজেই মূলধন জোগাড় করতে পারবেন ৷ সেইসঙ্গে, অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়বে ৷ এতে তাঁদের ব্যবসা আরও চাঙ্গা হবে ৷’’

  • Our government has taken a landmark step of including retail and wholesale trade as MSME. This will help crores of our traders get easier finance, various other benefits and also help boost their business.

    We are committed to empowering our traders. https://t.co/FTdmFpaOaU

    — Narendra Modi (@narendramodi) July 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, শুক্রবারই এমএসএমই এবং সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের মন্ত্রী নীতীন গড়কড়ি (Nitin Gadkari) MSME সংক্রান্ত নির্দেশাবলী বা গাইডলাইনে বেশ কিছু বদলের কথা ঘোষণা করেন ৷ সেই সময়েই তিনি জানান, এবার থেকে খুচরো ও পাইকারি ব্য়বসাকেও এমএসএমই-র আওতায় আনা হচ্ছে ৷ এই প্রসঙ্গে দু’টি টুইটও করেন নীতীন ৷ তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র এমএসএমই ক্ষেত্রকে পোক্ত করতে বদ্ধপরিকর ৷ এবং তাঁরা এই ক্ষেত্রকে দেশের অর্থনৈতিক উন্নতির চালিকাশক্তিকে পরিণত করতে চান ৷

  • Under the leadership of PM Shri Narendra Modi Ji, we are committed to strengthening of MSME and make them engines for economic growth. The revised guidelines will benefit 2.5 Cr Retail and Wholesale Traders. #MSMEGrowthEngineOfIndia#AatmanirbharBharat

    — Nitin Gadkari (@nitin_gadkari) July 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ডিজিটাল ইন্ডিয়ার ষষ্ঠ বর্ষপূর্তিতে প্রযুক্তির জয়গান মোদির

গড়কড়ির দাবি, কেন্দ্রের এই পদক্ষেপে আড়াই কোটি খুচরো এবং পাইকারি ব্যবসায়ী লাভবান হবেন ৷ তিনি জানিয়েছেন, খুচরো ও পাইকারি ব্য়বসাকে এমএসএমই-র আওতার বাইরে রাখা হয়েছিল ৷ কিন্তু এখন এই দু’টি ক্ষেত্রও এমএসএমই-র আওতাভুক্ত থাকছে ৷ ফলে আরবিআই-এর (Reserve Bank of India) গাইডলাইন অনুসারে এবার থেকে তারাও ঋণ গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে ৷ একইসঙ্গে, নয়া নিয়মে উদয়ম রেজিস্ট্রেশন পোর্টালেও (Udyam Registration Portal) খুচরো ও পাইকারি ব্য়বসায়ীরা তাঁদের নাম ও ব্যবসা নথিভুক্ত করাতে পারবেন ৷

নয়াদিল্লি, 3 জুলাই : খুচরো ও পাইকারি ব্য়বসাকে মাঝারি, ছোট ও ক্ষুদ্র সংস্থার (MSME) আওতাভুক্ত করার যে পদক্ষেপ তাঁর সরকার করেছে, তাকে যুগান্তকারী বলে অবিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ শনিবার এই প্রসঙ্গে তিনি বলেন, এর ফলে ব্য়বসায়িক আদানপ্রদান আরও বাড়বে এবং ব্য়বসায়ীরাও আগের তুলনায় অনেক বেশি লাভবান হবেন ৷ প্রসঙ্গত, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার MSME সংক্রান্ত নির্দেশাবলী বা গাইডলাইনে কিছু বদল এনেছে ৷ তাতে খুচরো ও পাইকারি ব্য়বসাকে মাঝারি, ছোট ও ক্ষুদ্র সংস্থার আওতাভুক্ত করা হয়েছে ৷

আরও পড়ুন : National Doctors' Day : করোনা মোকাবিলায় চিকিৎসকদের ভূয়সী প্রশংসা মোদির

এদিন এই প্রসঙ্গে একটি টুইটও করেন প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, ‘‘আমাদের সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ করেছে ৷ খুচরো এই পাইকারি ব্য়বসাকে মাঝারি, ছোট ও ক্ষুদ্র সংস্থার আওতায় আনা হয়েছে ৷ এর ফলে কোটি কোটি ব্য়বসায়ী লাভবান হবেন ৷ তাঁরা অনেক সহজেই মূলধন জোগাড় করতে পারবেন ৷ সেইসঙ্গে, অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়বে ৷ এতে তাঁদের ব্যবসা আরও চাঙ্গা হবে ৷’’

  • Our government has taken a landmark step of including retail and wholesale trade as MSME. This will help crores of our traders get easier finance, various other benefits and also help boost their business.

    We are committed to empowering our traders. https://t.co/FTdmFpaOaU

    — Narendra Modi (@narendramodi) July 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, শুক্রবারই এমএসএমই এবং সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের মন্ত্রী নীতীন গড়কড়ি (Nitin Gadkari) MSME সংক্রান্ত নির্দেশাবলী বা গাইডলাইনে বেশ কিছু বদলের কথা ঘোষণা করেন ৷ সেই সময়েই তিনি জানান, এবার থেকে খুচরো ও পাইকারি ব্য়বসাকেও এমএসএমই-র আওতায় আনা হচ্ছে ৷ এই প্রসঙ্গে দু’টি টুইটও করেন নীতীন ৷ তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র এমএসএমই ক্ষেত্রকে পোক্ত করতে বদ্ধপরিকর ৷ এবং তাঁরা এই ক্ষেত্রকে দেশের অর্থনৈতিক উন্নতির চালিকাশক্তিকে পরিণত করতে চান ৷

  • Under the leadership of PM Shri Narendra Modi Ji, we are committed to strengthening of MSME and make them engines for economic growth. The revised guidelines will benefit 2.5 Cr Retail and Wholesale Traders. #MSMEGrowthEngineOfIndia#AatmanirbharBharat

    — Nitin Gadkari (@nitin_gadkari) July 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ডিজিটাল ইন্ডিয়ার ষষ্ঠ বর্ষপূর্তিতে প্রযুক্তির জয়গান মোদির

গড়কড়ির দাবি, কেন্দ্রের এই পদক্ষেপে আড়াই কোটি খুচরো এবং পাইকারি ব্যবসায়ী লাভবান হবেন ৷ তিনি জানিয়েছেন, খুচরো ও পাইকারি ব্য়বসাকে এমএসএমই-র আওতার বাইরে রাখা হয়েছিল ৷ কিন্তু এখন এই দু’টি ক্ষেত্রও এমএসএমই-র আওতাভুক্ত থাকছে ৷ ফলে আরবিআই-এর (Reserve Bank of India) গাইডলাইন অনুসারে এবার থেকে তারাও ঋণ গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে ৷ একইসঙ্গে, নয়া নিয়মে উদয়ম রেজিস্ট্রেশন পোর্টালেও (Udyam Registration Portal) খুচরো ও পাইকারি ব্য়বসায়ীরা তাঁদের নাম ও ব্যবসা নথিভুক্ত করাতে পারবেন ৷

Last Updated : Jul 3, 2021, 2:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.