ETV Bharat / bharat

Minor Girl Gang Raped : মহারাষ্ট্রের থানেতে কয়েক মাস ধরে নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্ত 30 - Minor Girl Gang Raped

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, মেয়েটির বয়স 15 বছর ৷ তার একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল ৷ সেই ছেলেটিই তার আপত্তিকর ছবি ব্য়বহার করে প্রথমে ব্ল্যাকমেলিং করে বলে অভিযোগ ৷ এর পর মেয়েটিকে 30 জন বিভিন্ন সময় ধর্ষণ করে ৷

in thane district a minor girl was gang-raped by 30 people
Minor Girl Gang Raped : মহারাষ্ট্রে থানে এলাকায় নাবালিকাকে গণধর্ষণে অভিযুক্ত 30
author img

By

Published : Sep 23, 2021, 2:50 PM IST

Updated : Sep 23, 2021, 4:48 PM IST

থানে (মহারাষ্ট্র), 23 সেপ্টেম্বর : এক নাবালিকার উপর নারকীয় অত্যাচার চালানোর অভিযোগ উঠল মহারাষ্ট্রের থানেতে ৷ অভিযোগ, ওই নাবালিকাকে বেশ কয়েক মাস ধরে ধর্ষণ করেছে 30 জন ৷ মেয়েটির একটি আপত্তিকর ছবি ব্যবহার করে ব্ল্যাকমেল করে অত্যাচার চালানো হত বলে অভিযোগ ৷ পুলিশ ইতিমধ্যেই 22 জনকে এই ঘটনায় গ্রেফতার করেছে ৷

আরও পড়ুন : Punjab : পঞ্জাবে ভারত-পাক সীমান্তে ভারী অস্ত্র ও বিস্ফোরক-সহ গ্রেফতার তিন

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মেয়েটির বয়স 15 বছর ৷ তার একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল ৷ সেই ছেলেটিই তার আপত্তিকর ছবি ব্য়বহার করে প্রথমে ব্ল্যাকমেলিং করে বলে অভিযোগ ৷ এর পর মেয়েটিকে 30 জন বিভিন্ন সময় ধর্ষণ করে ৷ ঘটনাটি ঘটেছে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে ৷ অভিযুক্তদের মধ্যে দু’জন নাবালক রয়েছে বলেও জানা গিয়েছে ৷

প্রথম দিকে ভয়ে মেয়েটি কাউকে কিছু জানায়নি ৷ পরে পরিবারকে জানায় ৷ তার পর বুধবার স্থানীয় ডোম্বিভ্যালি থানায় অভিযোগ জানায় মেয়েটির পরিবার ৷ তার পরই তদন্তে নামে পুলিশ ৷ গ্রেফতার করা হয় 22 জনকে ৷ বাকিদের খোঁজ চলছে ৷ তবে পুলিশের ধারণা, এই ঘটনায় 30 জনের বেশি লোক জড়িত থাকতে পারে ৷

আরও পড়ুন : Bihar Court : শ্লীলতাহানিতে অভিযুক্ত ধোপা, বিনা পারিশ্রমিকে মহিলাদের কাপড় কাচার নির্দেশ আদালতের

থানে (মহারাষ্ট্র), 23 সেপ্টেম্বর : এক নাবালিকার উপর নারকীয় অত্যাচার চালানোর অভিযোগ উঠল মহারাষ্ট্রের থানেতে ৷ অভিযোগ, ওই নাবালিকাকে বেশ কয়েক মাস ধরে ধর্ষণ করেছে 30 জন ৷ মেয়েটির একটি আপত্তিকর ছবি ব্যবহার করে ব্ল্যাকমেল করে অত্যাচার চালানো হত বলে অভিযোগ ৷ পুলিশ ইতিমধ্যেই 22 জনকে এই ঘটনায় গ্রেফতার করেছে ৷

আরও পড়ুন : Punjab : পঞ্জাবে ভারত-পাক সীমান্তে ভারী অস্ত্র ও বিস্ফোরক-সহ গ্রেফতার তিন

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মেয়েটির বয়স 15 বছর ৷ তার একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল ৷ সেই ছেলেটিই তার আপত্তিকর ছবি ব্য়বহার করে প্রথমে ব্ল্যাকমেলিং করে বলে অভিযোগ ৷ এর পর মেয়েটিকে 30 জন বিভিন্ন সময় ধর্ষণ করে ৷ ঘটনাটি ঘটেছে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে ৷ অভিযুক্তদের মধ্যে দু’জন নাবালক রয়েছে বলেও জানা গিয়েছে ৷

প্রথম দিকে ভয়ে মেয়েটি কাউকে কিছু জানায়নি ৷ পরে পরিবারকে জানায় ৷ তার পর বুধবার স্থানীয় ডোম্বিভ্যালি থানায় অভিযোগ জানায় মেয়েটির পরিবার ৷ তার পরই তদন্তে নামে পুলিশ ৷ গ্রেফতার করা হয় 22 জনকে ৷ বাকিদের খোঁজ চলছে ৷ তবে পুলিশের ধারণা, এই ঘটনায় 30 জনের বেশি লোক জড়িত থাকতে পারে ৷

আরও পড়ুন : Bihar Court : শ্লীলতাহানিতে অভিযুক্ত ধোপা, বিনা পারিশ্রমিকে মহিলাদের কাপড় কাচার নির্দেশ আদালতের

Last Updated : Sep 23, 2021, 4:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.