ETV Bharat / bharat

Assam Encounter : গুয়াহাটির পর উদালগুড়ি, 24 ঘণ্টায় আলাদা এনকাউন্টারে হত দুই ধর্ষণে অভিযুক্ত

সকালে পুলিশি এনকাউন্টারে মারা যান গুয়াহাটির গারিগাঁও গণধর্ষণ-কাণ্ডের প্রধান অভিযুক্ত বিকি আলি ৷ দ্বিতীয় এনকাউন্টারটি ঘটেছে আসামের উদালগুড়ি জেলার লালপানি এলাকায় । নাবালিকাকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত রাজেশ মুন্ডা (In less than 24 hours Two rape accused killed in encounter)।

Two rape accused killed by Assam Police
24 ঘণ্টায় অসমে দু'টি এনকাউন্টারে মৃত দুই ধর্ষণে অভিযুক্ত
author img

By

Published : Mar 16, 2022, 2:33 PM IST

গুয়াহাটি, 16 মার্চ : গুয়াহাটির পর উদালগুড়ি । মাত্র 24 ঘণ্টার মধ্যে অসমে দু'টি এনকাউন্টারে মৃত দুই ধর্ষণে অভিযুক্ত ৷ সকালে পুলিশি এনকাউন্টারে মারা যান গুয়াহাটির গারিগাঁও গণধর্ষণ-কাণ্ডের প্রধান অভিযুক্ত বিকি আলি ৷ দ্বিতীয় এনকাউন্টারটি ঘটেছে আসামের উদালগুড়ি জেলার লালপানি এলাকায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় নাবালিকাকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত রাজেশ মুন্ডা (In less than 24 hours Two rape accused killed in encounter)।

  • Rape represents regressive mindset of controlling, scarring & destroying a girl/women’s mind and body. @assampolice would use all instruments of law to fight this evil. As a father & a Cop, grateful to Hon @CMOfficeAssam for crystal clear directions to this effect.

    — GP Singh (@gpsinghips) March 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 10 মার্চ রাজেশ ধানশ্রী চা বাগানে 8 বছর বয়সি একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করে । পরদিন চা বাগানে মেয়েটির মৃতদেহ পাওয়া যায় । মঙ্গলবার পুলিশ কামরূপ গ্রামীণ জেলার একটি লোহার কারখানা থেকে অভিযুক্ত রাজেশকে গ্রেফতার করে । রাতে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নিমাণের চেষ্টা করার সময় সে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায় ৷ তাতেই মারা যায় রাজেশ ৷

আরও পড়ুন : অসমে এনকাউন্টারে খতম ধর্ষণে প্রধান অভিযুক্ত

অন্যদিকে, মঙ্গলবার কামরূপ গ্রামীণ জেলার দামপুর থেকে আরেক ধর্ষণে অভিযুক্ত বিকি আলিকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্ত । তাকে একাধিকবার থামতে বললেও আদেশ মানেনি । শেষ পর্যন্ত তাকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ । ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিযুক্তর (Rape accused shot dead in an encounter by Assam Police)৷

গুয়াহাটি, 16 মার্চ : গুয়াহাটির পর উদালগুড়ি । মাত্র 24 ঘণ্টার মধ্যে অসমে দু'টি এনকাউন্টারে মৃত দুই ধর্ষণে অভিযুক্ত ৷ সকালে পুলিশি এনকাউন্টারে মারা যান গুয়াহাটির গারিগাঁও গণধর্ষণ-কাণ্ডের প্রধান অভিযুক্ত বিকি আলি ৷ দ্বিতীয় এনকাউন্টারটি ঘটেছে আসামের উদালগুড়ি জেলার লালপানি এলাকায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় নাবালিকাকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত রাজেশ মুন্ডা (In less than 24 hours Two rape accused killed in encounter)।

  • Rape represents regressive mindset of controlling, scarring & destroying a girl/women’s mind and body. @assampolice would use all instruments of law to fight this evil. As a father & a Cop, grateful to Hon @CMOfficeAssam for crystal clear directions to this effect.

    — GP Singh (@gpsinghips) March 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 10 মার্চ রাজেশ ধানশ্রী চা বাগানে 8 বছর বয়সি একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করে । পরদিন চা বাগানে মেয়েটির মৃতদেহ পাওয়া যায় । মঙ্গলবার পুলিশ কামরূপ গ্রামীণ জেলার একটি লোহার কারখানা থেকে অভিযুক্ত রাজেশকে গ্রেফতার করে । রাতে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নিমাণের চেষ্টা করার সময় সে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায় ৷ তাতেই মারা যায় রাজেশ ৷

আরও পড়ুন : অসমে এনকাউন্টারে খতম ধর্ষণে প্রধান অভিযুক্ত

অন্যদিকে, মঙ্গলবার কামরূপ গ্রামীণ জেলার দামপুর থেকে আরেক ধর্ষণে অভিযুক্ত বিকি আলিকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্ত । তাকে একাধিকবার থামতে বললেও আদেশ মানেনি । শেষ পর্যন্ত তাকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ । ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিযুক্তর (Rape accused shot dead in an encounter by Assam Police)৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.