ETV Bharat / bharat

চেন্নাইয়ে কৃষকদের প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী - মেট্রোরেল

ভোটমুখী তামিলনাড়ুতে কল্পতরু প্রধানমন্ত্রী৷ রবিবার চেন্নাইয়ে একাধিক জনকল্য়াণমুখী প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি৷ প্রশংসায় ভরিয়ে দেন কৃষক ও মৎস্যজীবীদের৷ দেন নির্দিষ্ট সময়ে চেন্নাই মেট্রোরেলের কাজ শেষ হওয়ার আশ্বাস৷

In Chennai To Open Infra Projects, PM Applauds Farmers Of Tamil Nadu
ভোটমুখী তামিলনাড়ুতে কল্পতরু প্রধানমন্ত্রী
author img

By

Published : Feb 14, 2021, 6:50 PM IST

চেন্নাই, 14 ফেব্রুয়ারি: ‘রেকর্ড পরিমাণে খাদ্য় উৎপাদন’ এবং জলের ব্য়বহারের জন্য তামিলনাড়ুর কৃষকদের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রবিবার চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে বক্তব্য় রাখার সময় মোদি বলেন, ‘‘রেকর্ড পরিমাণ খাদ্যশস্য় উৎপাদন এবং জলের উৎসের যথার্থ ব্য়বহারের জন্য আমি তামিলনাড়ুর কৃষকদের সাধুবাদ জানাতে চাই৷ জল সংরক্ষণের জন্য যা যা করা সম্ভব, আমাদের তাই করতে হবে৷ একটা মন্ত্র সবসময় মনে রাখবেন, জলের প্রত্য়েক বিন্দুতেই আরও বেশি শস্য় উৎপাদনের চাবিকাঠি লুকিয়ে আছে৷’’ দিল্লির সীমানায় যখন নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে মাসের পর মাস আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা, ঠিক সেই মুহূর্তে মোদির মুখে তামিল কৃষকদের প্রশংসা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের৷ নিজেকে কৃষকবন্ধু প্রমাণ করতেই প্রধানমন্ত্রীর কৃষকস্তূতি বলে মনে করছেন রাজনীতির কারবারিরা৷

প্রসঙ্গত, এবছরই বিধানসভা নির্বাচন রয়েছে দক্ষিণী রাজ্য় তামিলনাড়ুতে৷ তার আগে রাজ্য়ের মানুষের মন পেতে মরিয়া কেন্দ্রের শাসকদল৷ এদিন চেন্নাইয়ের মঞ্চ থেকে বেশ কিছু জনকল্য়াণমুখী প্রকল্পের উদ্বোধন করেন মোদি৷ যার মধ্য়ে চেন্নাই মেট্রোরেল পরিষেবার একটা অংশও রয়েছে৷ উদ্বোধনী মঞ্চ থেকে মোদি জানান, ‘‘এবারের বাজেটে এই প্রকল্পের দ্বিতীয় দফার কাজের জন্য 63 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ যা যেকোনও শহুরে প্রকল্পের জন্য় সর্বাধিক৷ এতে চেন্নাইয়ের মানুষ উপকৃত হবেন৷’’

আরও পড়ুন: বাংলা-অসমে আত্মবিশ্বাস ও তামিলনাড়ু-কেরালায় বিজেপির আশা বাড়াল কেন্দ্রীয় বাজেট

যে হারে চেন্নাই মেট্রোর কাজ চলছে, তাতে যে তিনি বেজায় খুশি, তা প্রধানমন্ত্রীর বক্তব্য থেকেই স্পষ্ট৷ এই প্রসঙ্গে তিনি বলেন, চেন্নাই মেট্রোর কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে৷ কোরোনা পরিস্থিতিতেও ভারতীয় ঠিকাদাররা দুর্দান্ত কাজ করছেন৷ ফলে নির্দিষ্ট সময়ের মধ্যেই মেট্রোর 9 কিলোমিটার সম্প্রসারণের কাজ শেষ হয়ে যাবে৷’’

তামিলনাড়ু উপকূলীয় রাজ্য৷ তাই এখানে এসে শুধুমাত্র কৃষক বা মেট্রোরেল নয়, মৎস্য়জীবীদের কথাও আলাদাভাবে উল্লেখ করেছেন মোদি৷ তাঁর কথায়, ‘‘মৎস্য়জীবী সম্প্রদায় দয়ার প্রতীক’’৷ তাঁদের স্বার্থেই এবারের বাজেটে উপকূলীয় এলাকার উন্নয়নের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে৷ মৎস্য়জীবীদের আর্থিকভাবে আরও সক্ষম করে তুলতে কেন্দ্র সামুদ্রিক মৎস্য শিকারের পাশাপাশি সিউইডের মতো সামুদ্রিক উদ্ভিদ চাষের বিষয়েও জোর দিচ্ছে৷ আগামী দিনে চেন্নাইয়ে সিউইড পার্কও তৈরি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

এর পাশাপাশি, শ্রীলঙ্কায় বসবাসকারী তামিলদের পাশে থাকারও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘আমাদের সরকার বরাবরই শ্রীলঙ্কায় বসবাসকারী আমাদের তামিল ভাইবোনদের কল্য়াণ ও উন্নয়নে গুরুত্ব দিয়েছে৷’’ এছাড়া, গৃহহীন তামিলদের জন্য 15 হাজার নতুন বাড়ি তৈরি, তাঁদের জন্য অ্য়াম্বুলেন্স পরিষেবা চালু-সহ একগুচ্ছ পরিকাঠামো তৈরিরও আশ্বাস দিয়েছেন মোদি৷

চেন্নাই, 14 ফেব্রুয়ারি: ‘রেকর্ড পরিমাণে খাদ্য় উৎপাদন’ এবং জলের ব্য়বহারের জন্য তামিলনাড়ুর কৃষকদের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রবিবার চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে বক্তব্য় রাখার সময় মোদি বলেন, ‘‘রেকর্ড পরিমাণ খাদ্যশস্য় উৎপাদন এবং জলের উৎসের যথার্থ ব্য়বহারের জন্য আমি তামিলনাড়ুর কৃষকদের সাধুবাদ জানাতে চাই৷ জল সংরক্ষণের জন্য যা যা করা সম্ভব, আমাদের তাই করতে হবে৷ একটা মন্ত্র সবসময় মনে রাখবেন, জলের প্রত্য়েক বিন্দুতেই আরও বেশি শস্য় উৎপাদনের চাবিকাঠি লুকিয়ে আছে৷’’ দিল্লির সীমানায় যখন নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে মাসের পর মাস আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা, ঠিক সেই মুহূর্তে মোদির মুখে তামিল কৃষকদের প্রশংসা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের৷ নিজেকে কৃষকবন্ধু প্রমাণ করতেই প্রধানমন্ত্রীর কৃষকস্তূতি বলে মনে করছেন রাজনীতির কারবারিরা৷

প্রসঙ্গত, এবছরই বিধানসভা নির্বাচন রয়েছে দক্ষিণী রাজ্য় তামিলনাড়ুতে৷ তার আগে রাজ্য়ের মানুষের মন পেতে মরিয়া কেন্দ্রের শাসকদল৷ এদিন চেন্নাইয়ের মঞ্চ থেকে বেশ কিছু জনকল্য়াণমুখী প্রকল্পের উদ্বোধন করেন মোদি৷ যার মধ্য়ে চেন্নাই মেট্রোরেল পরিষেবার একটা অংশও রয়েছে৷ উদ্বোধনী মঞ্চ থেকে মোদি জানান, ‘‘এবারের বাজেটে এই প্রকল্পের দ্বিতীয় দফার কাজের জন্য 63 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ যা যেকোনও শহুরে প্রকল্পের জন্য় সর্বাধিক৷ এতে চেন্নাইয়ের মানুষ উপকৃত হবেন৷’’

আরও পড়ুন: বাংলা-অসমে আত্মবিশ্বাস ও তামিলনাড়ু-কেরালায় বিজেপির আশা বাড়াল কেন্দ্রীয় বাজেট

যে হারে চেন্নাই মেট্রোর কাজ চলছে, তাতে যে তিনি বেজায় খুশি, তা প্রধানমন্ত্রীর বক্তব্য থেকেই স্পষ্ট৷ এই প্রসঙ্গে তিনি বলেন, চেন্নাই মেট্রোর কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে৷ কোরোনা পরিস্থিতিতেও ভারতীয় ঠিকাদাররা দুর্দান্ত কাজ করছেন৷ ফলে নির্দিষ্ট সময়ের মধ্যেই মেট্রোর 9 কিলোমিটার সম্প্রসারণের কাজ শেষ হয়ে যাবে৷’’

তামিলনাড়ু উপকূলীয় রাজ্য৷ তাই এখানে এসে শুধুমাত্র কৃষক বা মেট্রোরেল নয়, মৎস্য়জীবীদের কথাও আলাদাভাবে উল্লেখ করেছেন মোদি৷ তাঁর কথায়, ‘‘মৎস্য়জীবী সম্প্রদায় দয়ার প্রতীক’’৷ তাঁদের স্বার্থেই এবারের বাজেটে উপকূলীয় এলাকার উন্নয়নের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে৷ মৎস্য়জীবীদের আর্থিকভাবে আরও সক্ষম করে তুলতে কেন্দ্র সামুদ্রিক মৎস্য শিকারের পাশাপাশি সিউইডের মতো সামুদ্রিক উদ্ভিদ চাষের বিষয়েও জোর দিচ্ছে৷ আগামী দিনে চেন্নাইয়ে সিউইড পার্কও তৈরি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

এর পাশাপাশি, শ্রীলঙ্কায় বসবাসকারী তামিলদের পাশে থাকারও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘আমাদের সরকার বরাবরই শ্রীলঙ্কায় বসবাসকারী আমাদের তামিল ভাইবোনদের কল্য়াণ ও উন্নয়নে গুরুত্ব দিয়েছে৷’’ এছাড়া, গৃহহীন তামিলদের জন্য 15 হাজার নতুন বাড়ি তৈরি, তাঁদের জন্য অ্য়াম্বুলেন্স পরিষেবা চালু-সহ একগুচ্ছ পরিকাঠামো তৈরিরও আশ্বাস দিয়েছেন মোদি৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.