ETV Bharat / bharat

Ruchira Kamboj: বিশ্বব্যাপী সিদ্ধান্তগুলি গঠনে গ্লোবাল সাউথের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ: রুচিরা কাম্বোজ - গ্লোবাল সাউথ

Ruchira Kamboj on Importance of Global South: নিউইয়র্কে গ্লোবাল সাউথের জন্য ভারত-রাষ্ট্রসংঘের ভাষণে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ বলেন, বিশ্বের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে গ্লোবাল সাউথের সক্রিয় অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ ৷

Ruchira Kamboj
রুচিরা কাম্বোজ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 3:07 PM IST

নিউইয়র্ক, 24 সেপ্টেম্বর: বিশ্বের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে গ্লোবাল সাউথের সক্রিয় অংশগ্রহণকারী হওয়া খুবই গুরুত্বপূর্ণ ৷ কারণ বিশ্বের বেশিরভাগ চ্যালেঞ্জ গ্লোবাল সাউথের দ্বারা তৈরি না হলেও, তাদের উপরই সেই চ্যালেঞ্জগুলির প্রভাব বেশি পড়ে ৷ এমনটাই মনে করেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ ৷

নিউইয়র্কে 'সাউথ রাইজিং: পার্টনারশিপ, ইনস্টিটিউশনস অ্যান্ড আইডিয়াস' একটি ইভেন্টে বক্তব্য রাখার সময় তিনি বলেন,

"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন 2023 সালের জানুয়ারিতে ভারতে ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ সামিটে স্পষ্টভাবে প্রকাশ করেছিলেন যে, বেশিরভাগ বৈশ্বিক চ্যালেঞ্জ গ্লোবাল সাউথ দ্বারা তৈরি হয়নি, তবে সেই চ্যালেঞ্জগুলি আমাদেরকে আরও বেশি প্রভাবিত করে । এই বিবৃতিটি গ্লোবাল সাউথের জন্য বিশ্বব্যাপী সিদ্ধান্তগুলি গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণকারী হওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেয় ৷"

কাম্বোজ আরও বলেন, "আমাদের ক্রমবর্ধমান বিশ্ব ব্যবস্থায়, আমরা একটি গতিশীল ল্যান্ডস্কেপের মধ্যে নিজেদের খুঁজে পাই । ইউরোপে পুরনো দ্বন্দ্বগুলি পুনরুত্থিত হয়ে গুরুত্বপূর্ণ আলোচনার দিশা দিয়েছে ৷ ইন্দো-প্যাসিফিক তার উন্মুক্ততা এবং স্বাধীনতার দৃষ্টিভঙ্গি নিয়ে জটিল চ্যালেঞ্জের মুখোমুখি ।" তিনি আরও বলেন যে, স্বাস্থ্য সংকটের বিশ্বব্যাপী প্রতিক্রিয়া বহুপাক্ষিক সহযোগিতার উপর ছায়া ফেলেছে, যা কেবল বিশ্ব স্বাস্থ্যকেই প্রভাবিত করে না, বরং উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বিস্তৃত ক্ষেত্র এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলিকেও প্রভাবিত করে ৷

আরও পড়ুন: কণ্ঠহীন গ্লোবাল সাউথ-এর কণ্ঠস্বর হবে ভারত, জি20 নিয়ে মন্তব্য বিদেশ প্রতিমন্ত্রীর

নিউইয়র্কে ডেলিভারিং ফর ডেভেলপমেন্ট ইভেন্টে ভাষণ দেওয়ার সময় কাম্বোজ বলেন,

"ভারতের উদ্বেগের বিষয়টি হল, গ্লোবাল সাউথের সঙ্গে আমাদের সম্পৃক্ততা কেবল নীতির বিষয় নয়, এটির সঙ্গে আমাদের সংস্কৃতি এবং দর্শন জড়িত ৷ এই মাসের শুরুতে জি20 নয়াদিল্লি নেতাদের ঘোষণা সহ-উন্নয়নশীল দেশগুলির ব্যাপক উন্নয়নের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে ।"

কাম্বোজ স্মরণ করিয়ে দিয়েছেন যে, কোভিড 19 অতিমারি চলাকালীন ভারত প্রায় 100টি দেশে মেড-ইন-ইন্ডিয়া টিকা সরবরাহ করেছে এবং 150টি দেশে ওষুধ সরবরাহ করে সাহায্যের হাত বাড়িয়েছিল । রুচিরা কাম্বোজের কথায়, "আপনারা অনেকেই মনে রাখবেন যে, কোভিড অতিমারি জুড়ে ভারত প্রায় 100টি দেশে মেড-ইন-ইন্ডিয়া টিকা সরবরাহ করেছে এবং 150টি দেশে ওষুধ সরবরাহ করে সাহায্যের হাত বাড়িয়েছিল ৷ এর ফলে আমরা 'দ্য ফার্মেসি অফ দ্য ওয়ার্ল্ড' উপাধি অর্জন করি ৷" (সংবাদসংস্থা এএনআই)

নিউইয়র্ক, 24 সেপ্টেম্বর: বিশ্বের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে গ্লোবাল সাউথের সক্রিয় অংশগ্রহণকারী হওয়া খুবই গুরুত্বপূর্ণ ৷ কারণ বিশ্বের বেশিরভাগ চ্যালেঞ্জ গ্লোবাল সাউথের দ্বারা তৈরি না হলেও, তাদের উপরই সেই চ্যালেঞ্জগুলির প্রভাব বেশি পড়ে ৷ এমনটাই মনে করেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ ৷

নিউইয়র্কে 'সাউথ রাইজিং: পার্টনারশিপ, ইনস্টিটিউশনস অ্যান্ড আইডিয়াস' একটি ইভেন্টে বক্তব্য রাখার সময় তিনি বলেন,

"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেমন 2023 সালের জানুয়ারিতে ভারতে ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ সামিটে স্পষ্টভাবে প্রকাশ করেছিলেন যে, বেশিরভাগ বৈশ্বিক চ্যালেঞ্জ গ্লোবাল সাউথ দ্বারা তৈরি হয়নি, তবে সেই চ্যালেঞ্জগুলি আমাদেরকে আরও বেশি প্রভাবিত করে । এই বিবৃতিটি গ্লোবাল সাউথের জন্য বিশ্বব্যাপী সিদ্ধান্তগুলি গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণকারী হওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেয় ৷"

কাম্বোজ আরও বলেন, "আমাদের ক্রমবর্ধমান বিশ্ব ব্যবস্থায়, আমরা একটি গতিশীল ল্যান্ডস্কেপের মধ্যে নিজেদের খুঁজে পাই । ইউরোপে পুরনো দ্বন্দ্বগুলি পুনরুত্থিত হয়ে গুরুত্বপূর্ণ আলোচনার দিশা দিয়েছে ৷ ইন্দো-প্যাসিফিক তার উন্মুক্ততা এবং স্বাধীনতার দৃষ্টিভঙ্গি নিয়ে জটিল চ্যালেঞ্জের মুখোমুখি ।" তিনি আরও বলেন যে, স্বাস্থ্য সংকটের বিশ্বব্যাপী প্রতিক্রিয়া বহুপাক্ষিক সহযোগিতার উপর ছায়া ফেলেছে, যা কেবল বিশ্ব স্বাস্থ্যকেই প্রভাবিত করে না, বরং উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বিস্তৃত ক্ষেত্র এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলিকেও প্রভাবিত করে ৷

আরও পড়ুন: কণ্ঠহীন গ্লোবাল সাউথ-এর কণ্ঠস্বর হবে ভারত, জি20 নিয়ে মন্তব্য বিদেশ প্রতিমন্ত্রীর

নিউইয়র্কে ডেলিভারিং ফর ডেভেলপমেন্ট ইভেন্টে ভাষণ দেওয়ার সময় কাম্বোজ বলেন,

"ভারতের উদ্বেগের বিষয়টি হল, গ্লোবাল সাউথের সঙ্গে আমাদের সম্পৃক্ততা কেবল নীতির বিষয় নয়, এটির সঙ্গে আমাদের সংস্কৃতি এবং দর্শন জড়িত ৷ এই মাসের শুরুতে জি20 নয়াদিল্লি নেতাদের ঘোষণা সহ-উন্নয়নশীল দেশগুলির ব্যাপক উন্নয়নের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে ।"

কাম্বোজ স্মরণ করিয়ে দিয়েছেন যে, কোভিড 19 অতিমারি চলাকালীন ভারত প্রায় 100টি দেশে মেড-ইন-ইন্ডিয়া টিকা সরবরাহ করেছে এবং 150টি দেশে ওষুধ সরবরাহ করে সাহায্যের হাত বাড়িয়েছিল । রুচিরা কাম্বোজের কথায়, "আপনারা অনেকেই মনে রাখবেন যে, কোভিড অতিমারি জুড়ে ভারত প্রায় 100টি দেশে মেড-ইন-ইন্ডিয়া টিকা সরবরাহ করেছে এবং 150টি দেশে ওষুধ সরবরাহ করে সাহায্যের হাত বাড়িয়েছিল ৷ এর ফলে আমরা 'দ্য ফার্মেসি অফ দ্য ওয়ার্ল্ড' উপাধি অর্জন করি ৷" (সংবাদসংস্থা এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.