ETV Bharat / bharat

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আইএমডির - দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু

দেশের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী হরিয়ানা আর তৎসংলগ্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

বৃষ্টি হতে পারে ভারতের বিভিন্ন রাজ্যে
বৃষ্টি হতে পারে ভারতের বিভিন্ন রাজ্যে
author img

By

Published : Jun 13, 2021, 12:32 PM IST

নিউ দিল্লি, 13 জুন : দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে হালকা থেকে মাঝারি মানের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে হরিয়ানায় ৷ রবিবার এই তথ্য জানিয়েছে দেশের আবহাওয়ার দফতর (India Meteorological Department, IMD) ৷ যমুনানগর, কুরুক্ষেত্র, কৈথাল, কর্নাল, পানিপত, গান্নউর, ফতেহবাদ, বারওয়ালা, নারওয়ানা, রাজাউন্দ, আসান্ধ, সাফিদোন, জিন্দ, গোহানা, হিসার, হানসি, মেহামের মতো এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে ৷ মধ্যপ্রদেশের কিছু অংশে, ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার আর উত্তরপ্রদেশের কিছু অংশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন : 2 এপ্রিলের পর দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

যদিও শনিবার আইএমডি-র তরফে আগামী দু'দিনে মুম্বই, থানেতে ভারি বৃষ্টির লাল সতর্কবার্তা থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷ যার মানে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে ৷

এর আগে মুম্বইয়ে লাল সতর্কবার্তা আর থানে, কোঙ্কনের রাইগাদ, রতনগিরি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারি বৃষ্টি, ঝোড়া হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে ৷

নিউ দিল্লি, 13 জুন : দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে হালকা থেকে মাঝারি মানের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে হরিয়ানায় ৷ রবিবার এই তথ্য জানিয়েছে দেশের আবহাওয়ার দফতর (India Meteorological Department, IMD) ৷ যমুনানগর, কুরুক্ষেত্র, কৈথাল, কর্নাল, পানিপত, গান্নউর, ফতেহবাদ, বারওয়ালা, নারওয়ানা, রাজাউন্দ, আসান্ধ, সাফিদোন, জিন্দ, গোহানা, হিসার, হানসি, মেহামের মতো এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে ৷ মধ্যপ্রদেশের কিছু অংশে, ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার আর উত্তরপ্রদেশের কিছু অংশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন : 2 এপ্রিলের পর দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

যদিও শনিবার আইএমডি-র তরফে আগামী দু'দিনে মুম্বই, থানেতে ভারি বৃষ্টির লাল সতর্কবার্তা থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷ যার মানে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে ৷

এর আগে মুম্বইয়ে লাল সতর্কবার্তা আর থানে, কোঙ্কনের রাইগাদ, রতনগিরি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারি বৃষ্টি, ঝোড়া হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.