ETV Bharat / bharat

Himachal Pradesh হিমাচলের আকাশে দুর্যোগের মেঘ, মৃত 20, জারি সতর্কতা - হলুদ সতর্কতা

হিমাচলপ্রদেশে (Himachal Pradesh) বাড়ছে দুর্যোগের আশঙ্কা ৷ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (India Meteorological Department) বা আইএমডি (IMD) ৷ জারি করা হয়েছে কমলা (Orange Alert) এবং হলুদ সতর্কতা (Yellow Alert) ৷

IMD issues  Orange Alert as they predicts moderate to heavy rainfall in Himachal Pradesh
Himachal Pradesh হিমাচলের আকাশে দুর্যোগের মেঘ, জারি সতর্কতা, কুল্লুতে বন্ধ স্কুল
author img

By

Published : Aug 21, 2022, 12:45 PM IST

Updated : Aug 21, 2022, 3:01 PM IST

সিমলা, 21 অগস্ট: হিমাচলপ্রদেশে (Himachal Pradesh) মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল 'ভারতীয় আবহাওয়া বিভাগ' (India Meteorological Department) বা আইএমডি (IMD) ৷ জারি করা হল 'কমলা সতর্কতা' (Orange Alert) ৷ আবহবিবদদের আশঙ্কা, রবিবার যেকোনও সময় ফের দুর্যোগ ঘনাতে পারে হিমালয়ের এই পার্বত্য এলাকায় ৷ এর আগে এদিন হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানান, গত 24 ঘণ্টায় প্রাণ গিয়েছে 20 জনের ।

আইএমডি-র রাজ্য সহ-অধিকর্তা বুই লাল (Bui Lal) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী কয়েক দিন হিমাচলপ্রদেশে ফের বৃষ্টি নামতে পারে ৷ অঞ্চল ভেদে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ শনিবার দেওয়া একটি সাক্ষাৎকারে বুই লাল বলেন, "আগামী পাঁচ দিন হিমাচলপ্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ রবিবার দুপুর পর্যন্ত সমগ্র রাজ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷ এছাড়াও, আগামী 24 অগস্ট পর্যন্ত জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert) ৷"

আরও পড়ুন: Heavy Rain in Himachal: ভারী বৃষ্টি, ভূমিধসে বিপর্যস্ত হিমাচলে প্রাণহানি 22 জনের

আবহাওয়া বিভাগের হিসাব বলছে, এই কয়েক দিনের মধ্যে হিমাচলপ্রদেশের বেশ কয়েকটি অংশে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে ৷ দুর্যোগের কবলে পড়তে পারে কাংড়া, চাম্বা, বিলাসপুর, সিরমুর এবং মান্ডি জেলা-সহ বেশ কিছু এলাকা ৷ বৃষ্টির জেরে সংশ্লিষ্ট এলাকাগুলিতে ভূমিধসের সম্ভাবনাও রয়েছে ৷ যার ফলে যেকোনও সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা ৷ প্রাণহানি ও সম্পদহানির মতো পরিস্থিতি এড়াতে ইতিমধ্য়েই রাজ্য়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক করা হয়েছে ৷ তাদের যেকোনও প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷ আগামী 25 অগস্ট পর্যন্ত বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্দেশে এই নির্দেশিকা জারি করা হয়েছে ৷

প্রসঙ্গেত, বর্ষার মরসুমে ইতিমধ্যেই নাজেহাল দশা হিমাচলপ্রদেশের ৷ বহু জায়গাতেই ভারী বৃষ্টির ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে ৷ হড়পা বানে ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা ৷ তাতে এখনও পর্যন্ত অন্তত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ প্রায় 743টি রাস্তায় যানচলাচল একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে ৷ এমতাবস্থায় রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন মুখ্যমন্ত্রী । সেখানে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয় । পাশাপাশি যে সমস্ত জায়গায় আপেল চাষ হয় সেখানকার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি কেন্দ্রীয় সরকারের থেকে আরও বেশি পরিমাণে সাহায্য চেয়ে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে ।

আক্রান্তদের উদ্ধার করতে এবং দুর্যোগ কবলিত এলাকায় স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনতে ইতিমধ্য়েই উদ্যোগ নিয়েছে প্রশাসন ৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (National Disaster Response Force) বা এনডিআরএফ (NDRF)-এর সদস্যরা ৷ স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে উদ্ধারকাজ শুরু করেছেন তাঁরা ৷ এর আগে শনিবার কাংড়া জেলার চাক্কি সেতুটি ধসের কবলে পড়ে ভেঙে যায় ৷ কুল্লু জেলার সর্বত্র স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ করে দিতে হয় ৷ আবহাওয়ার উন্নতি হলে সেগুলি ফের খোলা হবে ৷

সিমলা, 21 অগস্ট: হিমাচলপ্রদেশে (Himachal Pradesh) মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল 'ভারতীয় আবহাওয়া বিভাগ' (India Meteorological Department) বা আইএমডি (IMD) ৷ জারি করা হল 'কমলা সতর্কতা' (Orange Alert) ৷ আবহবিবদদের আশঙ্কা, রবিবার যেকোনও সময় ফের দুর্যোগ ঘনাতে পারে হিমালয়ের এই পার্বত্য এলাকায় ৷ এর আগে এদিন হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানান, গত 24 ঘণ্টায় প্রাণ গিয়েছে 20 জনের ।

আইএমডি-র রাজ্য সহ-অধিকর্তা বুই লাল (Bui Lal) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী কয়েক দিন হিমাচলপ্রদেশে ফের বৃষ্টি নামতে পারে ৷ অঞ্চল ভেদে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ শনিবার দেওয়া একটি সাক্ষাৎকারে বুই লাল বলেন, "আগামী পাঁচ দিন হিমাচলপ্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ রবিবার দুপুর পর্যন্ত সমগ্র রাজ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷ এছাড়াও, আগামী 24 অগস্ট পর্যন্ত জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert) ৷"

আরও পড়ুন: Heavy Rain in Himachal: ভারী বৃষ্টি, ভূমিধসে বিপর্যস্ত হিমাচলে প্রাণহানি 22 জনের

আবহাওয়া বিভাগের হিসাব বলছে, এই কয়েক দিনের মধ্যে হিমাচলপ্রদেশের বেশ কয়েকটি অংশে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে ৷ দুর্যোগের কবলে পড়তে পারে কাংড়া, চাম্বা, বিলাসপুর, সিরমুর এবং মান্ডি জেলা-সহ বেশ কিছু এলাকা ৷ বৃষ্টির জেরে সংশ্লিষ্ট এলাকাগুলিতে ভূমিধসের সম্ভাবনাও রয়েছে ৷ যার ফলে যেকোনও সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা ৷ প্রাণহানি ও সম্পদহানির মতো পরিস্থিতি এড়াতে ইতিমধ্য়েই রাজ্য়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক করা হয়েছে ৷ তাদের যেকোনও প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে ৷ আগামী 25 অগস্ট পর্যন্ত বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্দেশে এই নির্দেশিকা জারি করা হয়েছে ৷

প্রসঙ্গেত, বর্ষার মরসুমে ইতিমধ্যেই নাজেহাল দশা হিমাচলপ্রদেশের ৷ বহু জায়গাতেই ভারী বৃষ্টির ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে ৷ হড়পা বানে ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা ৷ তাতে এখনও পর্যন্ত অন্তত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ প্রায় 743টি রাস্তায় যানচলাচল একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে ৷ এমতাবস্থায় রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন মুখ্যমন্ত্রী । সেখানে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয় । পাশাপাশি যে সমস্ত জায়গায় আপেল চাষ হয় সেখানকার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি কেন্দ্রীয় সরকারের থেকে আরও বেশি পরিমাণে সাহায্য চেয়ে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে ।

আক্রান্তদের উদ্ধার করতে এবং দুর্যোগ কবলিত এলাকায় স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনতে ইতিমধ্য়েই উদ্যোগ নিয়েছে প্রশাসন ৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (National Disaster Response Force) বা এনডিআরএফ (NDRF)-এর সদস্যরা ৷ স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে উদ্ধারকাজ শুরু করেছেন তাঁরা ৷ এর আগে শনিবার কাংড়া জেলার চাক্কি সেতুটি ধসের কবলে পড়ে ভেঙে যায় ৷ কুল্লু জেলার সর্বত্র স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ করে দিতে হয় ৷ আবহাওয়ার উন্নতি হলে সেগুলি ফের খোলা হবে ৷

Last Updated : Aug 21, 2022, 3:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.